টেলিগ্রাম একাউন্ট তৈরী করার নিয়ম। Create Telegram Account

ম্যাসেজিং অ্যাপের জন্য Facebook Messenger অথবা Whatsapp বিখ্যাত হলেও, বর্তমান সময়ে অন্যতম একটি জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হচ্ছে Telegram Messenger। বর্তমান এই সময়ে বিশ্বের অধিকাংশ মানুষ এই টেলিগ্রাম অ্যাপটি ব্যবহার করছেন। আজকের এই আর্টিকেলে টেলিগ্রাম অ্যাপে অ্যাকাউন্ট কিভাবে খোলতে হয় তার সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখে নেওয়া যাক।

টেলিগ্রাম একাউন্ট তৈরী করার নিয়ম

টেলিগ্রাম অ্যাপ ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর সিকিউরিটি। চাইলেও যেকেউ আপনার একাউন্ট সহজে হ্যাক করতে পারবে না। এছাড়াও বিভিন্ন প্রিমিয়াম ফিচার ব্যবহার করা যায় ফ্রিতে, যার জন্যে খুব অল্প সময়ে এই অ্যাপটি জনপ্রিয়তা লাভ করে। তো টেলিগ্রাম অ্যাপে সঠিকভাবে একাউন্ট তৈরী করার নিয়মটি দেখে নিন।



Telegram  অ্যাকাউন্ট খোলার নিয়ম :

ধাপ - ০১ : প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোন হলে Google play store থেকে Telegram অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। আর যদি আপনি ব্রাউজার ব্যবহার করে telegram.org এই ওয়েব সাইটে ব্রাউজ করেন তাহলে সকল প্লাটফর্মের জন্য সফটওয়্যার পেয়ে যাবেন। ওয়েব সাইটে প্রবেশ করার পর পর দেখবেন প্রথমে অ্যান্ড্রয়েড, আইফোন, আইপ্যাড, পিসি, লিনাক্স, ম্যাক ওএস আছে। আপনার প্রয়োজন অনুসারে ডাউনলোড করে নিন। চাইলে এখান থেকে প্রিমিয়াম টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

টেলিগ্রাম একাউন্ট তৈরী করার নিয়ম

ধাপ - ০২ : অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে তা ওপেন করে প্রথমে Start Messaging অপশনে ক্লিক করুন। তারপর নিজ দেশ সিলেক্ট করে ও মোবাইল নম্বর দিয়ে Next বাটনে ক্লিক করুন। নাম্বারে একটি OTP কোড আসবে, তা দিয়ে দিন। তারপর First name (required) ও Last name দিয়ে Next অপশনে ক্লিক করে যতগুলা Permission চাইবে সব Allow করে দিন। এভবে খুব সহজে Telegram অ্যাকাউন্ট তৈরী করে নিতে পারবেন।

টেলিগ্রাম একাউন্ট তৈরী করার নিয়ম


Telegram ইউজার নাম সেট করার নিয়ম :


টেলিগ্রামে ইউজার নেম সেট করা একান্ত প্রয়োজন। কারণ কেউ আপনাকে তাঁর টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপে অ্যাড করতে চাইলে তখন ইউজার নামের প্রয়োজন হবে। প্রথমে উপরের বাম যে থ্রি ডট বাটনে ক্লিক করে তারপর Setttings অপশনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার নাম ও ফোন নম্বর দেখাবে এর নিচে আছে Username নামের একটি অপশন, তাতে ক্লিক করে username দিয়ে দিন

Create Telegram Account

Telegram পাসওয়ার্ড ও Two-step Verification চালু করা :


নিজের গোপনীয়তা বজায় রাখার জন্য আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে পাসওয়ার্ড ও টু-স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখতে পারেন।

Create Telegram Account

Password সেট করার পদ্ধতি :

পাসওয়ার্ড সেট করতে প্রথমে Settings অপশনে চলে আসুন। তারপর Privacy and Security নামের যে অপশন আছে তাতে ক্লিক করুন। এবার একটু নিচে আছে Passcode Lock, এখানে ক্লিক করে পিন কোড বসিয়ে পাসওয়ার্ড সেট করে ফেলুন।



Two-step Verification চালু করার নিয়ম :


আমরা যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে Two-step Verification ব্যবহার করে থাকি। ঠিক একই ভাবে এই টেলিগ্রামেও টু-স্টেপ ভেরিফিকেশন ব্যবহার করতে পারি। এজন্য উপরের থ্রি ডট বাটনে ক্লিক করে সেটিংস অপশন থেকে Privacy and Security অপশনে চলে আসতে হবে। এখন এখান থেকে Two-Step Verification এ ক্লিক করুন। প্রথমে আছে Set Password, এখানে ক্লিক করুন। তারপর পাসওয়ার্ড দিয়ে continue তে ক্লিক করুন। তারপর আপনার একটি জিমেইল এড করুন, এড করার পর তাতে একটি ওটিপি কোড আসবে। ওটিপি কোড দিয়ে সাবমিট করার সাথে সাথে পাসওয়ার্ড ও টু স্টেপ ভেরিফিকেশন চালু হয়ে যাবে।

আশা করি বুঝতে পারছেন, এভাবে খুব সহজে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরী করে ব্যবহার করতে পারবেন। টেলিগ্রাম নিয়ে খুঁটিনাঁটি যেকোন টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন।

Post a Comment

0 Comments