ই-সিম কি, ই-সিম এক্টিভ করার নিয়ম ও এর সুবিধা। Embedded SIM

ই-সিম বা E-SIM এর পূর্ণরূপ হচ্ছে Embedded SIM । বাস্তবিক অর্থে ই-সিম এর কোন অস্তিত্ব নেই অর্থাৎ প্রচলিত সিম কার্ড যেমন ধরা বা ছুয়া যায়,  ই-সিম তেমন ধরা বা ছুয়া যায় না। এটি সম্পূর্ণ ভার্চুয়ালি স্টোর করা থাকবে। প্রতিটা ই-সিম সাপোর্টেড মোবাইল ফোনের ভেতরে ই-সিমের জন্য একটি স্লট তৈরি করা থাকে।

ই-সিম কি, ই-সিম এক্টিভ করার নিয়ম ও এর সুবিধা

সাধারণত একটি সিম কার্ডে আমরা শুধুমাত্র একটি কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করতে পারি। যেমন, একটি গ্রামীণফোন সিম কার্ডে আমরা শুধুমাত্র গ্রামীণফোনের নেটওয়ার্ক বা সার্ভিস ব্যবহার করতে পারি। অন্য সিম কোম্পানির সার্ভিস বা নেটওয়ার্ক ব্যবহার করতে হলে আমাদের সেই সমস্ত কোম্পানির সিম ব্যবহার করতে হয়। কিন্তু ই-সিম এর মাধ্যমে আপনি চাইলে যেকোন কোম্পানির সেবা বা নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। এজন্য আপনাকে ফোন থেকে সিম কার্ড খুলে পরিবর্তন করতে হবে না। ই-সিম এর মাধ্যমে খুব সহজেই আপনি যেকোন কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন।

ই-সিমের সুবিধা :


১) ই-সিমের সবচেয়ে বড় সুবিধা হলো এটি পবিবেশবান্ধব, কারণ এখানে ফিজিক্যাল কোনো প্রকার প্লাস্টিক ব্যবহার করা হয় না। আমরা জানি প্লাস্টিক সব সময় আমদের পরিবেশকে দূষণ করে। ২) ই-সিমের অন্যতম একটি সুবিধা হলো এটি হারানোর হারানোর ভয় নেই । তাই বলা যায় ১০০% নিরাপদ । কারণ ফোনের সাথে এটা এমবেডেড অবস্থায় থাকবে।৩) সহজে ইন্সটল করা যাবে। ৪) ভার্চুয়াল সিম হওয়ার কারণে অনেকগুলো সিম ব্যবহার করা যাবে একই ফোনে। অর্থ্যৎ খুব সহজে সিম অপারেটর পরিবর্তন করা যাবে।  ৫) ফোন চুরি হয়ে গেলে খুব সহজে পাওয়া যাবে । কারণ এই ফোনে কোনো প্রকার ফিজিক্যাল সিম না থাকার কারণে অন্য কেউ সিম খুলে ফেলতে পারবে না যার ফলে খুব সহজে জানা যাবে আপনার ফোনটি কোন লোকেশনে আছে ।

ই-সিম সাপোর্টেড ফোন :


প্রাথমিক ভাবে আইফোন, স্যামসাং ও গুগল পিক্সেলের নির্ধারিত কিছু মডেলের স্মার্টফোনে গ্রামীণফোনের ই-সিম ব্যবহার করা যাবে। দেখে নিন গ্রামীণফোনের দেওয়া eSIM সাপোর্ট করা ফোনের লিস্টসমূহ।

List of eSIM Supported Handsets

Apple :

  • iPhone 13, 13 Pro, 13 Pro Max, 13 Mini
  • iPhone 12, 12 Pro, 12 Pro Max, 12 Mini
  • iPhone SE
  • iPhone 11, 11 Pro, 11 Pro Max
  • iPhone XS, XS Max
  • iPhone XR
  • iPad Pro 12.9‑inch (4th generation)
  • iPad Pro 12.9‑inch (3rd generation)
  • iPad Pro 11‑inch (2nd generation)
  • iPad Pro 11‑inch (1st generation)
  • iPad Air (4th generation)
  • iPad Air (3rd generation)
  • iPad (8th generation)
  • iPad (7th generation)
  • iPad mini (5th generation)


Samsung :

  • Samsung Galaxy S22 5G, Ultra 5G, S22
  • Samsung Fold LTE model
  • Samsung Galaxy Z Fold3 5G
  • Samsung Galaxy Z Flip 5G
  • Samsung Galaxy Z Flip
  • Samsung Galaxy Z Fold2 5G
  • Samsung Galaxy Fold
  • Samsung Galaxy S21+ 5G
  • Samsung Galaxy S21 Ultra 5G
  • Samsung Galaxy Note 20 Ultra, Ultra 5G
  • Samsung Galaxy Note 20 FE 5G
  • Samsung Galaxy Note 20 FE
  • Samsung Galaxy S20, S20+ and S20 Ultra

Google Pixel :

  • Google Pixel 6 Pro
  • Google Pixel 6
  • Google Pixel 5a 5G
  • Google Pixel 5
  • Google Pixel 4a
  • Google Pixel 4
  • Google Pixel 3 & 3XL (Limited support)
  • Google Pixel 2

এছাড়া এই লিংক থেকে ই-সিম সাপোর্টেড ডিভাইসের পুরো তালিকাটি দেখা যাবে।

নতুন ই-সিম যেভাবে অ্যাকটিভ করবেন :

জিপি সেন্টার বা জিপি অনলাইন শপে গিয়ে নতুন ই-সিম নিতে পারবেন অথবা ফিজিক্যাল সিমকে ই-সিমে রিপ্লেস করতে পারবেন। নিচের ধাপগুলো অনুসরণ করে বর্তমান সিম ই-সিমে কনভার্ট করা যাবে। আমাদের ফোনে যেভাবে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ভেরিফিকেশন করে ঠিক তেমনি ই-সিমকেও ফেরিফিকেশন করতে হবে। মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ দিতে হবে। সিম কিটে থাকা QR কোডটি স্ক্যান করতে হবে। তারপর আপনার হ্যান্ডসেট অনুযায়ী পরবর্তী ধাপের কাজগুলো সম্পন্ন করতে হবে। 

ই-সিম ব্যবহারের ক্ষেত্রে যেসব বিষয় মনে রাখতে হবে :

১. QR কোডটি ইউনিক এবং এক বছরে সর্বোচ্চ দুইবার ব্যবহারযোগ্য। স্ক্যান করা হয়ে গেলে ক্যারিয়ার অ্যাড করা নিশ্চিত করতে হবে। ২. ই-সিম সেটিংস থেকে কখনই ডিলিট অপশন সিলেক্ট করবেন না। এটা হলে ই-সিম প্রোফাইলটা স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে। ৩. প্রোফাইল ডিলিট হয়ে গেলে, গ্রাহককে পুনরায় QR কোড স্ক্যান করে, পূর্ববর্তী প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে।

আশা করি বুঝতে পারছেন, ই-সিম নিয়ে আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর এরকম প্রয়োজনীয় নিত্য নতুন টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন।
আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে গুগল নিউজ ফলো করে আমাদের সাথে থাকুন।  

Post a Comment

0 Comments