বিকাশ হলো বাংলাদেশের মোবাইল ব্যাংকিং এর অন্যতম একটি সেবা। প্রায় অধিকাংশ মানুষ এখন বিকাশের মাধ্যমে নিজেদের লেনদেন সম্পন্ন করে থাকে। দিন যত যাচ্ছে বিকাশে নিত্যনতুন ফিচার যুক্ত করা হচ্ছে। এরই মধ্যে বিকাশ তাদের অ্যাপে যুক্ত করেছে “মাই অফার” নামের নতুন একটি ফিচার। মাই অফারের মাধ্যমে গ্রাহকগণ নিজেদের বিকাশ অফারসমূহ সম্পর্কে খুব সহজে জানতে পারবে।
বিকাশ অ্যাপের “মাই অফার” ফিচারের মাধ্যমে বিকাশ গ্রাহকগণ নিজেদের সকল অফারসমূহ দেখতে পাবেন।বিকাশ অ্যাপে প্রবেশ করে আমার বিকাশ বা My bKash সেকশনে থাকা “মাই অফার” অপশনে ট্যাপ করলে আপনি আপনার বিকাশ অফারগুলো দেখতে পাবেন।
লেনদেন সম্পন্ন করার পরবর্তী কার্যদিবসের মধ্যে আপনি আপনার অফারের বোনাস পেয়ে যাবেন। তবে মনে রাখবেন নিজের মাই অফার ফিচারে যেসেকল অফার পাবেন সেগুলেই শুধু আপনি উপভোগ করতে পারবেন। অন্য কারো বিকাশ অ্যাপের অফার আপনার জন্য প্রযোজ্য নয়।
0 Comments
post a comment
Emoji