বর্তমান সময়ে কমবেশি সবাই ফেসবুক ম্যাসেনজার ব্যবহার করে। ম্যাসেনজারের ব্যবহার আরো গুরুত্বপূর্ন করার জন্য বিভিন্ন সময় নতুন নতুন ফিচার যুক্ত হয় ম্যাসেনজারে। এমনি একটি গুরুত্বপূর্ন ফিচার বা বৈশিষ্ট হলো Restricted Account । অনেকেই হয়তো এই ফিচার সম্পর্কে জানেন আবার অনেকেই জানেন না। আপনি যদি না জেনে থাকেন তাহলে আজকের এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য
ম্যাসেনজার Restricted একাউন্টের কাজ :
Restricted একাউন্টের মাধ্যমে আপনি খুব সহজেই ম্যাসেনজার যেকোন ফেসবুক আইডিকে ইগনোর করে যেতে পারবেন অর্থাৎ আপনি যদি কোন আইডি restrict করে রাখেন তাহলে সে আপনাকে কোন ম্যাসেজ পাঠালে তার ম্যাসেজটি অটোমেটিক্যালি আপনার ম্যাসেনজার চ্যাট লিস্ট থেকে উধাও হয়ে যাবে। এছাড়াও আপনি যদি ম্যাসেনজারে একটিভ থাকেন সে তা দেখতে পাবে না। এক কথায় আপনি তাকে আনফ্রেন্ড না করেও ইগনোর করতে পারবেন।
একাউন্ট Restricted করার ধাপসমূহ :
ধাপ - ০১ : আপনি যার আইডি Restrict করতে চান, প্রথমে তার ইনবক্সে চলে যান। এখান থেকে <i> বাটনে ক্লিক করুন
ধাপ - ০২ : তারপর এখান থেকে Restrict অপশনে ক্লিক করে দিন
ধাপ - ০৩ : Restrict সম্পন্ন হয়ে গেলে সে আর আপনাকে কোন প্রকার ম্যাসেজ দিলে সেটা আর আপনার কাছে আসবে না।
আশা করি বুজতে পারছেন, এভাবে খুব সহজে যে কারো আইডি Restricted করে রাখতে পারবেন।
------------------------------------
এখন কথা হচ্ছে আইডি Restrict করার পর কিভাবে UnRestrict করবেন। UnRestrict করার জন্য নিচের ধাপগুলা অনুসরণ করুন।
ধাপ - ০১ : প্রথমে আপনি আপনার ফেসবুক ম্যাসেনজার অ্যাপটি ওপেন করে নিন। তারপর উপরে আপনার যে প্রোফাইল পিকচার দেখা যাবে এটার উপর ক্লিক করুন।
ধাপ - ০২ : তাহলে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে প্রাইভেসি অপশন এ ঢুকুন।
ধাপ - ০৩ : প্রাইভেসি অপশনের মধ্যে দেখুন Restrict Account নামে একটি অপশন আছে। এই অপশনটিতে ক্লিক করুন।
ধাপ - ০৪ : এখানে আসার পর আপনি যাদের Restricted করেছেন তাদের দেখতে পারবেন। যার আইডি UnRestrict করবেন উক্ত আইডিতে ক্লিক করুন, ক্লিক করলে আপনি UnRestrict করার অপশন পেয়ে যাবেন।
এখানে একটা কথা বলে রাখি আপনি যাকে restrict করবেন সে কিন্তু জানতে পারবে না যে আপনি তাকে Restrict করে রেখেছেন। এভাবেই আপনি কোন একজন বিরক্তিকর ব্যক্তিকে Restrict বা UnRestrict করে দিতে পারবেন। এটি হলো মেসেঞ্জার এর নতুন আপডেট। আশা করি বুজতে পারছেন। তারপরেও যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন।
1 Comments
আমাকে রেস্ট্রিকট করে রাখা কিনা কিভাবে বুঝবো?
ReplyDeleteYour comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji