একটি ব্লগ সাইট থেকে আয় করার সবথেকে জনপ্রিয় মাধ্যম হল গুগল এডসেন্স। আমরা জানি যে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আমাদের ব্লগ সাইটের বিভিন্ন পেজ ও আর্টিকেলে বিজ্ঞাপন দেখিয়ে টাকা আয় করতে পারি। কিন্তু আমরা আমাদের ব্লগ সাইটে তখনই অ্যাড দেখিয়ে আয় করতে পারব যখন গুগল এডসেন্স আমাদের সাইটে অ্যাডসেন্স থেকে অ্যাড যুক্ত করার অনুমোদন দিবে।
তাই সর্বপ্রথম অবশ্যই আমাদেরকে একটি গুগল এডসেন্স একাউন্ট তৈরী করে নিতে হবে এবং ব্লগ সাইটে তা ব্যবহার করার জন্য আবেদন করতে হবে। আবেদনের পর যখন এডসেন্স আমাদের সাইটটি রিভিউ করে দেখবে যে আমাদের সাইটটি তাদের পরিষেবা চালানোর জন্য তাদের সমস্ত নীতি ও শর্তাবলী অনুসরণ করছি, তখন তারা আমাদের ব্লগ সাইটে এডসেন্স ব্যবহারের অনুমোদন দিবে এবং আমাদের সাইটটি এডসেন্স পরিষেবার জন্য তৈরী হয়ে যাবে। তো আজকে আমরা জানব সেই সমস্ত নীতি ও শর্তাবলীগুলা যা সঠিক ভাবে অনুসরণ করলে দ্রুত সময়ের মধ্যে গুগল অ্যাডসেন্স এর অনুমোদন পাওয়া যাবে। তো চলুন জেনে নেওয়া যাক গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়ার সঠিক উপায়গুলা।
গুগল এডসেন্স কি :
Google AdSense হচ্ছে গুগলের একটি সার্ভিস। ওয়েবসাইট কিংবা ব্লগসাইটের মালিক, ইউটিউব চ্যানেল মালিক, মোবাইল অ্যাপস মালিকরা গুগলের এই সার্ভিসের মাধ্যমে অনেক টাকা আয় করতে পারে। ওয়েবসাইট,ইউটিউব চ্যানেল ও মোবাইল অ্যাপসের মালিকরা গুগল এডসেন্সে তাদের সাইট বা চ্যানেল যুক্ত করলে গুগল এডস থেকে আসা বিভিন্ন বিজ্ঞাপন তাদের সাইট কিংবা ইউটিউব চ্যানেলে দেখাবে। এর বিনিময়ে গুগল বিজ্ঞাপন দাতার একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সাইট/অ্যাপস কিংবা চ্যানেল মালিকদের দিয়ে থাকে। বাকি টাকা গুগল কোম্পানী তাদের ব্যবস্থাপনার জন্য কেটে নেয়। সুতরাং আমরা জানতে পারলাম গুগল এডসেন্স হচ্ছে গুগল কোম্পানীর একটি আর্নিং সার্ভিস যা ব্যবহার করে একজন পাবলিশেয়ার অনেক টাকা ইনকাম করতে পারে।
সহজে এডসেন্স অনুমোদন পাওয়ার সঠিক উপায়গুলি হল :
যদি ওয়েবসাইট বা ব্লগসাইট দিয়ে এডসেন্স পেতে চান তাহলে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে গুগল এডসেন্স এর পলিসি ভালো ভাবে জেনে নেওয়া। কারণ গুগল এডসেন্স এর পলিসি ভঙ্গ করে এমন কোন সাইটে এডসেন্স অনুমোদন দেয় না। আপনার সাইট যদি গুগলের নিয়ম মেনে পরিচালনা করে থাকেন তাহলে খুব সহজেই এডসেন্স অনুমোদন পেয়ে যাবেন। গুগল এডসেন্স পাওয়ার একমাত্র সহজ উপায় হচ্ছে, গুগলের পলিসি মেনে চলা। পলিসি না মেনে কোন ভাবেই এডসেন্স ব্যবহারে করে লাভবান হতে পারবেন না। গুগল এডসেন্স এর জন্য আবেদন করার আগে গুগলের যে আর্টিকেল গুলো ভালো করে পড়বেন তা নিচে দেওয়া হলো।
- AdSense প্রোগ্রাম নীতি পড়ুন এখানে।
- Google প্রকাশকদের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধ দেখুন এখানে।
- যারা নতুন শুরু করছেন তাদের জন্য গাইড দেখুন এখানে।
এছাড়াও গুগল সাপোর্ট এ এডসেন্স সংক্রন্ত যে আর্টিকেল রয়েছে, বিশেষ করে ব্যবহার বিধি সম্পর্কের আর্টিকেলগুলো দেখে নিবেন। নিচের প্রতিটি বিষয় ভালো ভাবে পড়ুন ও দেখুন যাতে আপনার সাইটটি সেই সমস্ত বিষয়গুলি অনুসরণ করছে কিনা। দ্রুত এডসেন্স এপ্রুভাল পেতে বা এডসেন্স আবেদনের আগে আমাদের যে বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে সেগুলি হল:
১. টপ লেভেল ডোমেইন :
একটি ডোমেইন কেনার সময় আমরা অনেকেই খেয়াল রাখি না যে, যেই ডোমেইনটি নিচ্ছি তা টপ লেভেল ডোমেইন কিনা। কারণ এডসেন্স এই বিষয়টি দেখে যে আপনি একটি টপ লেভেল ডোমেইন ব্যবহার করছেন নাকি অন্য কোনো ডোমেইন। আপনি যদি টপ লেভেল ডোমেইন ছাড়া অন্য কোনো ডোমেইন এক্সটেনশন বা ফ্রি ডোমেইন ব্যবহার করে থাকেন তাহলে আপনার অনুমোদন পেতে দেরি হবে। এমনকি কখনো কখনো হতে পারে যে, টপ লেভেল ডোমেইন এক্সটেনশন না হওয়ায় তারা এডসেন্স অনুমোদন প্রত্যাখ্যান করেছে। তাই ব্লগ সাইট তৈরী করার আগেই এই বিষয়টি খেয়াল রাখুন। টপ লেভেল ডোমেইন এক্সটেনশন গুলি হল:
- .com
- .net
- .xyz
- .org
- .info ইত্যাদি।
২. দ্রুত লোডিং স্পিড ও রেস্পন্সিভ থিম :
অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার ব্লগ সাইটের লোডিং স্পিড দ্রুত হয়। কারণ একটি ধীর লোডিং স্পিড সাইটকে এডসেন্স অনুমোদন দেয় না। তার সাথে সাথে আপনার ব্লগ সাইটের থিমটি যাতে সমস্ত ডিভাইসে ব্যবহার যোগ্য হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। একটি সাইট যদি ধীর হয় তার সাথে তা মোবাইল সহ অন্যান্য ডিভাইসে ব্যবহারযোগ্য না হয় সেই সাইটে কখনোই বেশি ভিসিটর্স আসে না। তাই আপনার সাইট যদি দ্রুত লোডিং না হয় তাহলে অবশ্যই তা ইম্প্রোভ করার চেষ্টা করুন।
৩. প্রয়োজনীয় কিছু পেজ অবশ্যই থাকতে হবে :
Privacy & policy, Terms & conditions এবং Contact Us এই পেজগুলি যেকোন ব্লগ সাইটে থাকা বাধ্যতামূলক বা অবশ্যই রাখতে হবে। এবং Privacy & policy পেজে অবশ্যই উল্লেখ করতে হবে যে:-
- সাইটটি থার্ড পার্টি অ্যাড নেটওয়ার্ক যেরকম গুগল এডসেন্স ইত্যাদির মাধ্যমে বিজ্ঞাপন পদর্শন করে।
- সাইটটি কুকি ইত্যাদি ব্যবহার করে ভিসিটর্সদের এক্টিভিটি লক্ষ্য রাখার জন্য।
- যদি কোনো ইউসারের ডেটা সংগ্রহণ করে তা উল্লেখ করতে হবে।
- সাইটে এফিলিয়েট লিংক ব্যবহার করছেন কিনা সেটিও উল্লেখ করতে হবে। তাই গুগল এডসেন্স এপ্রুভাল পেতে অবশ্যই এই বিষয়গুলি নজর রেখে আপনার সাইটে এই পেজগুলি যুক্ত করুন।
৪. আর্টিকেল সংখ্যা :
সাইটে এডসেন্স পরিষেবা ব্যবহারের জন্য, আবেদন করার পূর্বে অবশ্যই চেষ্টা করুন কম করে ২৫-৩০টি ইউনিক আর্টিকেল পাবলিশ করার এবং প্রতিটি আর্টিকেলে কম করে ৯০০ - ১০০০টি শব্দ অবশ্যই ব্যবহার করুন। যদিও এডসেন্স পলিসির মধ্যে সেরকম কোনো আর্টিকেল সংখ্যা উল্লেখ করা নেই তাও ২৫-৩০টি ইউনিক আর্টিকেল পাবলিশ রাখলে সেফ জোনে থাকবেন।
৫. আর্টিকেলগুলি ইউনিক হতে হবে :
আপনার ব্লগ সাইটের আর্টিকেলগুলা অবশ্যই ইউনিক এবং অন্যান্য ব্লগ সাইটের আর্টিকেলের থেকে ভিন্ন হতে হবে। আপনি যদি অন্যকোনো ব্লগ সাইটের আর্টিকেল কপি করে থাকেন সেই ক্ষেত্রে এডসেন্স এপ্রুভাল পাবেন না। গুগল সবসময় ইউনিক কনটেন্ট ও নিজের তৈরী কনটেন্ট চায়। তাই অন্য সাইট থেকে কপি করে নিজের ব্লগ সাইটে পাবলিশ করবেন না। এডসেন্স আপনার সাইট রিভিউ করার সময় তা খুব সহজেই বুঝে যাবে এবং আপনার আবেদন প্রত্যাখ্যান করে দিবে।
৬. ব্লগ সাইটের বয়স :
এডসেন্স এপ্রুভালের জন্য যদিও ব্লগ সাইটের কোনো নির্দিষ্ট বয়স বা সময়সীমার প্রয়োজন হয় না তবুও একটি ব্লগ সাইট তৈরির পর এডসেন্সের জন্য আবেদন করবেন না। চেষ্টা করুন যেন কম করেও সাইটটির বয়স এক মাস হয় এবং এই এক মাসে ভালো ও ইউনিক কনটেন্ট তৈরী করে আপনার সাইটকে সঠিক ভাবে তৈরী করার।
৭. কপিরাইট ইমেজ ব্যবহার করবেন না :
কখনোই অন্যকোন সাইট থেকে ছবি কপি করে নিজের ব্লগ সাইটে ব্যবহার করবেন না। কারণ এই সমস্ত ছবি বা ভিডিও গুলি কপিরাইট যুক্ত হয়ে থাকে যার ফলে আপনার সাইটে কপি রাইট স্ট্রাইক আস্তে পারে। তার সাথে কপিরাইট কনটেন্ট ব্যবহারের জন্য গুগল এডসেন্স আপনার সাইটকে এপ্রুভাল দেবে না। তাই সর্বদা কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করে ব্যবহার করুন Pixabay বা Pexels এর মতো নানা ওয়েবসাইটগুলি থেকে।
১০. আপনার সাইটটি অবশ্যই গুগলে ইনডেক্স বা জমা করুন :
অবশ্যই মনে রাখবেন গুগল এডসেন্স এপ্রুভাল পেতে আপনার সাইট ও সাইটের সমস্ত পেজ ইনডেক্স হাওয়া দরকার। তািই আপনার সাইটে এডসেন্স আবেদনের আগে অবশ্যই আপনার ব্লগ সাইটটি ও সাইটের সমস্ত পেজগুলি গুগলে ইনডেক্স করে নিন। গুগল সার্চ কনসোল থেকে আপনি খুব সহজেই আপনাকে সাইট ইনডেক্স করতে পারবেন। তাই গুগল এডসেন্সের জন্য আবেদন করার আগে অবশ্যই দেখে নিন আপনার সাইটটি উপরের আলোচিত সমস্ত বিষয়গুলি পালন করেছে কিনা। উপরের নিয়ম বা বিষয়গুলো আপনি যদি সঠিক ভাবে অনুসরণ করেন তাহলে প্রথমবার এডসেন্সের জন্য আবেদন করলেই আপনি অনুমোদন পেয়ে যাবেন। আর আপনার ব্লগ সাইট যদি এখনো পর্যন্ত সঠিক ভাবে তৈরী না হয়ে থাকে তাহলে অপেক্ষা করুন এবং গুগলের এডসেন্সের এই নিয়ম গুলি অনুসরণ করুন।
0 Comments