ব্যবস্থাপনা ২য় পত্র (ক-বিভাগ ৬০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর)
বিষয় কোড – ১১২৬০৩
ডিগ্রি প্রথম বর্ষ (২০-২১)
১। ব্যবস্থপনার স্তর কয়টি ও
কি কি ?
উঃ- ব্যবস্থাপনার
স্তর ৩ টি । যথা : উচ্চ স্তরের ব্যবস্থাপনা, মধ্যম স্তরের ব্যবস্থাপনা, নিম্ন স্তরের
ব্যবস্থাপনা।
২। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক
কে ?
উঃ- এফ ডব্লিউ
টেইলর।
৩। হেনরি ফেওল এর বিখ্যাত বইটির
নাম কী ?
উঃ- Administration Industrielle-et
Generale.
৪। নিয়ন্ত্রণ কি ?
উঃ- নিয়ন্ত্রণ
হলো পূর্বনির্ধারিত আদর্শ মানের সাথে প্রকৃত কাজের ফলাফল তুলনা করে নির্ণীত বিচ্যুতি
সংশোধনের নিমিত্তে গৃহীত সফল ব্যবস্থা বিশেষ।
উঃ- স্থায়ী
পরিকল্পনা।
৬। সংগঠন চার্ট কী ?
উঃ- সংগঠন
কাঠামোর অধীনে বিন্যাসিত প্রতিষ্ঠানের উচ্চস্তর থেকে নিস্তর পরযন্ত বিভিন্ন ব্যক্তি
ও উপরিভাগের সম্পর্কের রূপরেখাকে যখন কোন চিত্রে উপস্থাপন করা হয তখন ঐ চিত্রকে সংগঠন
চার্ট বলা হয়।
৭। ভার্চুয়াল সংগঠন কী ?
উঃ- কিছু সংখ্যক স্বাধীন ব্যবসায় সংগঠন বা ব্যক্তির সমন্বয় সংগঠন সেখানে উক্ত সংগঠন বা ব্যক্তিগণ সাধারণভাবে ই-মেইল, ফ্যাক্স, ওয়েবসাইট, ডাটা ভিত্তি ও কনকারেন্টিং অর্থাৎ তথ্য প্রযুক্তির মাধ্যমে পারস্পরিক সংযুক্ত হয় তাকে ভার্চুয়াল সংগঠন বলে।
৮। ক্ষমতা অর্পণ কী ?
উঃ- কোনো
নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্ধস্তনদের নিকট কর্তৃত্ব
বা ক্ষমতা প্রদান বা অর্পণ করাকে বলা ক্ষমতা অর্পণ।
৯। কেন্দ্রীকরণ কাকে বলে ?
উঃ- যে প্রক্রিয়ায়
পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধা্তি গ্রহনের ক্ষমতা শীর্ষ ব্যবস্থাপনার নিকট কেন্দ্রীভূত
থাকে তাকে কেন্দ্রীকরণ বলে।
১০। সিদ্ধান্ত বৃক্ষ কী ?
উঃ- এমন একটি
গাণিতিক কৌশল যা সিদ্ধান্তকারী সিদ্ধান্তের
ফলাফলের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহের উন্নত করার কাজে ব্যবহার করতে পারে তাকে
সিদ্ধান্ত র্বক্ষ বলে।
১১। পিতৃসুলভ নেতৃত্ব কাকে বলে
?
উঃ- যে নেতৃত্বে
নেতা অনুসারীদের সাথে পিতৃসুলভ আচরণ করেন এবং সংগঠনের একটি পারিবারিক স্নেহ মমতার পরিবশে
সৃষ্টির চেষ্টা করেন তাকে পিতৃসুলভ নেতৃত্ব বলে্।
১২। দ্বিমুখী যোগাযোগ বলে ?
উঃ- পণ্য
ও সেবা বাজারজাতকরণ পক্রিয়ায় যখন দু’টি প্রক্রিয়ায় যোগাযোগ কার্যক্রম সম্পন্ন হয় তাকে
দ্বিমুখী যোগাযোগ বলে ।
১৩। শিল্প বিপ্লবের সূত্রপাত
হয় কোন দেশে ?
উঃ- ইংল্যান্ড।
১৪ । ব্যবস্থাপনার ভিত্তি কী ?
উঃ- পরিকল্পনা
হলো ব্যবস্থাপনার সর্বাধিক গুরুত্বপূরণ মৌলিক কাজ। একে ব্যবস্থাপনার ভিত্তি বলে।
১৫। ই-কমার্স কী ?
উঃ- ই-কমার্স
বলতে ইন্টানেটের সাহায্যে ব্যবসায় বাণিজ্য অর্থাৎ পণ্য ও সেবার ক্রয় বিক্রয়সংক্রান্ত
কার্যাবলিকে বুঝায়।
১৬। ব্যবস্থাপন জঙ্গল তত্ত্বের
জনক কে ?
উঃ- Harolad Koontz
১৭। ব্যবস্থাপনার পরিসর কী ?
উঃ- ব্যবস্থাপনার
পরিসর এমন একটি বিষয় যাতে একজন ব্যবস্থাপক সীমিত সংখ্যাক কর্মীকে তত্ত্ববধান করতে সক্ষম
। যদিও পরিস্থিতি ও ব্যবস্থাপকদের যোগ্যতার উপর এ সংখ্যা নির্ভর করে।
১৮ । POSDCORB এর পূর্ণরূপ কী ?
উঃ- Planning Organisation Staffing
Directing Co-ordination Reporting Budgeting.
১৯। হর্থণ গবেষণা
কে পরিচালনা করেন ?
উঃ- Elton Mayo
২০। ব্যবস্থাপনা বলতে কী বুঝ
?
উঃ- উপকরণসমূহের
সর্বোচ্চ ব্যবহারের উদ্দেশ্য পরিকল্পনা প্রণয়ন সংগঠন কর্মীসংস্থান নির্দেশন সমন্বয়
ও নিয়ন্ত্রনের মানবীয় প্রচেষ্টাকে ব্যবস্থাপনা বলে।
২১। ব্যবস্থাপকীয় সিদ্ধান্তগ্রহন
বলতে কী বুঝ ?
উঃ- প্রতিষ্ঠানের
লক্ষ্যে যে সকল সিদ্ধান্ত গ্রহণ করে থাকে তাকে ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহন বলে।
২২। আদেশের ঐক্য কী ?
উঃ- সংগঠন
কাঠামোতে একজন অধঃস্তন কর্মীর নির্বাহী থাকলে তাকে আদেশের ঐক্য বলে।
২৩। ফলাবর্তন কী ?
উঃ- প্রাপ্ত সংবাদের বিষয়ে প্রেরকের
নিকট প্রাপকের প্রেরিত প্রতিক্রিয়া বা মনোভাবকে ফলাবর্তন বলে।
২৪। সিদ্ধান্ত গ্রহন কী ?
উঃ- কতগুলো
বিকল্প থেকে একটি বিকল্প নির্বাচনের কার্য প্রক্রিয়াকে সিদ্ধান্তগ্রহন বলে।
২৫। পরিকল্পনা অঙ্গন কাকে বলে
?
উঃ- অনুমান
ও তথ্যের উপর নির্ভর করে পরিকল্পনা প্রণয়নের পূর্বে যে পূর্ব ধারণা তৈরি করা হয় তাকে
পরিকল্পনা অঙ্গন বলে।
২৬। প্রকল্প কী ?
উঃ- প্রতিষ্ঠানের
কর্মসূচির আওতাধীন পদক্ষেপসমূহের প্রতিটি অংশকে প্রকল্প বলে।
২৭। MIS
এর পূর্ণরূপ
কী ?
উঃ- Management Information System
২৮। একার্থক পরিকল্পনা বলে ?
উঃ- যে পরিকল্পনা
কেবল একটিমাত্র উদ্দেশ্যে প্রণীত হয় এবং উক্ত উদ্দেশ্য অর্জনের সাথে সাথে পরিকল্পনাটির
প্রয়োজনীয়তা শেষ হয়ে যায় তাকে একার্থক পরিকল্পনা বলে।
২৯। কৌশলগগত নিয়ন্ত্রণ বিন্দু
নির্ধারণের দুটি উপাদান লিখ ?
উঃ- ভৌত মান
ও মূলধন মান।
৩০। পদ্মা সেতু তৈরি
কোন ধরনের পরিকল্পনার মধ্যে পড়বে ?
উঃ- স্থায়ী পরিকল্পনা।
৩১। সংগঠন কাঠামো
বলতে কী বুঝায় ?
উঃ- কোন লক্ষ্য অর্জনের নিমিত্তে ব্যবসায় প্রতিষ্ঠানের
নিয়োজিত কর্মীগণ সম্মিলিতভাবে কাজ করার জন্য যে কাঠামো সৃষ্টি করা হয় তাকে সংগঠন কাঠামো
বলে।
৩২। কার্যভিত্তিক
সংগঠন কী ?
উঃ- কার্যভিত্তিক সংগঠন বলতে এমন এক ধরণের সংগঠনকে
বুঝায় যাতে ব্যবস্থাপনার কার্যাবলিকে বিভিন্ন ভাগে বিভক্ত করে উহাদের এক একটিকে এক
একজন বিশেষজ্ঞের হাতে ন্যস্ত করা হয়।
৩৩। ম্যাট্রিক্স
সংগঠন কি ?
উঃ- ম্যাট্রিক্স সংগঠন হচ্ছে একটি মিশ্র সংগঠন
কাঠামো যেখানে কার্য ও দ্রব্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয় ঘটানো হয়।
৩৪। সংগঠন বলতে
কী বুঝায় ?
উঃ- একটি নিয়মতান্ত্রিক কাঠামোগত প্রক্রিয়া যার
মাধ্যমে পূর্ব নির্ধারিত পরিকল্পনাকে বাস্তবে রূপ দান করা হয় তাকে সংগঠন বলে।
৩৫। কৌশলগত ব্যবসার
একক কি ?
উঃ- কৌশলগত ব্যবসায় একক হচ্ছে প্রতিষ্ঠানের একটি
কার্যকর বিভাগ যা কোন স্বতন্ত্রধর্মী পণ্য বাজার অংশে কিংবা সুনির্দিষ্ট ভোক্ত শ্রেণি
বা ভৌগোলিক এলাকায় পণ।য বা সেবাকর্ম পরিবেশন করে।
৩৬। মনোবল কী ?
উঃ- কোনো ব্যক্তির কার্যসন্তুষ্টি এবং প্রয়োজনের
পরিস্থির অপেক্ষককে মনোবল বলে।
৩৭। কাম্য তত্ত্ববধান
পরিসর কী ?
উঃ- নির্বাহী অধীনস্থ কর্মীর গ্রহণযোগ্য ও যথোপযুক্ত
অনুপাতকে কাম্য তত্ত্বাবধান পরিসর বলে।
৩৮। আচরণমূলক
কাজ কী ?
উঃ- সংগঠনের মৌলিক সংস্কৃতিক মূল্যবোধ তুলে ধরে
এ রকম ধারাবাহিক কাজকে সংগঠনের আচরণমূলক কাজ বলে।
৩৯। অনার্থিক প্রেষণা
বলতে কী বুঝ ?
উঃ- প্রেষণা প্রদানের ক্ষেত্রে ব্যক্তিকে যখন
কোনো আর্থিক সুবিধা প্রদান না করে আনুষঙ্গিক সুবিধা প্রদান করা হয় তখন তাকে অনার্থিক
প্রেষণা বলে।
৪০। অনানুষ্ঠানিক
নেতৃত্ব কাকে বলে ?
উঃ- যে নেতৃত্ব কোন আনুষ্ঠানিক সংগঠন কাঠামোতে
বন্টন করা হয় না তাকে অনানুষ্ঠানিক নেতৃত্ব বলে।
৪১। স্বৈরাচারী
নেতৃত্ব কাকে বলে ?
উঃ- যে নেতৃত্ব ব্যবস্থাপনায় নেতা সকল ক্ষমতা
নিজের কাছে কুক্ষিগত করে রাখে এবং নিজে ইচ্ছামতো সিদ্ধান্ত প্রদান করে তাকে স্বৈরাচারী
নেতৃত্ব বলে।
৪২। লাগামহীন নেতৃত্ব
কি ?
উঃ- যে নেতৃত্বে নেতা নামমাত্র দায়িত্ব পালন করেন
তাকে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব বলে ।
৪৩ । হার্জবার্গের দ্বি উপাদান
তত্বের উপাদান দুটি কী কী ?
উঃ- প্রেষণামূলক উপাদান ও রক্ষণাবেক্ষণমূলক উপাদান।
৪৪। কমিটি কি ?
উঃ- কোন প্রশাসনিক কাজ সম্পাদান করার জন্য বিশেষভঅবে
মনোনীত একদল লোক নিয়েই কমিটি গঠিত হয়।
৪৫। মোহনীয় নেতৃত্বের উদ্ভাবক
কে ?
উঃ- রবার্ট হাউজ।
৪৬। গণতান্ত্রিক নেতৃত্ব কি ?
উঃ- যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা এককভাবে সিদ্ধান্ত
গ্রহন না করে অধস্তনদের সাথে আলাপ আলোচনা ও পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহন করে তাকে গণতান্ত্রিক
নেতৃত্ব বলে।
৪৭। দ্বন্দ কী ?
৪৮। প্রেষণার X ও Y তত্ত্বের প্রবক্তা
কে ?
উঃ- Douglasmc Gregor’s
৪৯। প্রেষণার দুটি তত্ত্বের
নাম কি
?
উঃ-
X ও Y
৫০। পরামর্শমূলক নির্দেশনা
কি ?
উঃ- ব্যবস্থাপনার
বিভিন্ন স্তরের নিয়োজিত কর্মীবৃন্দের পরামর্শক্রমে যে নির্দেশ প্রদান করা হয় তাকে পরামর্শমূলক
নির্দেশনা বলে।
৫১। পরিকল্পনার
প্রকারভেদ লেখ ?
উঃ- পরিকল্পনার
প্রকারভেদ তিন প্রকার । যথা : স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী।
৫২। নিয়ন্ত্রনের
ক্ষেত্রে CCP এর পূর্ণরূপ কী ?
উঃ- Critical Control Points
৫৩। উইনিয়াম ওচি প্রদত্ত তত্ত্বের
নাম কী ?
উঃ- Z তত্ত্ব।
৫৪। ব্যবস্থাপনার
প্রথম ও শেষ কাজ কি কি ?
উঃ- পরিকল্পনা
ও নিয়ন্ত্রণ।
৫৫। ডিজিটাল অর্থনীতির সংজ্ঞা
দাও
?
উঃ- টেলিকম্যুনিকেশন ও তথ্য প্রযুক্তি নির্ভর
অর্থ ব্যবস্থাকে ডিজিটাল অর্থনীতি বলে।
৫৬। বাজেটীয় নিয়ন্ত্রণ কি
?
উঃ-
বাজেটের আলোকে যে নিয়ন্ত্রণ
ব্যবস্থা আরোপ করা হয় তাকে বাজেটীয় নিয়ন্ত্রণ বলে।
৫৭। অনমনীয় বাজেট কী ?
উঃ- যে
বাজেট কোনরূপ পরিবর্তন পরিবর্ধন বা রূপান্তর কার যায় না তাকে অনমনীয় বাজেট বলে।
৫৮। ফলাবর্তন কী ?
উঃ- প্রাপ্ত সংবাদের বিষয়ে প্রেরকের
নিকট প্রাপকের প্রেরিত প্রতিক্রিয়া বা মনোভাবকে ফলাবর্তন বলে।
৫৯। BMI এর পূর্ণরূপ কী ?
উঃ- Bangladesh Institue of Management
৬০। LAN
এর পূর্ণরূপ
কী ?
উঃ- Local Area Network
------------------------------------
চাইলে সম্পূর্ণ প্রশ্নোত্তর Pdf আকারে ডাউনলোড করতে পারেন নিচের দেওয়া লিংকে ক্লিক করে।
File Type: ডিগ্রি বিবিএস ব্যবস্থাপনা ২য় পত্র (ক-বিভাগ ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর)
------------------------------------
জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেকোন আপডেট পেতে আমাদের সাথে থাকুন| যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।
0 Comments
post a comment
Emoji