এশিয়া কাপে অংশগ্রহণকারী দল :
এশিয়া কাপে মোট দুটি পর্বে খেলা হবে। মূল পর্বে অংশগ্রহণ করবে ৬ টি দল (বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, শ্রীলংকা) এবং কোয়ালিফায়ার পর্বে অংশগ্রহণ করবে চারটি (সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, হংকং, কুয়েত ) দল। কোয়ালিফায়ার পর্বে অংশগ্রহণ করে ষষ্ঠ দল হিসেবে একটি দল মূলপর্বে আসতে পারবে।
এশিয়া কাপ কোয়ালিফয়ার ম্যাচ সময়সূচী ২০২২ :
যদিও এশিয়া কাপের মূল পর্বের খেলা অনুষ্ঠিত হবে ২৭ আগস্ট থেকে কিন্তু তার আগে ২০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের কোয়ালিফাই ম্যাচগুলা। চলুন দেখে নেয়া যাক মূল পর্বের আগে কোয়ালিফায়ারে কাদের ম্যাচ রয়েছে।
ম্যাচ | তারিখ/বার | দল | সময় |
---|---|---|---|
০১ | ২০ আগস্ট-(শনি) | সিঙ্গাপুর বনাম হংকং | রাত ৮ টা |
০২ | ২১ আগস্ট-(রবি) | আরব আমিরাত বনাম কুয়েত | রাত ৮ টা |
০৩ | ২২ আগস্ট-(সোম) | আরব আমিরাত বনাম সিঙ্গাপুর | রাত ৮ টা |
০৪ | ২৩ আগস্ট-(মঙ্গল) | কুয়েত বনাম হংকং | রাত ৮ টা |
০৫ | ২৪ আগস্ট-(বুধ) | কুয়েত বনাম সিঙ্গাপুর | বিকাল ৫ টা |
০৬ | ২৪ আগস্ট-(বুধ) | হংকং বনাম আরব আমিরাত | রাত ৯ টা |
এশিয়া কাপের মূল পর্ব ২০২২ এর সময়সূচি :
মূল পর্বের খেলা শুরু হবে ২৭ আগস্ট এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর। ১৯ মার্চ এশিয়ান ক্রিকেট কাউন্সিল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এশিয়া কাপ ২০২২ সময়সূচী প্রকাশ করেছে।৬ টি দলের প্রতিদ্বন্দিতায় এবারের এশিয়া কাপ হতে চলেছে আরব আমিরাতে। দেখে নেয়া যাক মূল পর্বের সকল ম্যাচের সময়সূচী।
ম্যাচ | তারিখ/বার | দল | সময় |
---|---|---|---|
০১ | ২৭ আগস্ট-(শনি) | শ্রীলঙ্কা V আফগানিস্তান (বি) | রাত ৮ টা |
০২ | ২৮ আগস্ট-(রবি) | ভারত V পাকিস্তান (এ) | রাত ৮ টা |
০৩ | ৩০ আগস্ট-(মঙ্গল) | বাংলাদেশ V আফগানিস্তান (বি) | রাত ৮ টা |
০৪ | ৩১ আগস্ট-(বুধ) | ভারত V কোয়ালিফায়ার (এ) | রাত ৮ টা |
০৫ | ১ সেপ্টেম্বর-(বৃহঃ) | বাংলাদেশ V শ্রীলংকা (বি) | রাত ৮ টা |
০৬ | ২ সেপ্টেম্বর-(শুক্র) | কোয়ালিফায়ার V পাকিস্তান (এ) | রাত ৯ টা |
০৭ | ৩ সেপ্টেম্বর-(শনি) | বি১ বনাম বি২ (সুপার ৪) | রাত ৮ টা |
০৮ | ৪ সেপ্টেম্বর-(রবি) | এ১ বনাম এ২ (সুপার ৪) | রাত ৮ টা |
০৯ | ৬ সেপ্টেম্বর-(মঙ্গল) | এ১ বনাম বি২ (সুপার ৪) | রাত ৮ টা |
১০ | ৭ সেপ্টেম্বর-বুধ) | এ২ বনাম বি২ (সুপার ৪) | রাত ৮ টা |
১১ | ৮ সেপ্টেম্বর-(বৃহঃ) | এ১ বনাম বি২ (সুপার ৪) | রাত ৮ টা |
১২ | ৯ সেপ্টেম্বর-(শুক্র) | বি১ বনাম এ২ (সুপার ৪) | রাত ৮ টা |
১৩ | ১১ সেপ্টেম্বর-(রবি) | ফাইনাল | রাত ৮ টা |
এশিয়া কাপের আয়োজক দেশ
যদিও এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কাতে। তবে আপনারা সকলে এ বিষয়টি অবগত যে শ্রীলংকার অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা বর্তমানে খুবই ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে। যার কারণে শ্রীলঙ্কাতে এশিয়া কাপ অনুষ্ঠিত না করে, সংযুক্ত আরব আমিরাতে খেলার আয়োজন করা হয়।
এশিয়া কাপে কে কতবার কাপ নিয়েছে
এ পর্যন্ত এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে মোট ১৪ বার। এশিয়া কাপে চ্যাম্পিয়ন দলগুলো হলো:
- ভারত আটবার।
- শ্রীলংকা চারবার।
- পাকিস্তান দুইবার।
এশিয়া কাপে বাংলাদেশ দল ঘোষণা
১৭ সদস্যের স্কোয়াডে যারা যারা আছেন তারা হলো : ১. সাকিব আল হাসান (ক্যাপ্টেন)। ২. এনামুল হক বিজয়। ৩. মুশফিকুর রহিম। ৪. মাহমুদউল্লাহ রিয়াদ। ৫. আফিফ হোসাইন। ৬. মোসাদ্দেক হোসাইন। ৭. শেখ মাহাদী। ৮. সাইফ উদ্দিন। ৯. হাসান মাহমুদ। ১০. মোস্তাফিজুর রহমান। ১১. নাসুম আহমেদ। ১২. সাব্বির রহমান। ১৩. মেহেদী মিরাজ। ১৪. এবাদত হোসেন। ১৫. পারভেজ ইমন। ১৬. নুরুল হাসান সোহান। ১৭. তাসকিন আহমেদ।
0 Comments
post a comment
Emoji