সিমে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে জরুরি প্রয়োজনে আমরা সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে থাকি। কিন্তু অনেকে জানে না যে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্যে কোন সিমের জন্য কোন কোড ডায়াল করতে হয়। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের দেখাবো কিভাবে কোন সিমে কি কোড ডায়াল করে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হয়, তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
জরুরি প্রয়োজনে আপনার সিমে ব্যালেন্স নেই, রিচার্জ করারও কোনো উপায় নাই, তাহলে কি করবেন! এই মূহুর্ত থেকে উত্তরণের জন্য প্রত্যেক সিম কোম্পানি তাদের গ্রাহকদের একটি নির্দিষ্ট পরিমাণ লোন দিয়ে থাকে, যার মাধ্যমে জরুরি প্রয়োজনে গ্রাহক তা ব্যবহার করতে পারে। তো লোড নেওয়ার জন্যে প্রত্যেকটি সিমে কিন্তু আলাদা আলাদা কোড রয়েছে, সেগুলা নিচে শেয়ার করা হলো।
বাংলালিংক :
বাংলালিংক সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে আপনার ফোন থেকে *874# ডায়াল করুন, তারপর ইমার্জেন্সি ব্যালেন্স আপনার সিমে জমা হয়ে যাবে।
গ্রামীণ বা জিপি সিম :
গ্রামীণ বা জিপি সিমে ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য আপনার ফোন থেকে *1010*1# ডায়াল করুন এবং ইমার্জেন্সি ব্যালেন্স আপনার সিমে জমা হয়ে যাবে।
রবি সিম :
রবি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স পেতে আপনার মোবাইল থেকে *113*007# ডায়াল করুন। তারপর আপনার সিমে ইমার্জেন্সি ব্যালেন্স জমা হয়ে যাবে।
এয়ারটেল :
এয়ারটেল সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে আপনার মোবাইল থেকে *141# ডায়াল করুন, তারপর ইমার্জেন্সি ব্যালেন্স আপনার সিমে জমা হয়ে যাবে।
টেলিটক সিম :
টেলিটক সিম লোন বা ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য, আপনার মোবাইল থেকে *1122# ডায়াল করুন এবং ইমার্জেন্সি ব্যালেন্স আপনার সিমে চলে আসবে।
স্কিটো সিম :
Skitto সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে আপনাকে Skitto অ্যাপে লগইন করতে হবে। এর পর মেনু থেকে ইমার্জেন্সি লোনে যান। এর পরে, আপনি 5 টাকা-এ ক্লিক করেন, ইমার্জেন্সি ব্যালেন্স আপনার স্কিটো সিমে চলে আসবে। Skitto সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে আপনার সিমে অবশ্যই 2 টাকার কম থাকতে হবে।
আশা করি উপরোক্ত শেয়ার করা ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কোডগুলা আপনাদের উপকারে আসবে। আর্টিকেল নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আর এরকম নিত্য নতুন প্রয়োজনীয় যেকোনো টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন।
0 Comments
post a comment
Emoji