AMP Blogger Template কি এবং এর সুবিধা ও অসুবিধা নিয়ে বিস্তারিত। AMP Template

AMP এর পূর্ণরূপ হলো Accelerated Mobile Pages। এটি হলো গুগল কোম্পানি সমর্থিত একটি ওপেন সোর্স প্রজেক্ট, যা একটি ওয়েবসাইটের পেজগুলাকে যেকোনো মোবাইল ডিভাইসে দ্রুত লোড করতে সক্ষম। আরো ভালো ভাবে যদি বলি, তাহলে আপনার ওয়েবসাইটে যদি সাধারণ টেমপ্লেট থাকে, তাহলে মোবাইল ডিভাইসে ওই ওয়েবসাইটের পেজ লোড হতে যে সময় লাগবে, তার চেয়ে কয়েক গুণ কম সময় লাগবে AMP টেমপ্লেট যুক্ত ওয়েবসাইটের পেজ লোড হতে। যার ফলে আপনার ওয়েবসাইটটি আরো দ্রুত হবে। 

AMP Blogger Template কি

Blogger Template কি AMP করা যাবে :

ব্লগার টেমপ্লেট আংশিক ভাবে AMP করা সম্ভব। তবে Blogger প্ল্যাটফর্ম যেহেতু অফিসিয়াল ভাবে AMP সমর্থন করে না, ও Blogger Template Editor এ XHTML ভার্সনে AMP HTML ট্যাগ সরাসরি সাপোর্ট করে না তাই AMP Blogger Template ব্যবহার করার ফলে Blogger এর ডিফল্ট নিয়ম ও ফিচার এড়িয়ে যেতে হয়, যার ফলে সমস্যার সৃষ্টি হয়। Blogger প্ল্যাটফর্ম অফিসিয়াল ভাবে AMP সমর্থন না করায় এটি ব্যবহার করলে অনেক ডিফল্ট ফিচার ও ডিজাইন ফাংশনালিটি হারানোর ঝুঁকি থাকে, যার কারণে ব্লগের থার্ড-পার্টি স্ক্রিপ্ট এবং জটিল ফিচার কার্যকর থাকবে না, যা দীর্ঘমেয়াদে ব্লগ পরিচালনায় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।



AMP Blogger Template এর বৈশিষ্ট্য :

দ্রুত লোডিং সময় :

AMP টেমপ্লেট ব্যবহার করার ফলে ব্লগের পেজ খুব দ্রুত লোড নেয়, যা ভিজিটরদের জন্য সুবিধাজনক।

SEO ফ্রেন্ডলি :

AMP ব্লগার টেমপ্লেট SEO-তে সাহায্য করে, কারণ Google AMP পেজগুলোকে অগ্রাধিকার দিয়ে থাকে।

মোবাইল ফ্রেন্ডলি :

AMP ব্লগার টেমপ্লেটটি মোবাইল ডিভাইসের জন্য অপ্টিমাইজ করা। যা ব্যবহার করা সহজ ও ইউজার ফ্রেন্ডলি।


AMP Template এর সুবিধা :
১) AMP Template যেকোনো সাধারণ থিমের চাইতে দ্রুত লোড নিতে পারে।
২) পেজ লোডিংয়ের জন্য কম ডেটা প্রয়োজন হয়, যা ধীর গতির ইন্টারনেট সংযোগেও দ্রুত কাজ করে।
৩) Google AMP পেজগুলোকে প্রাধান্য দিয়ে থাকে, ফলে সার্চ ইঞ্জিন র‍্যাংকিংয়ে উন্নতি করে।
৪) ব্লগে Traffic বৃদ্ধি করে, যার ফলে ওয়েবসাইটটি দ্রুত রেঙ্ক করতে সাহায্য করে।
৫) ব্লগের পেজ দ্রুত লোড হওয়ার ফলে Page View বৃদ্ধি পায়।


AMP Template এর অসুবিধা :

১)

বিভিন্ন ধরনের বিজ্ঞাপন হতে আয়ের পরিমান কমে যাবে।

২)

ব্লগের সাথে যুক্ত ডিফল্ট Scripts এবং Widgets ব্যবহার করতে পারবেন না।

৩)

ব্লগের ডিফল্ট Comment Form টি ব্যবহার করা যাবে না।

৪)

Iframe 600px এর অধিক হলে লোড নেবে না।

৫)

Add-to-Cart button যুক্ত করা যাবে না।

৬)

ব্লগের সাইডবারে কোন উইজেট ব্যবহার করতে পারবেন না। কারণ ব্লগের সাইডবারটি Google এর Scripts এর মাধ্যমে লোড নেয়, সেহেতু আপনি সাইডবারে কোন Widgets যুক্ত করতে পারবেন না।

৭)

ব্লগপোষ্টে অভ্যন্তরের সকল <img /> ট্যাগ এর পরিবর্তে <amp-img>  ট্যাগ ব্যবহার করতে হবে। আপনার ব্লগে পোষ্টের পরিমান বেশী হয়ে থাকলে এটি অনেক সময় সাপেক্ষ একটি বিষয়।

৮)

পোস্টের ভীতরের Embedded Videos ও Audios গুলির সাইজ পরিবর্তন করতে হবে। অন্যথায় এগুলিও ব্যবহার করা সম্ভব হবে না।

৯)

টেমপ্লেটের শুরুতে attribute দিয়ে শুরু করা হয়। যার ফলে ওয়েব ব্রাউজারগুলি সহজে টেমপ্লেটের ভাষা বুঝতে পারে। কিন্তু AMP এর ক্ষেত্রে amp="amp" attribution দিয়ে শুরু করা হয়। যা w3.org এর Validate না হওয়াতে অনেক সময় পেজ লোড নিতে সমস্যা হবে।

১০)

Email Subscription Form ব্যবহার করা যাবে না। কারণ onclick, action, onsubmit, onfocus, onblur attributes গুলি AMP Allowed করে না।



AMP Template ও Responsive Template এর লোডিং ক্ষমতা :

সাধারণত AMP Template একটি Responsive Template এর তুলনায় দ্রুত লোড নিয়ে থাকে, এর মূল কারণ হচ্ছে AMP Template এর ডিজাইন, যা বিশেষ ভাবে দ্রুত লোডিং নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে। AMP Template ও Responsive Template এর মধ্যে অন্যতম দুটি পার্থক্য হচ্ছে - 

বিষয় AMP Template Responsive Template
লোডিং দ্রুত লোড হয়, বিশেষত মোবাইল ডিভাইসে। এর লোডিং তুলনামূলক ধীর।
বিজ্ঞাপন  সীমিত বিজ্ঞাপন সাপোর্ট। সকল ধরনের বিজ্ঞাপন সাপোর্ট করে।

AMP সম্পর্কে মতামত/পরামর্শ :

যেহেতু AMP টেমপ্লেট ব্যবহার করার ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে তাই বেশিরভাগ ওয়েবসাইটের মালিকরা এটি ব্যবহার করতে চায় না। যদিও AMP ব্লগের লোডিং গতি উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করে, তবে এর ফলে সকল ধরনের বিজ্ঞাপন সাপোর্ট করে না। যার ফলে ব্লগের বিজ্ঞাপন থেকে আয়ের পরিমাণও অনেকাংশে কমে যায়। AMP ওয়েবসাইটে বিজ্ঞাপনের মূল্য সাধারণত Responsive টেমপ্লেটের তুলনায় কম, যা আয়ের উপর আরও নেতিবাচক প্রভাব ফেলে।

সবশেষে এটাই বলবো যে, ব্লগার প্লাটফর্মের ক্ষেত্রে এখন পর্যন্ত AMP বেটার অপশন নয়। কারণ এই অপশনের জন্য গুগল এখনো কোন ধরনের অফিসিয়াল সাপোর্ট দিচ্ছে না। সে জন্য আপনি একটি Blogger Template কে কোন ভাবে পরিপূর্ণ AMP ভার্সনের রূপান্তর করতে পারবেন না। আমি আপনাদের বলবো- ব্লগারটিম যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল ভাবে AMP সাপোর্ট না করছে সে পর্যন্ত ব্লগে AMP ব্যবহার না করায় উত্তম। যখন ব্লগার টিম অফিসিয়াল ভাবে সাপোর্ট করবে তখন তারা একটি Template-কে কিভাবে পরিপূর্ণ AMP উপযোগী করতে হবে তাও বিস্তারিত বলে দেবে। তাই AMP টেমপ্লেট ব্যবহার করার আগে চিন্তা ভাবনা করার অনুরোধ রইল।

Post a Comment

1 Comments

  1. পরিপূর্ণ ও সচ্ছ ধারণা প্রদানের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার এইটি কোন থিম দিয়ে করেছেন যদি বলতেন। ভালো থাকবেন।

    ReplyDelete

post a comment

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)