ব্লগারের কনটেন্ট ব্যাকআপ নেওয়ার উপায়। How to Backup Blogger Content

যারা ব্লগারের মাধ্যমে ব্লগিং করেন এবং চান যে, ব্লগারের সকল কন্টেন্ট ব্যাকআপ করে রাখতে কিন্তু জানেন না যে কিভাবে ব্লগের সকল কন্টেন্ট ব্যাকআপ নিতে হয় তাদের জন্য আজকের এই পোস্ট। আজকের এই পোস্টে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ব্লগের কনটেন্ট ব্যাকআপ করে নিবেন।

How to Backup Blogger Content

ধাপ - ০১ : প্রথমে আপনি আপনার ব্লগারে লগইন করে ডেসবোর্ডে চলে আসুন। 

ধাপ - ০২ :  তারপর সেটিংস অপশনে চলে যান।

ধাপ - ০৩ :  সেটিংস অপশনে আসার পর কিছুটা নিচের দিকে Back up content নামের একটি অপশন পেয়ে যাবেন। এখন এখানে ক্লিক করে খুব সহজে আপনি আপনার ব্লগের সকল কনটেন্ট ব্যাকআপ করে নিতে পারবেন।


আশা করি বুজতে পারছেন। তার পরেও যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন।

আরো পড়ুন - স্ট্যাটাস ও এসএমএস ভিত্তিক ওয়েবসাইটের জন্য সেরা একটি থিম/টেমপ্লেট

-------------------------------------

আজকে এই পর্যন্ত । দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পোস্টে । সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন । যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ] 

Post a Comment

0 Comments