গুগল ওয়ান হলো "গুগল" এর একটি সাবস্ক্রিপশন পরিষেবা। এটি একটি অটোমেটিক ডাটা ব্যাকআপ সিস্টেম অ্যাপ্লিকেশন। আপনি যখন গুগল অ্যাকাউন্ট খুলেন তখন আপনাকে ১৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ দেওয়া হয় যা আপনি Google Drive, Gmail, Google photos ইত্যাদি তে ব্যবহার করতে পারবেন।
এখন আপনার ফোন কিংবা কম্পিউটার সেই ১৫ জিবি স্টোরেজ এর কতটুকু Google Drive, Gmail, Google photos ব্যবহারে দখল করছে সেটা আপনার পক্ষে আলাদা করে নির্ণয় করা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনি 'Google One" এপ্লিকেশনটি ব্যাবহার করে সহজেই বুঝতে পারবেন আপনার কোন অ্যাপ কতটুকু জায়গা দখল করে আছে। তাছাড়া গুগল ওয়ান আপনাকে বিভিন্ন সাজেশন দিবে কোন ফাইল গুলো আপনার বেশি স্টোরেজ খাচ্ছে, আর কোন গুলো ডিলিট করা উচিত। গুগল অ্যাকাউন্ট খুলার পর পরই আপনি ১৫ গিগাবাইট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। এর বেশি স্টোরেজ ব্যবহারের ক্ষেত্রে আপনাকে পে করতে হবে যেমন ১০০ গিগাবাইট এর জন্য আপনাকে প্রতি বছর বাংলাদেশি টাকায় ১৬০০ টাকা কিংবা প্রতি মাসে বাংলাদেশি টাকায় ১৫০ টাকা পে করতে হবে। এভাবে আপনি চাইলে ২০০ জিবি ও ২ টিবি পর্যন্ত নিতে পারেন।
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji