হিসাববিজ্ঞান প্রথম পত্র (ক-বিভাগ ৭০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর)
বিষয় কোড – ১১২৫০১
ডিগ্রি প্রথম বর্ষ (২১-২২)
১. হিসাববিজ্ঞান কী ?
উঃ – হিসাববিজ্ঞান হচ্ছে তথ্য ব্যবস্থা যা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকান্ড শণাক্তকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণিকরণ, সংক্ষিপপ্তকরণ ও বিশ্লেষণ করে এবং আগ্রহী ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে।
২. IFRS এর পূর্ণরূপ লিখ
?
উঃ - International Financial Reporting Standards.
৩. GAAP কী ?
উঃ - GAAP একটি সংক্ষিপ্ত শব্দ। এর পুর্নরূপ হলো Generally Accepted Accounting Principles। হিসাববিজ্ঞানের সর্বজন স্বীকৃত নীতিমালাকে GAAP বলে।
৪. সহকারী খতিয়ান কী ?
৫. বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থা
কী ?
উঃ - বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থা হলো এমন একটি পদ্ধতি যেখানে আয় যখনই অর্জিত হবে এবং ব্যয় যখনই সংগঠিত হবে তখন চিহ্নিত করা হয়।
৬. সমাপনী দাখিলা কী ?
উঃ - কোন হিসাবের কাজ শেষে আর্থিক বিবরণী প্রণয়নকালে নামিক হিসাবসমূহ বন্ধ করার জন্য যে জাবেদা লিখন দিতে হয় তাকে সমাপনী জাবেদা বলে।
৭. কার্যপত্র কী ?
উঃ - আর্থিক বিবরণী দ্রুত ও নির্ভুল ভাবে প্রস্তুত করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের হিসাব তথ্যসমূহকে সুশৃংখল ভাবে লিপিবদ্ধকৃত বহুঘর বিশিষ্ট সহায়ক বিবরণীকে কার্যপত্র বলে।
৮. FOB SHIPPING POINT কী
?
উঃ - পণ্যের বহন খরচ ক্রেতা বহন করবে এরূপ শর্তাবলীকে Fob Shipping Point বলে।
৯. NSF কী ?
উঃ - ব্যাংকে চেক উপস্থাপন করার পর ব্যাংক কর্তৃপক্ষ যখন উক্ত হিসাবের পর্যাপ্ত টাকা না থাকার কারণে চেকটি ফেরত দিয়ে দেয় তখন ঐ চেককে আমরা NSF বলি।
১০. চলতি অনুপাত কী ?
উঃ - স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা নির্ণয়ের অনুপাতকে চলতি অনুপাত বলে।
১১. ব্যবসায়িক স্বত্ত্বা ধারণা
কী ?
উঃ - ব্যবসায় প্রতিষ্ঠান ও ব্যবসায় মালিক পৃথক স্বত্ত্বা এরূপ ধারণাকে বলা হয় ব্যবসায়িক স্বত্ত্বা ধারণা।
১২. হিসাববিজ্ঞানের ৩টি C
কী ?
উঃ - হিসাববিজ্ঞানে তিনটি "C" দ্বারায় বুঝায় cost, consistency and conservatism।
১৩. অনুপার্জিত আয় বলতে কী
বুঝ ?
উঃ - ভবিষ্যতে সেবাদানের জন্য যে অগ্রিম গ্রহণ করা হয় তাকে অগ্রিম আয় বা অনুপার্জিত আয় বলে।
১৪. FOB DESTINATION কী ?
উঃ - FOB Destination হলো পণ্যের মালিকানা সম্পর্কিত একটি শর্ত, এই
শর্ত অনুযায়ী পণ্য ক্রেতার নিকট পৌঁছানো পর্যন্ত মালিকানা বিক্রেতার অধীনে থাকে এবং
বিক্রেতা পণ্যের পরিবহনের সকল খরচ বহন করে।
১৫. বিক্রীত পণ্যের ব্যয় বলতে
কী বুঝ ?
উঃ - পণ্য ক্রয় করা থেকে শুরু করে গুদামজাতকরণ করা পর্যন্ত যে ব্যয় হয়, তাকে বিক্রিত পণ্যের ব্যয় বলে।
১৬. মালিকানাস্বত্তা কী ?
উঃ - ব্যবসায় সম্পত্তির বিপরীতে মালিক/ শেয়ারহোল্ডার/ অংশীদারদের দাবিকে মালিকের মূলধন বা মালিকানাস্বত্ব বলা হয়।
১৭. ব্যাংক সমন্বয় বিবরণী
বলতে কী বুঝ ?
উঃ - ব্যাংক সমন্বয় প্রক্রিয়ায় সাধারণত গ্রাহক কর্তৃক একটি বিবরণী প্রস্তুত করা হয় যেটিতে ব্যাংক বিবরণী ও নগদান বইয়ে গরমিল বা পার্থক্যের কারণ বা হিসাবসমুহ লিপিবদ্ধ করা হয় সেটিই ব্যাংক সমন্বয় বিবরণী নামে পরিচিত।
১৮. সংরক্ষিত আয় বিবরণী কী
?
উঃ - কোন হিসাবকালের প্রারম্ভিক রক্ষিত আয়ের ( পূর্ববর্তী বছরগুলোর নীট আয়ের উদ্বৃত্ত ) সাথে চলতি হিসাবকালের অর্জিত মুনাফা যোগ করে তা দেখিয়ে এবং নীট আয়ের বন্টিত অংশ এবং অবন্টিত উদ্বৃত্ত দেখিয়ে যে বিবরণী তৈরি করা হয় তাকে সংরক্ষিত আয় বিবরণী বলে।
১৯. অনিশ্চিত হিসাব কী ?
উঃ - সর্বপ্রকার প্রচেষ্টার মাধ্যমে যাবতীয় হিসাব পরীক্ষা করার পরও যদি রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট পাশের সমষ্টি সমান না হয় তাহলে সমান করতে সাময়িক সময়ের জন্য যে হিসাব খোলা হয় তাকে অনিশ্চিত হিসাব বলে।
২০. ICAB এর পূর্ণরূপ কী
?
২১. হিসাব চক্র কী ?
উঃ – হিসাববিজ্ঞানের সামগ্রিক কার্যক্রমের স্তর বা ধাপসমূহের ধারাবাহিক কার্যক্রমকে হিসাবচক্র বলে।
২২. নীতিগত ভূল কী ?
উঃ – সম্পত্তিবাচক হিসাবকে নামিক হিসাবে দেখানো হলে বা নামিক হিসাবকে সম্পত্তি হেসাবে দেখালে, তাকে নীতিগত ভুল বলে।
২৩. আর্থিক হিসাববিজ্ঞান কী
?
উঃ – হিসাববিজ্ঞানের একটি ক্ষেত্রে যা বিনিয়োগকারী পাওনাদার এবং অন্যান্য বহিঃব্যবস্থাকারীদের অর্থনৈতিক এবং আর্থিক তথ্যাবলি সরবরাহ করে।
২৪. আধুনিক হিসাববিজ্ঞান এর
জনক কে ?
উঃ – লুকা প্যাসিওলি।
২৫. আয় চিহ্নিন্তকরণ নীতি
কী ?
উঃ – হিসাবকালে যখনই আয় অর্জিত হবে তখনই তা চিহ্নিত করার নীতিকে আয় চিহ্নিন্তকরণ নীতি বলে।
২৬. রক্ষণশীল নীতি কী ?
উঃ – রক্ষণশীল নীতি হলো এমন একটি নীতি যেখানে লোকসান মূল্যায়নের ক্ষেত্রে একটি নীতিই শ্রেয় ।
২৭. বিশেষ জাবেদা কী ?
উঃ – যে বইতে একই ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে বিশেষ জাবেদা বলে। যেমন : সকল বাকিতে বিক্রয়।
২৮. সমন্বিত রেওয়ামিল কি
?
উঃ – সকল সমন্বয় জাবেদা লিপিবদ্ধ করার পর সকল সমন্বিত হিসাবের একটি বিবরণ হচ্ছে সমন্বিত রেওয়ামিল।
২৯. বিপরীত আয় হিসাব কী ?
উঃ – আয় বিবরণীতে আয়ের বিপরীত একটি হিসাব যেটি আয় থেকে বাদ দেয়া হয় তাকে বিপরীত আয় হিসাব বলে।
৩০.সমন্বয় দাখিলা কী ?
উঃ – অসমর্থিত লেনদেনগুলোর জন্য
যে দাখিলা দেওয়া হয় তাই সমন্বয় দাখিলা।
৩১. ক্রয় বাট্রা কী ?
উঃ - যে নগদ বাট্টা বাট্টাকৃত সময়ের মধ্যে অর্থ পরিশোধ করলে ক্রেতা দাবি করে তাকে ক্রয় বাট্টা বলে।
৩২. ২/১০ N/৩০ দ্বারা তুমি
কী বুঝ ?
উঃ – ১০ দিনের মধ্যে পরিশোধ করলে ২% বাট্টা এবং সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে।
৩৩. হারানো কারবাট্রা কী
?
উঃ – নির্ধারিত বাট্টা সময় মতো গ্রহন করতে না পারাকে হারানো বাট্টা বলে।
৩৪. বকেয়া চেক কী ?
উঃ – কোম্পানি কর্তৃক ইস্যুকৃত ও লিপিবদ্ধকৃত যে চেকটি ব্যাংক কর্তৃক অপরিশোধিত হয় নি তাকে বকেয়া চেক বলে।
৩৫. ব্যবসায় প্রাপ্য বলতে
কী বুঝ ?
উঃ - যে কোনো প্রতিষ্ঠানে ধারে বিক্রয় বা ধারে সেবা দিয়ে যে বকেয়া আয়ের সৃষ্টি হয় তাকে ব্যবসায় প্রাপ্য বলে।
৩৬. মালিকানা স্বত্ব বিবরণী
কী ?
উঃ – যে আর্থিক বিবরণীতে একটি নির্দিষ্ট সময়ে মালিকানা সত্ত্বার পরিবর্তন প্রকাশ করা হয় তাকে মালিকানা স্বত্ত্ব বিবরণী বলে।
৩৭. সম্ভাব্য দায় কী ?
উঃ – ভবিষ্যৎতে কোনো ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনায় যে দায়ের উদ্ভুত হতে পারে তাকে সম্ভাব্য দায় বলে।
৩৮. অলীক সম্পত্তি কাকে বলে
? উদাহরণ দাও।
উঃ – ভুয়া সম্পত্তিকে অলীক সম্পত্তি বলে । যেমন : প্রাথমিক খরচ, শেয়ার দায় , ঋণপত্রের বাট্টা ।
৩৯. দুটি চলতি দায়ের নাম লিখ
?
৪০. চলতি মূলধন কি ?
উঃ – কার্যকারী বা চলতি মূলধন
বলতে কারবারের মূলধনের সেই অংশকেই বোঝায় যা কারবারের স্বল্পমেয়াদি অর্থ সংস্থানের জন্য
কিংবা চলতি সম্পত্তি সংগ্রহের জন্য প্রয়োজন হয় । যেমন- নগদ অর্থ বিক্রয়যোগ্য লগ্নিপত্র
, দেনাদারগণ।
৪১. অগ্নি পরীক্ষা অনুপাত
কী ?
উঃ – অগ্নি পরীক্ষা অনুপাত হলো কোম্পানির দ্রুত স্বল্পমেয়াদি তারল্য পরিমাপ করার একটি পদ্ধতি যা নগদ স্বল্পমেয়াদি বিনিযোগ এবং নীট প্রাপ্য হিসাবের যোগফলকে চলতি দায় দ্বারা ভাগ করে নির্ণয় কর।
৪২. LCM নীতি কি ?
উঃ – বাজার মূল্য এবং মজুদ পণ্যের মূল্য এই দুটির মধ্যে যেটি তুলনামূলক কম সেটিকে গ্রহণ করা হয় তাকে LCM নীতি বলে।
৪৩. ভাউচার কী ?
উঃ – পণ্য বা দ্রব্য সামগ্রী ক্রয়-বিক্রয় বিবিধ খরচসমূহ ও আয় নগদান বইয়ের লিপিবদ্ধ করার জন্য যে সাক্ষ্য প্রমাণপত্র ব্যবহার কার হয় তাকে ভাউচার বলে।
৪৪. নগদ বলতে কী বুঝ ?
উঃ – সম্পদ গঠিত হয় কয়েক বৈদেশিক মুদ্রা, চেক, মানি অর্ডার এবং হাতে নগদ অথবা ব্যাংক জমা অথবা অনুরূপ জমা।
৪৫. নগদ প্রবাহ বিবরণী কী
?
উঃ – কোন প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ে নগদ অর্থের আগমন এবং বহির্গমন প্রদর্শনকারী বিবরণী ।
৪৬. বিক্রয়যোগ্য সিকিউরিটিজ
কী ?
উঃ – সাধারণত যখন অস্থায়ী বিনিয়োগ সিকিউরিটি ক্রয়ের মাধ্যমে করা হয় তখন তাকে বিক্রয়যোগ্য সিকিউরিটিজ বলে।
৪৭. মেয়াদপূর্তি মূল্য কী
?
উঃ – মেয়াদপূর্তি তারিখে প্রাপ্য বিল থেকে আসল এবং সুদ মিলিয়ে মোট যে অর্থপ্রাপ্ত হয় তাকে মেয়াদপূর্তি মূল্য বলে।
৪৮.
ফ্যাক্টর কে ?
উঃ- আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক যারা ব্যবসা থেকে প্রাপ্য হিসাবসমূহ কিনে নেয় এবং দেনাদারদের নিকট থেকে সরাসরি টাকা আদায় করে।
৪৯.সম্পত্তির আবর্তন কি ?
উঃ – বিক্রয় বৃদ্ধি করতে কোম্পানি তার সম্পদসমূহকে কিরূপ দক্ষতার সাথে ব্যবহার করবে তার পরিমাপকে যেটা নীট বিক্রয়কে গড় সম্পত্তি দ্বারা ভাগ করে নির্ণয় করা হয় তাকে সম্পত্তির আবর্তন বলে।
৫০. ডেবিট থেকে ডেটর কিভাবে
আলাদা ?
উঃ – ডেবিট থেকে ডেটর আলাদাকরণ
ডেবিট হচ্ছে দাতা যে সুবিধা প্রদান করে এবং ডেটর হচ্ছে বিবিধ দেনাদার যা বাকিতে পণ্য
সামগ্রী বিক্রয়ের মাধ্যমে সৃষ্টি হয়।
৫১. চারটি প্রধান আর্থিক বিবরণীর
নাম লেখ ?
উঃ – আয় বিবরণী, সংরক্ষিত আয়/মালিকানা স্বত্ব বিবরণী, উদ্বৃত্তপত্র ও নগদ প্রবাহ বিবরণী।
৫২. অনুপাত বিশ্লেষণ কী ?
উঃ – প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর বিভিন্ন দফার কার্যকরণ সম্পর্ক বিভিন্ন র্দষ্টিকোণ হতে পরিমাপ নির্ধারণ, ব্যাখ্যাকরণ, বিচার যাচাই ও উপস্থাপনের কৌশলকে অনুপাত বিশ্লেষণ বলে।
৫৩. হিসাববিজ্ঞানের ধারণাগত
কাঠামো বলতে কী বুঝ ?
উঃ – হিসাববিজ্ঞানের সাংবিধানিক তত্ত্ব ও ব্যবহারিক নীতিমালাকে হিসাববিজ্ঞানের ধারণাগত কাঠামো বলে।
৫৪. পূ্র্ণপ্রকাশ নীতি বলতে
কী বুঝ ?
উঃ – সকল প্রকার তথ্য, ব্যয় ন্যায্য ও পর্যাপ্তভাবে উপস্থাপন এবং কোনো তথ্যগোপন করা যাবে না এরূপ নীতিকে বলা হয় পূর্ণ প্রকাশকরণ নীতি।
৫৫. অনুপার্জিত আয়ের দুটি
উদাহরণ দাও ?
উঃ – অগ্রিম প্রাপ্ত শিক্ষানবীস সেলামী ও অগ্রিম প্রাপ্ত উপভাড়া।
৫৬. অবিরত মজুদ পদ্ধতি আন্তঃপরিবহণের
জাবেদা কী ?
উঃ – Merchandise inventory - Dr
Cash (To record) Freight in paid in cash) - Cr
৫৭. হিসাব তথ্য ব্যবস্থা কী
?
উঃ – একটি ব্যবস্থা যেটি লেনদেন তথ্য সংগ্রহ ও প্রক্রিয়া করে আর্থিক তথ্য উৎসাহী পক্ষের নিকট পৌঁছে দেয়া হয়।
৫৮. নগদ সমতুল্য কী ?উঃ – এক বছর বা তার কম সময় সম্পন্ন স্বল্পমেয়াদী উচ্চ তরল সম্পদ যা নির্দিষ্ট সময়ে নগদে রূপান্তর করা যায়।
৫৯.
AAA এর পূর্ণরূপ কী ?
উঃ – American Accounting
Association.
৬০.
দু’তরফা দাখিলা পদ্ধতি কী ?
উঃ – প্রতিটি লেনদেনকে দ্বৈত সত্ত্বার ভিত্তিতে লিপিবদ্ধ করাকে দু’তরফা দাখিলা বলে।
৬১. অবচয় বলতে কী বুঝ ?
উঃ – অবচয় হলো দীর্ঘস্থায়ী সম্পদের ব্যবহৃত মূল্যের খরচ নির্দিষ্ট হিসাবকাল শেষে নির্দিষ্ট নিয়মে লিপিবদ্ধ করার আবক্রন মাত্র।
৬২. আন্তর্জাতিক হিসাব মান
কমিটি সংগঠিত হয় কবে ?
উঃ – ১৯৭৩ সালে লন্ডনে।
৬৩. পোষ্টিং কী ?
উঃ – লেনদেনসমূহ জাবেদা থেকে খতিয়ান স্থানান্তর করণের কাজকে পোষ্টিং বলে।
৬৪. পঞ্জিকা বর্ষ কী ?
উঃ – ১লা জানুয়ারী থেকে শুরু করে ৩১শে ডিসেম্বর সময়কালকে পঞ্জিকা বর্ষ বলে।
৬৫. বিলম্বিতকরণ বলতে কী বুঝ
?
উঃ – বিলম্বিতকরণ বলতে পরবর্তী বছরের জন্য স্থানান্তর বা অগ্রীমকে বুঝায় যা ভবিষ্যৎ খরচের জন্য রেখে দেয়া হয়।
৬৬. ইক্যুইটি কি ?
উঃ – একটি প্রতিষ্ঠানের মালিক বা মালিকদের নিট পাওনার সমষ্টিকে ইক্যিইটি বলে।
৬৭. ব্যাংক বিবরণী কী ?
উঃ – ব্যাংক বিবরণী হলো ব্যাংক কর্তৃক প্রদত্ত মাসিক একটি বিবরণী যেখানে জমাকারীর ব্যাংক সংক্রান্ত লেনদেন এবং জমার উদ্বৃত্ত দেখায়।
৬৮. অনাদায়ী পাওনা সঞ্চিতি
কী ?
উঃ – ভবিষ্যতে দেনাদারের নিকট হতে পাওনাজনিত বা আদায়জনিত ক্ষতি পূরণের জন্য মুনাফা হতে যে অংশ আলাদা বা পৃথকভাবে সংরক্ষণ করা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে।
৬৯. তিনটি বিপণনযোগ্য সিকিউরিটির
নাম লিখ ?
উঃ – প্রাইজ
বন্ড, ডাকঘর সঞ্চয়পত্র ও বিনিয়োগ স্ঞ্চয়পত্র।
৭০. বাট্টা কত প্রকার ?
উঃ- বাট্টা
দু’প্রকার। কারবারি বাট্টা ও নগদ বাট্টা।
------------------------------------
জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেকোন আপডেট পেতে আমাদের সাথে থাকুন| যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।
1 Comments
সুন্দর
ReplyDeletepost a comment
Emoji