স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। ক, খ ও গ বিভাগের গুরুত্বপূর্ণ সব প্রশ্ন।

ডিগ্রী বা অনার্স প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ের গুরুত্বপূর্ণ ১০০টি ক-বিভাগের প্রশ্নোত্তর এবং ‘খ ও গ’ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে তৈরি পিডিএফ নোট নিয়ে থাকছে আজকের এই আর্টিকেলটি। আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন অনার্স বা ডিগ্রী ১ম বর্ষের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আশা করি নিচের প্রশ্নোত্তরগুলা ও পিডিএফ নোটটি আপনার উপকারে আসবে। তো চলুন সবগুলা প্রশ্নোত্তরগুলা দেখে নেওয়া যাক।

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (ক- বিভাগ গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্নোত্তর)

ডিগ্রি প্রথম বর্ষ (সবার জন্যে) । বিষয় কোড ১১১৫০১

১) বঙ্গভঙ্গ কবে হয় ?

উঃ- ১৯০৫ সালে

২) অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কি ছিলেন ?

উঃ- হোসেন শহীদ সোহরাওয়ার্দী

৩) ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করেন ?

উঃ- ২১ দফা

৪) বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি ?

উঃ- মেঘনা

৫) বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে ?

উঃ- কর্কট ক্রান্তি ভৌগোলিক রেখা

৬) ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত সালে উত্থাপিত হয় ?

উঃ- ১৯৪০ সালের ২৩ মার্চ।

৭) পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে ?

উঃ- চাঁদপুর

৮) বাংলার জনপদগুলার নাম লিখ ?

উঃ- বঙ্গ, গৌড়, পুন্ড্র, হরিকেল, সমতট ইত্যাদি

৯) দ্বি-জতি তত্বের প্রবক্তা কে ?

উঃ- মুহাম্মদ আলী জিন্নাহ

১০) পাকিস্তানে প্রথম সংবিধান কত সালে প্রণয়ন করা হয় ?

উঃ- ১৯৫৬ সালে



১১) পাকিস্তান গণপরিষদে কে সর্বপ্রথম উর্দুর সাথে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন ?

উঃ- কংগ্রেস সদস্য ধীরেন্দ্র নাথ দত্ত

১২) যুক্তফ্রন্ট কখন গঠিত হয় ?

উঃ- ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর

১৩) ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে কতটি ভাগে ভাগ করা যায় ?

উঃ- ৩ ভাগে

১৪) বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি ?

উঃ- চর্যাপদ

১৫) পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন ?

উঃ- চৌধুরী খালেকুজ্জামান

১৬) আওয়ামী মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় ?

উঃ- ১৯৪৯ সালের ২৩ জুন

১৭) তমদ্দুন মজলিস কে প্রতিষ্ঠা করেন ?

উঃ- অধ্যাপক আবুল কাশেম

১৮) PODO এর পূর্ণরূপ কি ?

উঃ- Public Officer Disqualification Order

১৯) EBDO এর পূর্ণরূপ কি ?

উঃ- Elective Bodies Disqualification Order

২০) LFO এর পূর্ণরূপ কি ?

উঃ- Legal Framework Order



২১) বঙ্গবন্ধুকে পশ্চিম পাকিস্তানের কোন কারাগারে  আটক রাখা হয় ?

উঃ- মিয়াওয়ালী কারাগারে

২২) মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি ?

উঃ- বীরশ্রেষ্ঠ

২৩) বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলন করা হয় ?

উঃ- ২ মার্চ ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে

২৪) বাংলাদেশ সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়েছে ?

উঃ- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর

২৫) বাকশাল এর পূর্ণরূপ কী ?

উঃ- বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ

২৬) পাকিস্তানে প্রথম সামরিক শাসন কে জারি করেন ?

উঃ- ইস্কান্দার মির্জা

২৭) ছয়দফা দাবি ঘোষণা করা হয় কখন ?

উঃ- ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি

২৮) মুজিবনগর সরকার কখন ঢাকায় প্রত্যাবর্তন করে ছিল ?

উঃ- ১৯৭১ সালের ২২ ডিসেম্বর

২৯) অস্থায়ী সরকার কবে কোথায় শপথ গ্রহণ করে ?

উঃ- ১৭ এপ্রিল ১৯৭১ সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার ভবের পাড়া গ্রামের আম বাগানে ।

৩০) স্বাধীন বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?

উঃ- শেখ মুজিবুর রহমান



৩১) কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেন ?

উঃ- ভারত

৩২) মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মোট কয়টি সেক্টরে বিভক্ত ছিল ?

উঃ- ১১ টি

৩৩) বাংলাদেশ কত তারিখে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ?

উঃ- ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর

৩৪) বাংলাদেশের সংবিধানের নাম কি  ?

উঃ- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

৩৫) বঙ্গবন্ধু কত তারিখে সপরিবারে নিহত হন ?

উঃ- ১৯৭৫ সালের ১৫ আগস্ট

৩৬) আগরতলা ষড়যন্ত্র মামালায় কতজন আসামি ছিল ?

উঃ- ৩৫ জন

৩৭) কে, কখন, কোথায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন ?

উঃ- তোফায়েল আহমেদ ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে ঢাকার রেসকোর্স ময়দানে।

৩৮) শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ?

উঃ- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের

৩৯) ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন লাভ করে ?

উঃ- ১৬৭ টি

৪০) ২৫ মার্চ গণহত্যার সাংকেতিক নাম কি ছিল ?

উঃ- অপারেশন সার্চলাইট



৪১) মৌলিক গণতন্ত্র আদেশ কে জারি করেন ?

উঃ- আইয়ুব খান

৪২) পাকিস্তানের সংবিধানে কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয় ?

উঃ- ১৯৫৬ সালের ২৯ ফেব্রুয়ারি

৪৩) ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্টিত হয় ?

উঃ- ১৯২১ সালে

৪৪) ১৯৭০ সালের নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ?

উঃ- আওয়ামী লীগ

৪৫) অপারেশন সার্চলাইট কি ?

উঃ- ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙ্গালীদের উপর যে বর্বরতা চালায় তাই অপারেশন সার্চলাইট।

৪৬) মৌলিক গণতন্ত্রের ভোটাধিকার ছিল কত জনের ?

উঃ- ৮০ হাজার

৪৭) কোন দাবিকে বাংলার ম্যাগনাকার্টা বলা হয় ?

উঃ- ৬ দফাকে

৪৮) জনপদ কী ?

উঃ- প্রাচীন কালে সমগ্র ভূখন্ড ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত ছিল। বিভিন্ন জনগোষ্ঠীর নামানুসারে এগুলা জনপদ হিসাবে গড়ে উঠে।

৪৯) বঙ্গ জনপদটি কোন অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল ?

উঃ- বৃহত্তর ঢাকা, ফরিদপুর, যশোর, বরিশাল ও পটুয়াখালী।

৫০) বাংলাদেশের বৃহত্তম পাহাড় ও উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি ?

উঃ- গারো পাহাড় ও তাজিং ডং বা বিজয়/মদক মুয়াল।



৫১) বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি ?

উঃ- অস্ট্রিক নরগোষ্ঠীর

৫২) বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে ?

উঃ- ইন্দো-ইউরোপীয়

৫৩) ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন ?

উঃ- শেরে বাংলা এ.কে ফজলুল হক

৫৪) আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন ?

উঃ- মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী

৫৫) রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় ?

উঃ- ১৯৪৭ সালের ১ অষ্টোবর

৫৬) প্রাচীন বাংলার কোন জনপদের নাম বাংলা হয়েছে ?

উঃ- বঙ্গ ও বাঙ্গাল

৫৭) আকবরের শাসনামলে বাংলা কি নামে অভিহিত হতো ?

উঃ- সুবা-ই-বাংলা

৫৮) আইন-ই-আকবরী গ্রন্থটির রচয়িতা কে ?

উঃ- শেখ আবুল ফজল

৫৯) সংকর জাতি কাকে বলে ?

উঃ- বিভিন্ন নরগোষ্ঠির সমন্বয়ে যে মানব জাতির সৃষ্টি হয় তাই সংকর জাতি।

৬০) পুন্ড্র কী ?

উঃ- বাংলার একটি প্রাচীন জনপদ



৬১) পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি ?

উঃ- বাংলাদেশ

৬২) বঙ্গভঙ্গ কখন রদ করা হয় ?

উঃ- ১৯১১ সালে

৬৩) ভারত স্বাধীনতা আইন পাস করে কত সালে ?

উঃ- ১৯৪৭ সালে

৬৪) কাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় ?

উঃ- হোসেন শহীদ সোহরাওয়ার্দী

৬৫) কোন আইন দ্বারা ১৯৪৭ সালে ভারত বিভক্ত হয়েছিল ?

উঃ- ভারত স্বাধীনতা আইন দ্বারা।

৬৬) বঙ্গভঙ্গ কে ঘোষণা করে ?

উঃ- লর্ড কার্জন

৬৭) অখন্ড স্বাধীন বাংলার গঠনের প্রস্তাবক কে ছিলেন ?

উঃ- মুহাম্মদ আলী জিন্নাহ

৬৮) স্বাধীন পাকিস্তানের প্রথম পভর্নর জেনারেল কে ?

উঃ- মুহাম্মদ আলী জেনারেল

৬৯) কোন কোন দল নিয়ে ‍যুক্তফ্রন্ট গঠিত হয় ?

উঃ- আওয়ামী মুসলিম লীগ, কৃষক প্রজা পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী পার্টি।

৭০) তমদ্দুন মজলিস কি ?

উঃ- এটি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠন। বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার লক্ষ্যে ২রা সেপ্টেম্বর ১৯৪৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে যে সাংস্কৃতিক সংগঠন গড়ে উঠে তাকে তমদ্দুন মজলিস বলে।



৭১) জাতিসংঘের কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ?

উঃ- ইউনেস্কো

৭২) ভাষা আন্দোলনের দু’জন শহীদের নাম লিখ ?

উঃ- রফিক ও বরকত

৭৩) আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটি কে লিখেছেন ?

উঃ- আব্দুল গাফফার চৌধুরি

৭৪) যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয

উঃ- ১৯৫৪ সালে

৭৫) ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করেন ?

উঃ- ২১ দফা

৭৬) ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল ?

উঃ- নৌকা

৭৭) সামরিক শাসন কী ?

উঃ- সামরিক বাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরোক্ষ নিয়ন্ত্রণ করাকে সামরিক শাসন বলা হয়।

৭৮) কখন মৌলিক গণতন্ত্র আদশে জারি করা হয় ?

উঃ- ১৯৫৯ সালের ২৭ অষ্টোবর

৭৯) পাকিস্তানের প্রথম সামরিক শাসন কে জারি করেন ?

উঃ- ইস্কান্দার মির্জা

৮০) আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসমি কে ছিলেন

উঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান



৮১) বাঙ্গালি জাতির মুক্তির সনদ বলা হয় কাকে ?

উঃ- বঙ্গবন্ধুর ১৯৬৬ সালের ৬ দফা কর্মসূচি বা দাবিকে

৮২) ঐতিহাসিক ৬ দফা দাবি কে উত্থাপন করেন ?

উঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৮৩) ৬ দফা কত সালে ঘোষণা করা হয় ?

উঃ- ১৯৬৬ সালে

৮৪) অধ্যাপক শামসুজ্জোহাকে কবে হত্যা করা হয় ?

উঃ- ১৯৬৯ সালে ১৮ ফেব্রুয়ারি

৮৫) উনসত্তরের গণঅভ্যুত্থানে কারা নিহত হন ?

উঃ- আসাদ, শাসসুজ্জোহা, মতিউর রহমান নিহত হন

৮৬) SAC কি এবং কবে গঠিত হয় ?

উঃ- এটি একটি ছাত্র সংগ্রাম পরিষদ যা ১৯৬৯ সালে ৪ জানুয়ারি গঠিত হয়

৮৭) শেখ মুজিবুর রহমান কবে অসহযোগ আন্দোলনের ডাক দেয় ?

উঃ-১৯৭১ সালের ৩ মার্চ

৮৮) ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু তার ভাষণটি কোথায় দেন ?

উঃ- সোহরাওয়ার্দী উদ্যানে।

৮৯) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণে কি ঘোষণা করেন ?

উঃ- এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

৯০) কোন তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় ?

উঃ- ২৫ মার্চ মধ্যরাতে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে



৯১) কে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন ?

উঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (পরে ২৭ মার্চ তার পক্ষে মেজর জিয়াউর রহমান)

৯২) GENOCIDE শব্দটির অর্থ কী ?

উঃ- গণহত্যা

৯৩) অপরেশন জ্যাকপট কি ?

উঃ- পাকিস্তান হানাদার বাহিনীর বাংলাদেশের নৌপথের সৈন্য ও অন্যান্য সকল সরঞ্জাম পরিবহনের ব্যবস্থা বানচাল করার প্রক্রিয়কে অপারেশন জ্যাকপট বলা হয়।

৯৪) মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিলেন ?

উঃ- তাজউদ্দিন আহমেদ

৯৫) বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে কবে মুক্তি দেওয়া হয় ?

উঃ- ১৯৭২ সালে ৮ জানুয়ারি

৯৬) বাংলাদেশ সংবিধান রচনা কমিটির প্রধান কে ?

উঃ- ড. কামাল হোসেন

৯৭) বাংলাদেশ সংবিধানে কতটি মূলনীতি আছে ?

উঃ- ৪ টি

৯৮) বাকশাল গঠিত হয় কোন সংশোধনীর মাধ্যমে ?

উঃ- চতুর্থ সংশোধনীর মাধ্যমে

৯৯) বাংলা একাডেমির পুর্ব নাম কী ?

উঃ- বর্ধমান হাউস

১০০) পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় কত সালে  ?

উঃ- ১৯৫৫ সালে


উপরোক্ত ক বিভাগের প্রশ্নের সাথে খ ও গ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ পেতে নিচের দেওয়া লিংকে ক্লিক করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন। আশা করি যারা সময়ের অভাবে বই ধরতে পারেন নি, তাদের কিছুটা হলেও উপকারে আসবে।


This Timer Code

Toki Unlimited
File Type: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
If Download Does Not Start Then Inform Us On Contact Us Page Of This Blog

-------------------------------------

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে গুগল নিউজ ফলো করে আমাদের সাথে থাকুন।  

Post a Comment

3 Comments

post a comment

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)