ফেসবুকে Feeds (Most Recent) অপশন চালু করার পদ্ধতি

বর্তমান সময়ে বিশ্বের অধিকাংশ মানুষ ফেসবুক ব্যবহার করে থাকেন। জনপ্রিয় এই অ্যাপসটি প্রতিনিয়ত নানা আপডেট করা হয়। আর এই আপডেট এর ফলে আমরা বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকি। আজকের এই পোস্টে আমরা ফেসবুকের নতুন একটি আপডেট অর্থাৎ ফেসবুকে যেকেউ পোস্ট করার সাথে সাথে সবার আগে কিভাবে দেখতে হয় এই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব।

ফেসবুকে Feeds (Most Recent) অপশন চালু করার পদ্ধতি

ফেসবুকের নতুন একটি ফিচার হচ্ছে Feeds (Most Recent) শর্টকাট বার। যার মাধ্যমে আমরা আমাদের ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু, গ্রুপ ও পেইজ এর সর্বশেষ পোস্টগুলা দেখতে পারব। সাধারণত আমরা আমাদের হোম পেজে যে পোস্টগুলা দেখে থাকি তা যেকোন সময়ের। কিন্তু আপনি যদি Feeds (Most Recent) নামের এই শর্টকাট বার চালু করেন তাহলে যারা রিসেন্ট পোস্ট করেছে তাদের করা সকল পোস্ট আপনি দেখতে পারবেন।


যেভাবে Feeds (Most Recent) শর্টকাট বার চালু করবেন :

প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করে সেটিংস অপশন থেকে শর্টকাট মেনুবার অপশনে চলে আসুন ।

ফেসবুকে Feeds (Most Recent) অপশন চালু করার পদ্ধতি




এখানে আসার পর আপনি Feeds নামের অপশনটি দেখতে পাবেন যার পাশে Auto লেখা থাকবে। এখান থেকে আপনি এটি Pin সিলেক্ট করে দিন। 

ফেসবুকে Feeds (Most Recent) অপশন চালু করার পদ্ধতি
ফেসবুকে Feeds (Most Recent) অপশন চালু করার পদ্ধতি

Feeds অপশনটি পিন করে দিলে আপনি আপনার ফেসবুকের উপরে এই সেটিংসটি পেয়ে যাবেন। যার মাধ্যমে আপনি আপনার ফেসবুক ফ্রেন্ড, গ্রুপ ও পেইজ এর সকল নতুন নতুন পোস্ট দেখতে পারবেন। আশা করি বুজতে পারছেন। তারপরেও যদি কোনোপ্রকার সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন।

Post a Comment

0 Comments