আপনি যদি আপনার ফোনের জন্য রিংটোন ডাউনলোড করতে চান তাহলে আজকের এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য। Ringtone ডাউনলোড করার জন্য বেশ কয়েকটি ওয়েবসাইট সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিব। যেগুলার মাধ্যমে আপনারা অনায়াসে বিনামূল্যে Ringtone ডাউনলোড করে নিতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক কোন ওয়েবসাইটগুলো থেকে আপনি সহজে Ringtone ডাউনলোড করতে পারবেন।
১. MobCup : মোবাইলের জন্য ফ্রি রিংটোন ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটটি থেকে। এখানে আপনি নতুন এবং ট্রেন্ডিং গান থেকে শুরু করে পুরানো সমস্ত বাংলা হিন্দি গানের ও মুভির রিংটোন, গেম রিংটোন,ইনস্ট্রুমেন্ট টোন, অ্যালার্ম টোন, নোটিফিকশন সাউন্ড সমস্ত কিছুই এখান থেকে আপনি সার্চ করে পেয়ে যাবেন।
৪. Itunemachine : এই ওয়েবসাইটটিতে আপনি বিভিন্ন ক্যাটাগরির বিপুল পরিমান মোবাইল রিংটোন পেয়ে যাবেন যা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোডও করতে পারবেন। এই সাইটের মধ্যে আর একটি যে নতুন ফিচারস বা বৈশিষ্ট আছে তা হলো আপনি নিজের নাম দিয়ে রিংটোন তৈরি করতে পারবেন। তাই দেরি না এখনি ঘুরে আসতে পারেন এই ওয়েবসাইটটি থেকে।
৫. Rigtone123 : যারা স্মার্ট ফোন ব্যবহার করে থাকেন তাদের জন্য রিংটোন ব্যবহার করাটা খুবই জরুরী। আর যাদের আইফোন রয়েছে তারা অনেকেই আকর্ষণীয় রিংটোন ব্যবহার করে থাকেন।Rigtone123.net এই ওয়েবসাইটটি রিংটোন ডাউনলোড করার জন্য অন্যতম সেরা একটি ওয়েবসাইট। আপনি চাইলে এই সাইট থেকে অনায়াসে রিংটোন ডাউনলোড করে নিতে পারবেন।
আশা করি বুঝতে পারছেন, এভাবে খুব সহজে উপরোক্ত ওয়েবসাইটগুলার মাধ্যমে আপনি যেকোনো অডিও রিংটোন ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। প্রয়োজনীয় যেকোন বিষয়ে টিপস ও ট্রিকস জানতে টুকি আনলিমিটেড এর সাথে থাকুন।
0 Comments
post a comment
Emoji