একটা প্রফেশনাল ব্লগ তৈরি করতে অবশ্যই ব্লগের Favicon Icon সেটআপ করা প্রয়োজন । ফেভিকন হলো একটি ছোট আইকন, প্রতীক যা ওয়েবসাইটের ঠিকানার ব্রাউজার ট্যাবের বাম দিকে প্রদর্শিত হয়। এই Favicon গুলো ওয়েবসাইট এবং বুকমার্ক পৃষ্ঠাগুলোতে সাধারণ লোগো হিসাবে উপস্থিত হয় ৷ ফেভিকনগুলা সহজেই শনাক্তযোগ্য ব্র্যান্ডিং তৈরি করে এবং এটি একটি গুরুত্বপূর্ণ ওয়েব ডিজাইন উপাদান।
ফেভিকনগুলি SVG, ICO, এবং PNG ইমেজ ফরম্যাটে পাওয়া যায় এবং এর একটি স্বতন্ত্র বর্গাকার আকৃতি রয়েছে। PNG বিন্যাস এখনও ব্যাপকভাবে ব্যবহৃত হয় কারণ এটি সবচেয়ে অ্যাক্সেসযোগ্য ফাইল বিন্যাস এবং ক্ষুদ্রতম আকার। আজকের এই আর্টিকেলে আমরা জানবো একটি ব্লগের জন্য কিভাবে Favicon Icon তৈরি ও সেটআপ বা পরিবর্তন করতে হয়। Blogspot ব্লগের জন্য Favicon Icon কিভাবে তৈরি করে :
আপনার প্রিয় ব্লগটিকে প্রফেশনাল লুক দিতে অবশ্যই আপনার ব্লগের জন্য ফেবিকন প্রয়োজন। এটা আপনি যেকোন ওয়েবসাইট বা Photo shop কিংবা Pixart থেকেও তৈরী করতে পারেন। মনে রাখতে হবে Favicon এর পারফেক্ট Size হচ্ছে (16×16), (32×32) ও (64×64) pixel ।
ধাপ - ১ : ব্লগের জন্য Favicon Icon তৈরি করতে প্রথমে roundpic.com এই সাইটে চলে যান অথবা নিচের বাটনে ক্লিক করুন
ধাপ - ২ : এবার এখানে Choose File অপশনে ক্লিক করে যেই ছবিটা Favicon করতে চান সেটা সিলেক্ট করে নিন। অথবা চাইলে URL ব্যবহার করতে পারেন।
ধাপ - ৩ : File বা url সিলেক্ট করার পর এবার Round it অপশনে ক্লিক করুন।
ধাপ - ৪ : Round it অপশনে ক্লিক করার পর নতুন একটি পেজ দেখতে পাবেন, এখান থেকে আপনি Favicon এর সাইজ নির্ধারণ করে নিন এবং Favicon এর ব্যাকগ্রাউন্ড কালার নিজের পছন্দনুসারে বাছাই করে নিন।
এভাবে খুব সহজে আপনি আপনার ব্লগের জন্য একটি সুন্দর ফেবিকন (Favicon) তৈরী করে নিতে পারবেন। ফেবিকন তৈরি করা শেষ, এখন ব্লগে তৈরীকৃত ফেবিকনটি সেটআপ করার উপায় দেখে নিন।
ব্লগের Favicon সেট বা পরিবর্তন করতে নিচের ধাপগুলা অনুসরণ করুন :
ধাপ - ১ : প্রথমে আপনি আপনার blogger.com সাইটে এসে সেটিংস অপশনে ক্লিক করুন।
ধাপ - ৩ : Favicon অপশনে ক্লিক করার পর নতুন একটি পেজ খুলবে এখানে আপনি যে ছবিটি Favicon করতে চাচ্ছেন তা আপলোড করে দিন।
আশা করি বুঝতে পারছে। এভাবে খুব সহজে আপনি আপনার ব্লগে Favicon সেটআপ বা পরিবর্তন করে নিতে পারবেন। ব্লগ সম্পর্কিত নিত্যনতুন টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন।
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji