ফেসবুক প্রোফাইল সিস্টেম পেজের এডমিন কিভাবে এড ও রিমুভ করতে হয়

ফেসবুক পেজের নতুন একটি আপডেট হচ্ছে ফেসবুক পেজটি দেখতে প্রায় প্রোফাইলের মতো । পেজটির ফিচার নতুন হওয়ায় অনেকে এর সেটিংস সম্পর্কে সম্পূর্ণ ধারণা নেই। তার মধ্যে অন্যতম একটি সেটিংস হচ্ছে কিভাবে এই নতুন ফিচার যুক্ত প্রোফাইল সিস্টেম পেজের এডমিন যুক্ত ও রিমুভ করতে হয় । আজকের এই পোস্টে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল সিস্টেম পেজ এর জন্য এডমিন ‍যুক্ত করবেন এবং রিমুভ করবেন।  
Facebook tips

প্রথমে জেনে নেওয়া যাক কিভাবে আপনি আপনার প্রোফাইল সিস্টেম পেজে এডমিন এড করবেন । নিচের ধাপগুলা মনোযোগ সহকারে অনুসরণ করুন।
ধাপ : ১ - প্রথমে ফেসবুক থেকে আপনি আপনার পেজে চলে যান এবং পেজ থেকে Settings অপশনে ক্লিক করুন।
কিভাবে ফেসবুকের প্রোফাইল সিস্টেম পেজের এডমিন এড করবেন




ধাপ : ২ - এখান থেকে Page ‍Settings ক্লিক করুন।

কিভাবে ফেসবুকের প্রোফাইল সিস্টেম পেজের এডমিন এড করবেন

ধাপ : ৩ - এবার Page access ক্লিক করুন।

কিভাবে ফেসবুকের প্রোফাইল সিস্টেম পেজের এডমিন এড করবেন



ধাপ : ৪ - এখান থেকে Add new অপশনে ক্লিক করুন।

কিভাবে ফেসবুকের প্রোফাইল সিস্টেম পেজের এডমিন এড করবেন

ধাপ : ৫ - Next অপশনে ক্লিক করুন।

কিভাবে ফেসবুকের প্রোফাইল সিস্টেম পেজের এডমিন এড করবেন

ধাপ : ৬ - এখানে আপনার যেই বন্ধুকে ফেসবুক পেজে এডমিন হিসাবে যুক্ত করতে চান তার নাম সার্চ করে নামের উপর ক্লিক করুন।     
কিভাবে পেজ থেকে এডমিনকে রিমুভ করবেন ?

ধাপ : ৭ - এখান থেকে Give access অপশনে ক্লিক করুন। (বি:দ্র- যাকে আপনি এডমিন দিচ্ছেন তাকে যদি পেজের সমস্ত কন্ট্রোল দিতে চান তাহলে লাল বৃত্তের অপশনটি চালু করে দিবেন)। 

কিভাবে পেজ থেকে এডমিনকে রিমুভ করবেন ?




ধাপ : ৮ - এখানে আপনার পাসওয়ার্ড  চাইবে পাসওয়ার্ড দিয়ে Continue ক্লিক করলেই আপনার ফেসবুক পেজে নতুন এডমিন যুক্ত হয়ে যাবে।

কিভাবে পেজ থেকে এডমিনকে রিমুভ করবেন ?
এভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুকের প্রোফাইল সিস্টেম পেজের জন্য এডমিন যুক্ত করে নিতে পারবেন ।
--------------------------------
ফেসবুক এডমিন ‍যুক্ত করার পর আপনার যদি মনে হয় তাকে রিমুভ করা প্রয়োজন তাহলে কিভাবে রিমুভ করবেন তা যদি না জেনে থাকেন তাহলে নিচের ধাপগুলা অনুসরণ করে খুব সহজে পেজের এডমিন বা এডিটরকে রিমুভ করে দিতে পারবেন।  
ধাপ : ১ - প্রথমে ফেসবুক থেকে আপনি আপনার পেজে চলে যান এবং পেজ থেকে Settings অপশনে ক্লিক করুন
কিভাবে পেজ থেকে এডমিনকে রিমুভ করবেন ?

ধাপ : ২ - এখান থেকে Page ‍Settings ক্লিক করুন।

কিভাবে পেজ থেকে এডমিনকে রিমুভ করবেন ?



ধাপ : ৩ - এবার Page access ক্লিক করুন।

কিভাবে পেজ থেকে এডমিনকে রিমুভ করবেন ?

ধাপ : ৪ - এখানে সমস্ত পেজের এডমিন,এডিটর,মডারেটর সবাইকে দেখতে পাবেন। যাকে আপনি পেজ থেকে রিমুভ করতে চান তার পাশে Edit অপশনে ক্লিক করুন।

কিভাবে পেজ থেকে এডমিনকে রিমুভ করবেন ?

ধাপ : ৫ - এবার Remove ক্লিক করুন।

কিভাবে পেজ থেকে এডমিনকে রিমুভ করবেন ?



ধাপ : ৬ - এরপর আপনার থেকে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দেওয়ার পর Confrom করলে রিমুভ হয়ে যাবে।
কিভাবে পেজ থেকে এডমিনকে রিমুভ করবেন ?
এভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক প্রোফাইল সিস্টেম পেজ এর যুক্ত করা এডমিনকে রিমুভ করে দিতে পারবেন ।

-------------------------------------

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ] 

Post a Comment

0 Comments