যারা নিজের নামে মোবাইল রিংটোন তৈরী করতে চাচ্ছেন কিন্তু জানেন না যে কিভাবে তৈরী করতে হয় তাহলে আজকের এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। আজকের এই আর্টিকেলে আমরা এমন কিছু ওয়েবসাইট আপনাদের শেয়ার করতে যাচ্ছি, যেগুলার মাধ্যমে আপনি আপনার নিজের নামে রিংটোন তৈরী করে নিতে পারবেন। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
ফর্মের প্রথমে আপনি আপনার নামটি দিয়ে দিন। তারপর পরবর্তী ঘরে আপনাকে একটি ম্যাসেজ সিলেক্ট করতে হবে। এখানে কয়েকটি ম্যাসেজ অটোমেটিক দেওয়া থাকে। আপনি চাইলে নিজে থেকেও কোন কিছু লিখে দিতে পারেন। আপনি যে ম্যাসেজটি লিখবেন এই ম্যাসেজটি হবে আপনার নামের রিংটোন।
এর পরের ধাপে আপনাকে Ringtone সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি আপনার পছন্দের একটি রিংটোন সিলেক্ট করে দিন। এরপর Make Ringtone অপশনে ক্লিক করুন। তাহলে আপনার নিজের নাম দিয়ে একটি Ringtone তৈরি হয়ে যাবে।
এখান থেকে যদি আপনি নিজের নামে Ringtone বানাতে চান তাহলে প্রথমে আপনাকে ভাষা সিলেক্ট করে নিতে হবে।তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে নিন। এরপর আপনার নামটি লিখুন। নাম লেখার পর নিচের বক্সটিতে আপনার ম্যাসেজটি লিখুন। এইবার Create অপশনে ক্লিক করুন। তাহলে আপনার নিজের নাম দিয়ে একটি Ringtone তৈরি হয়ে যাবে।
আশা করি বুজতে পারছেন, এভাবে খুব সহজে এই সাইটগুলার মাধ্যমে আপনি আপনার নিজের নামে Ringtone তৈরী করে নিতে পারবেন। এরকম প্রয়োজনীয় নিত্য নতুন টিপস ও ট্রিকস সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন।
0 Comments
post a comment
Emoji