ফেসবুক ফোন নাম্বার এর প্রাইভেসি যদি Friends বা পাবলিক করা থাকে, তাহলে ফেসবুকে যুক্ত থাকা বন্ধুরা বা যেকেউ আমাদের নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। যেকেউ আমাদের কল করে বিরক্ত করার সম্ভাবনা থাকে এই সেটিংসের কারণে, তাই অবশ্যই ফেসবুক আইডিতে থাকা মোবাইল নাম্বার হাইড করা উচিত।
এছাড়া ফোন নাম্বার একটি ব্যক্তিগত তথ্য, যা পাবলিকলি এভেইলএবেল থাকা উচিত নয়। আবার হ্যাকাররা এই তথ্য কাজে লাগিয়ে ব্যক্তিগত ক্ষতি সাধনের চেষ্টা করতে পারে। এসব কারণে ফেসবুক একাউন্টে যুক্ত থাকা ফোন নাম্বার হাইড করে রাখা উচিত। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে ফেসবুক একাউন্টে যুক্ত থাকা ফোন নাম্বার হাইড করতে হয়।
কম্পিউটার থেকে ফেসবুক মোবাইল নাম্বার হাইড করতে :
- যেকোনো ব্রাউজার থেকে ফেসবুকে প্রবেশ করুন
- এরপর আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করুন
- About সেকশনে প্রবেশ করুন
- Contact and basic info ট্যাবে প্রবেশ করুন
- এরপর ডানদিকে আপনার ফোন নাম্বার দেখতে পাবেন
- ফোন নাম্বার ও পেন্সিল আইকনের পাশে প্রাইভেসি আইকন দেখতে পাবেন
- এই আইকনে ক্লিক করে Only Me অপশন সিলেক্ট করুন
এভাবে খুব সহজে কম্পিউটার থেকে ফেসবুক মোবাইল নাম্বার হাইড করা যাবে।
মোবাইল থেকে ফোন নাম্বার হাইড করতে :
- ফেসবুক অ্যাপ থেকে আপনার প্রোফাইলে প্রবেশ করুন
- See Your About Info অপশনে ট্যাপ করুন
- Contact Info এর পাশে থাকা Edit এ ট্যাপ করুন
- ফোন নাম্বারের পাশে থাকা প্রাইভেসি আইকনে ট্যাপ করুন
- ফোন নাম্বার হাইড করতে Only Me অপশন সিলেক্ট করুন
উল্লেখিত উপায় অনুসরণ করে খুব সহজে মোবাইল থেকে ফেসবুকে যুক্ত থাকা ফোন নাম্বার হাইড করা যাবে। ফেসবুক সম্পর্কিত নিত্যনতুন টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন।
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji