ম্যাসেজিং অ্যাপের জন্য Facebook Messenger অথবা Whatsapp বিখ্যাত হলেও, বর্তমান সময়ে অন্যতম একটি জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হচ্ছে Telegram Messenger। বর্তমান এই সময়ে বিশ্বের অধিকাংশ মানুষ এই টেলিগ্রাম অ্যাপটি ব্যবহার করছেন। আজকের এই আর্টিকেলে টেলিগ্রাম অ্যাপে অ্যাকাউন্ট কিভাবে খোলতে হয় তার সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখে নেওয়া যাক।
Telegram ইউজার নাম সেট করার নিয়ম :
টেলিগ্রামে ইউজার নেম সেট করা একান্ত প্রয়োজন। কারণ কেউ আপনাকে তাঁর টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপে অ্যাড করতে চাইলে তখন ইউজার নামের প্রয়োজন হবে। প্রথমে উপরের বাম যে থ্রি ডট বাটনে ক্লিক করে তারপর Setttings অপশনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার নাম ও ফোন নম্বর দেখাবে এর নিচে আছে Username নামের একটি অপশন, তাতে ক্লিক করে username দিয়ে দিন।
Telegram পাসওয়ার্ড ও Two-step Verification চালু করা :
নিজের গোপনীয়তা বজায় রাখার জন্য আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে পাসওয়ার্ড ও টু-স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখতে পারেন।
Password সেট করার পদ্ধতি :
পাসওয়ার্ড সেট করতে প্রথমে Settings অপশনে চলে আসুন। তারপর Privacy and Security নামের যে অপশন আছে তাতে ক্লিক করুন। এবার একটু নিচে আছে Passcode Lock, এখানে ক্লিক করে পিন কোড বসিয়ে পাসওয়ার্ড সেট করে ফেলুন।
Two-step Verification চালু করার নিয়ম :
আমরা যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে Two-step Verification ব্যবহার করে থাকি। ঠিক একই ভাবে এই টেলিগ্রামেও টু-স্টেপ ভেরিফিকেশন ব্যবহার করতে পারি। এজন্য উপরের থ্রি ডট বাটনে ক্লিক করে সেটিংস অপশন থেকে Privacy and Security অপশনে চলে আসতে হবে। এখন এখান থেকে Two-Step Verification এ ক্লিক করুন। প্রথমে আছে Set Password, এখানে ক্লিক করুন। তারপর পাসওয়ার্ড দিয়ে continue তে ক্লিক করুন। তারপর আপনার একটি জিমেইল এড করুন, এড করার পর তাতে একটি ওটিপি কোড আসবে। ওটিপি কোড দিয়ে সাবমিট করার সাথে সাথে পাসওয়ার্ড ও টু স্টেপ ভেরিফিকেশন চালু হয়ে যাবে।
আশা করি বুঝতে পারছেন, এভাবে খুব সহজে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরী করে ব্যবহার করতে পারবেন। টেলিগ্রাম নিয়ে খুঁটিনাঁটি যেকোন টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন।
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji