ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
ভর্তি টাইমলাইন | |
---|---|
আবেদন শুরু : | ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ( বিকেল ৫.০০ টা থেকে ) |
আবেদনের শেষ : | ২০ মার্চ ২০২৩ ( রাত ১১: ৫৯ টা পর্যন্ত ) |
ভর্তি আবেদন ফি - | ১০০০/- |
প্রবেশপত্র ডাউনলোড শুরু : | # |
আবেদনের ঠিকানা : | admission click |
ভর্তি পরীক্ষার সময়সূচি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৮টি বিভাগে অনুষ্ঠিত হবে। আবেদনের সময় যেকোন একটি বিভাগ বেছে নিতে হবে এবং উক্ত সময়ে কাঙ্খিত পরীক্ষায় অংশগ্রহন করতে হবে।
ইউনিট | তারিখ | সময় |
---|---|---|
কলা, আইন ও সামাজিক | ০৬ মে ২০২৩ | সকাল ১১.০০ টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত |
বিজ্ঞান | ১২ মে ২০২৩ | সকাল ১১.০০ টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত |
ব্যবসায় শিক্ষা | ১৩ মে ২০২৩ | সকাল ১১.০০ টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত |
চারুকলা | ২৯ এপ্রিল ২০২৩ | সকাল ১১.০০ টা থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত |
আবেদন করার নিয়ম
আবেদন এর যোগ্যতা
উচ্চ মাধ্যমিক বোর্ডের মানবিক শাখায় এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাধারণ শাখায় আলিম ও IGCSE/O Level এবং IAL/GCE A Level পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী যাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান ও বানিজ্য শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৮.০ (আলাদাভাবে ন্যূনতম ৩.৫) এবং বানিজ্য শাখার জন্য ন্যূনতম ৭.৫ (আলাদাভাবে ন্যূনতম ৩.০) থাকতে হবে।
বিজ্ঞান ইউনিট
বিজ্ঞান ও কৃষিবিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখায় আলিম ও IGCSE/O Level এবং IAL/GCE A Level পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০০ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.৫ থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে । তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক ও বানিজ্য শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ (আলাদাভাবে ন্যূনতম ৩.০) থাকতে হবে।
ব্যবসায় শিক্ষা ইউনিট
উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ব্যবসায় শিক্ষা শাখায় ও IGCSE/O Level এবং IAL/GCE A Level পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.০০ থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৮.০ (আলাদাভাবে ন্যূনতম ৩.৫) এবং মানবিক শাখার জন্য ন্যূনতম ৭.৫ (আলাদাভাবে ন্যূনতম ৩.০) থাকতে হবে।
চারুকলা ইউনিট
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার যে কোন শাখায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক /সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫ হতে হবে (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে)।
ঢাবি ভর্তি পরীক্ষার মানবণ্টন
ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে হবে । MCQ পরীক্ষার নম্বর ৬০ করা হয়েছে। অন্যদিকে Writing পরীক্ষার মোট নম্বর থাকবে ৪০। ভর্তি পরীক্ষার মোট সময় ১.৩০ ঘন্টা নির্ধারণ করা হয়েছে । MCQ ও Writing লিখিত পরীক্ষার জন্য আলাদাভাবে ৪৫ মিনিট বরাদ্দ থাকবে ।
ইউনিট | এমসিকিউ পরীক্ষা | লিখিত পরীক্ষা | ||
---|---|---|---|---|
ইউনিট | এমসিকিউ পরীক্ষানম্বর | এমসিকিউ পরীক্ষাসময় | লিখিত পরীক্ষানম্বর | লিখিত পরীক্ষাসময় |
ইউনিটবিজ্ঞান ইউনিট | এমসিকিউ পরীক্ষা৬০ | এমসিকিউ পরীক্ষা৪৫ মিনিট | লিখিত পরীক্ষা৪০ | লিখিত পরীক্ষা৪৫ মিনিট |
ইউনিটকলা, আইন ও সামাজিক বিজ্ঞান | এমসিকিউ পরীক্ষা৬০ | এমসিকিউ পরীক্ষা৪৫ মিনিট | লিখিত পরীক্ষা৪০ | লিখিত পরীক্ষা৪৫ মিনিট |
ইউনিটব্যবসায় শিক্ষা | এমসিকিউ পরীক্ষা৬০ | এমসিকিউ পরীক্ষা৪৫ মিনিট | লিখিত পরীক্ষা৪০ | লিখিত পরীক্ষা৪৫ মিনিট |
ইউনিটচারুকলা | এমসিকিউ পরীক্ষা৪০(সাধারণ জ্ঞান) | এমসিকিউ পরীক্ষা৩০ মিনিট | লিখিত পরীক্ষা৬০ (অংকন) | লিখিত পরীক্ষা৬০ মিনিট |
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা | |
---|---|
বিজ্ঞান | ১৮৫১ |
ব্যবসায় শিক্ষা | ১০৫০ |
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান | ২৯৩৪ |
বিজ্ঞান বিভাগের জন্য ৯০৮ টি | |
মানবিক বিভাগের জন্য ১৭৪৪ টি | |
ব্যবসা শিক্ষা বিভাগের জন্য ২৮২ টি | |
চারুকলা ইউনিট | ১৩০ |
জিপিএ নম্বর
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের (জিপিএ) উপর ২০ নম্বর নির্ধারন করা হয়েছে। ভর্তি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ কোন ধরণের ইলেক্টনিক ডিভাইজ ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ।
0 Comments
post a comment
Emoji