প্লে-স্টোর অটো অ্যাপ আপডেট বন্ধ করার নিয়ম। Play Store Auto Update Off

বর্তমান সময়ে আমরা আমাদের মোবাইলে অনেক অ্যাপ ব্যবহার করি। আমাদের সুবিধার জন্য বিভিন্ন অ্যাপ কর্তৃপক্ষ বিভিন্ন সময় নতুন নতুন অনেক আপডেট নিয়ে আসে। এই আপডেট এর পর যদি Playstore এর সেটিংস অপশনে Playstore auto update 'ON' থাকে তাহলে আমাদের অ্যাপ গুলো অটোমেটিক ভাবে আপডেট হয়ে যায় । যার কারণে আমাদের মোবাইলে থাকা অনেক ডাটা শেষ হয়ে যায়। 

Play Store Auto Update Off

Playstore এর অ্যাপগুলার অটো আপডেট কারো কাছে ইতিবাচক আবার কারোবা কাছে নেতিবাচক। যারা wifi ব্যবহার করেন, তাদের নিকট হয়তো অটো আপডেট কোন সমস্যা না কিন্তু যারা মোবাইল ডাটার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন তাদের কাছে এটি একটি সমস্যা কারণ তারা একটি নির্দিষ্ট পরিমাণ ডাটা লোড করে, কিন্তু Playstore এর অ্যাপগুলা অটো আপডেট এর জন্য অধিকাংশ ডাটা শেষ হয়ে যায়। আমরা চাইলেই কিন্তু Playstore এর এই অটো আপডেট বন্ধ করে রাখতে পারি। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে আপনি আপনার playstore auto update apps বন্ধ করে রাখতে পারবেন।

কিভাবে Play Store Auto Update বন্ধ করবেন :

ধাপ - ০১ : প্রথমে আপনি আপনার মোবাইল থেকে playstore app টি ওপেন করে উপরের ডান দিকে থাকা প্রোফাইল অপশনটিতে চলে আসুন ।

কিভাবে Playstore এর Auto App আপডেট বন্ধ করবেন

ধাপ - ০২ : তারপর Settings অপশনে ক্লিক করুন । 

কিভাবে Playstore এর Auto App আপডেট বন্ধ করবেন




ধাপ - ০৩ : সেটিংস এ আসার পর এখানে আপনি Network Preferences নামক একটি অপশন দেখতে পারবেন, এটিতে ক্লিক করুন।

কিভাবে Playstore এর Auto App আপডেট বন্ধ করবেন


ধাপ - ০৪ : এখন Auto-update apps অপশনে ক্লিক করুন।

কিভাবে Playstore এর Auto App আপডেট বন্ধ করবেন

ধাপ - ০৫ : এখান থেকে Don't auto-update apps সিলেক্ট করে Done এ ক্লিক করে দিন।

কিভাবে Playstore এর Auto App আপডেট বন্ধ করবেন


এভাবে খুব সহজে প্লে স্টোর এর অ্যাপগুলার অটো আপডেট আপনি বন্ধ করে রাখতে পারবেন। আশা করি বুজতে পারছেন, তারপরেও যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন।

Post a Comment

0 Comments