ব্লগে গুগল এডসেন্স এপ্রুভ না হওয়ার কারণ। Google Adsense Approve

আমরা যখন ব্লগের জন্য গুগল অ্যাডসেন্স এ আবেদন করি তারপর বেশ কয়েকদিন পর দেখা যায় আমাদের আবেদনকৃত গুগল অ্যাডসেন্স প্রত্যাখান করে দেয়। যার কারণে আমরা আমাদের ব্লগ থেকে ইনকাম করতে পারি না। তখন আমাদের মধ্যে নানা রকম হতাশা কাজ করে । মনে হয় ব্লগিং করা ছেড়ে দেই । কিন্তু আপনি কি জানেন কেন গুগল আপনার আবেদনকৃত গুগল অ্যাডসেন্স প্রত্যাখান করে দেয় । যদি না জেনে থাকেন তাহলে আজকের  এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য । 

ব্লগে গুগল এডসেন্স Approve না হওয়ার কারণ কি, এখনি জেনে নিন।

এ্যাডসেন্স না পাওয়াটা সত্যিই খুব কষ্টের। আমরা অনেকেই অনেক চেষ্টা করেও অনেক সময় একটি এ্যাডসেন্স পেতে ব্যর্থ হই। প্রথম দিকে গুগল যখন বাংলা আর্টিকেলকে এ্যাডসেন্সের আওতায় নিয়ে আসে তখন এ্যাডসেন্স পাওয়া খুবই সহজ ছিল। এক কথায় সাবমিট দিলেই কাজ হয়ে যেত। কিন্তু বর্তমানে এ্যাডসেন্স পাওয়াটা অনেক কঠিন। আর সময় যত যাচ্ছে, গুগলের এ্যাডসেন্স নীতিমালা আরো কঠোর হচ্ছে এবং ভবিষ্যতে যে কঠোর থেকে কঠোরতর হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।


বিভিন্ন কারণ যেমন : কপি-পেস্ট কনটেন্ট, অপ্রয়োজনীয় টপিক, ওয়েবসাইটের করুণ দশা এবং গুগল এ‌্যাডসেন্সের পলিসি লঙ্ঘণের কারণে একটি এ্যাডসেন্সের আবেদন প্রত্যাখ্যান হতে পারে। আপনি গুগল এ্যাডসেন্স পাচ্ছেন না, এর জন্য এতগুলো কারণের দরকার নেই। যেকোন একটি সমস্যা থাকলেই আপনি আপনার ওয়েবসাইটের জন্য কাঙ্খিত এ্যাডসেন্স এর অনুমোদন পাবেন না।

১) কম আর্টিকেল থাকার জন্য। গুগল কিন্তু কোথাও বলেনি কতটি আর্টিকেল লেখার পর গুগল এপ্রুভ করবে। তবে ১৫-২০ টি ভালো মানের লং আর্টিকেল থাকলেই গুগল এপ্রুভ করে।

২) আপনি যে থিম ব্যবহার করছেন তা যেন প্রফেশনাল হয়। অনেকেই এখানে ভুল করেন। ক্লিন থিম ব্যবহার না করে প্রচুর ডিজাইন দেওয়া থিম ব্যবহার করেন। যা পাঠককে বিব্রত করে। এক্কেবারে ক্লিন থিম ব্যবহার করুন।

৩) ব্লগপোস্ট যেন SEO friendly হয়। 

৪) আপনার ব্লগ ওয়েবসাইটের মেনুবার যেন ঠিকঠাক হয়।

৫) গুগল এডসেন্স এপ্রুভ পাওয়ার আগে অন্য কোম্পানির বা এফিলেট ওয়েবসাইটের বিজ্ঞাপন যেন ব্লগে না থাকে।

৬) কোনও ধরনের পপ আপ বা পপ আন্ডার যেন না থাকে।

যে পেজগুলো অবশ্যই থাকতে হবে :

  • About me/About us
  • Contact us
  • Privacy policy
  • Disclaimer
  • Sitemap

মনে রাখবেন আপনি যদি গুগলের সমস্ত গাইডলাইন সঠিকভাবে মেনে চলতে পারেন, তাহলে একটি এ্যাডসেন্স হতে পারে আপনার জন্যও। তাই সঠিক ভাবে ব্লগিং পরিচালনা করুন। ইনশাআল্লাহ, দেখবেন অ্যাডসেন্স আপনার হাতের মুঠোই চলে আসবে।

Post a Comment

2 Comments

  1. আপনার ব্লগটি পড়ে উপকৃত হলাম। ধন্যবাদ এইরকম কন্টেন্ট প্রকাশ করার জন্য। আশা করি বাকিদের জন্য সহায়ক হবে।

    ReplyDelete

post a comment

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)