ওয়েবসাইট হলো কোন নির্দিষ্ট ওয়েব সার্ভারে রাখা বিভিন্ন ধরনের ওয়েবপেজ, আপলোড করা ইমেজ, অডিও, ভিডিও, ডকুমেন্টস, এনিমেশন ইত্যাদি ডিজিটাল তথ্যের সমষ্টি, যা আমরা ইন্টারনেট ব্যবহার করে স্মার্টফোন, কম্পিউটার বা অন্যান্য ডিভাইসের মাধ্যমে Access করে দেখতে পারি। আজকের এই আর্টিকেলে আমরা ওয়েবসাইট ও ওয়েবপেজ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।
ওয়েব পেজ কি :
একটা ওয়েবসাইটে এক বা একাধিক ওয়েব পেজ বা পৃষ্ঠা থাকে। ওয়েব পেজ বা পৃষ্ঠা মূলত একটি html ডকুমেন্টস যা http প্রটোকল এর মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহারকারীর ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত হয়। এই সমস্ত উন্মুক্ত ওয়েবসাইট গুলিকে সমষ্টিগতভাবে “www” অর্থাৎ (world wide web বা বিশ্বব্যাপী জাল) নামে বলা হয়ে থাকে।
ওয়েবসাইট খোলার নিয়ম :
ওয়েবসাইট তৈরি করতে অবশ্যই একটি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। পছন্দের প্ল্যান অনুযায়ী ভালো মানের ওয়েব হোস্টিং কিনতে হবে এবং সবশেষে ওয়েবসাইটটি ইউজার ফ্রেন্ডলি ডিজাইন করতে হবে। ওয়েব সাইট খুলতে অনেক কিছুর প্রয়োজন হয়। বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন সাইট থেকে ফ্রী ওয়েবসাইটও খোলা যায়। যেমন : wordpress.com, blogger.com
যেকোন ওয়েব সাইট খুলতে হলে প্রথমত, আপনি একটি ইমেল আইডি খুলবেন। দ্বিতীয়ত, আপনি যে সাইট থেকে ওয়েব সাইট খুলতে চান সে সাইটটিতে ভিজিট করে Sing up করে নিবেন। আপনার প্রয়োজনীয় সকল তথ্য সঠিক ভাবে বসিয়ে Registration করতে হবে। রেজিস্ট্রেশন সফল হলে আপনি আপনার সাইটটি আপনার মনের মত ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন।
ওয়েবসাইট এর সুবিধা :
স্বল্প খরচে যেকোন ব্যবসায়িক প্রতিষ্ঠান, ওয়েবসাইট ব্যবহার করে তাদের ব্যবসার প্রচার ও প্রসার করতে পারে। যেকেউ যেকোন সময় যেকোন স্থান থেকে ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন তথ্য দেখতে পারে ।
১) ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য ( যেমনঃ বিভিন্ন Picture, Audio, Video, PDF File ) ডাউনলোড করা যায় ।
২) ওয়েবসাইট এর মাধ্যমে স্কুল, কলেজে ভর্তি ফরম পূরন করা যায়। চাকরির আবেদন করা যায় ইত্যাদি। তাদের ব্যবসার প্রচার ও প্রসার করতে পারে ।
৩) যেকেউ যেকোন সময় যেকোন স্থান থেকে ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন তথ্য দেখতে পারে ।
ওয়েবসাইট নিজে তৈরি করবেন নাকি কিনবেন :
ওয়েবসাইট ক্রয় করা ঠিক না যদি আপনার ওয়েব সাইট সম্পর্কে ভালো ধারণা না থাকে। আপনি নতুন করে ওয়েবসাইট তৈরি করেন তাহলে ওয়েব সাইটে যদি কোন সমস্যা হয় তখন সেটা আপনি সমাধান করার চেষ্টা করবেন। যদি আপনি সমাধান না করতে পারেন তখন Youtube বা Google এ search দিয়ে সেই সমস্যার সমাধান করতে পারবেন। এতে আপনার অনেক কিছু জানা হবে। আর আপনি যদি website ক্রয় করেন তাতে আপনি অনেক কিছুই জানতে পারবেন না। আশা করি বুজতে পারছেন, ওয়েবসাইট নিয়ে যেকোন টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন।
0 Comments
post a comment
Emoji