বিদেশ থেকে অর্ডার করা পণ্য ট্র্যাক করার সহজ সমাধান! Easy Tracking Guide

দেশের বাহির থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করার পর একটি নির্দিষ্ট সময় আমাদের দিয়ে দেওয়া হয়, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের প্রোডাক্টগুলা কখনো আসে আবার কখনো আসে না। সাধারণত অর্ডার করার পর আমরা জানি না আমাদের প্রোডাক্টগুলা বর্তমানে কোথায় আছে। কিন্তু ডিজিটাল এই যুগে আপনি বাহির থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করার পর আপনার পণ্যটি কোথায় আছে, তা জানবেন না সেটা কি করে হয়! তাই আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে বাহির থেকে অর্ডার করা পণ্যটির প্রকৃত অবস্থান জানার উপায় শেয়ার করতে যাচ্ছি, তো চলুন জেনে নেওয়া যাক।  

বিদেশ থেকে অর্ডার করা পণ্য ট্র্যাক করার সহজ সমাধান! Easy Tracking Guide

বাহির থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করার পর আমাদের উক্ত পণ্যের জন্যে একটি ট্র্যাকিং কোড দেওয়া হয়। মূলত পণ্যের প্রকৃত অবস্থান জানা যায় উক্ত ট্র্যাকিং কোডের মাধ্যমে। ট্র্যাকিং কোডের মাধ্যমে পণ্যের প্রকৃত অবস্থান জানার জন্য আমাদের সহায়তা নিতে হবে একটি ওয়েবসাইটের, যার মাধ্যমে আমরা ট্র্যাকিং কোড দিয়ে সার্চ করলে পণ্যের অবস্থান জানতে পারবো। তার আগে বলে রাখি, ট্র্যাকিং কোড দিয়ে পণ্যের অবস্থান জানার জন্য আপনি ইন্টারনেটে অনেক সাইট পেয়ে যাবেন, কিন্তু আমরা আপনাদের সাথে এমন একটি সাইটের পরিচয় করিয়ে দিব, যার মাধ্যমে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং সহজে বুজতে পারবেন আপনার পণ্যের অবস্থান কোথায়।

এজন্যে প্রথমে এই লিংকে ক্লিক করুন। ক্লিক করার পর 4tracking.net ওয়েবসাইটটিতে নিয়ে যাবে। এখানে আসার পর আপনার প্রোডাক্টের ট্র‌্যাকিং কোডটি দিয়ে অনুসরণ/সার্চ অপশনে ক্লিক করুন।

Easy Tracking Guide

অনুসরণ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি ঠিক নিচের মতো আপনার প্রোডাক্টের প্রকৃত অবস্থান জানতে পারবেন। কখন কোথায় এসেছে, বর্তমান সময়ে প্রোডাক্টটি কোথায় অবস্থান করছে তার সবকিছু জানতে পারবেন।

বিদেশ থেকে অর্ডার করা পণ্য ট্র্যাক করার সহজ সমাধান

সাধারণত দেশের বাহির থেকে আমাদের কোনো কিছু পোস্ট অফিসে আসলে, একটি নির্দিষ্ট সময় পর আমরা পোস্ট অফিসে থাকা পিয়নকে ফোন করি বা তার সাথে যোগাযোগ করি। এক্ষেত্রে দেখা যায় বার বার যদি ফোন বা তার সাথে যোগাযোগ করা হয়, তাতে তারা বিরক্তও হয়। আবার দেখা যায় আমাদের সময়ের জন্য আমরা তাদের সাথে সময় মতো যোগাযোগ করতে পারি না। আপনি যদি আগে থেকে ট্র‌্যাকিং করে জানতে পারেন, আপনার প্রোডাক্টটি পোস্ট অফিসে এসেছে, তাহলে একবার যোগাযোগ করে কিন্তু নিয়ে আসতে পারবেন।

মূলত নিজেদের সুবিধার জন্য এই ট্র‌্যাকিং কোড ব্যবহার করা প্রয়োজন, যা অনেকে জানে না। আশা করি বুজতে পারছেন, এরকম নিত্যনতুন টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না 

সর্বশেষ : 4tracking.net একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম, যা বিভিন্ন আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের পণ্য ট্র্যাকিং সেবা প্রদান করে। এটি DHL, FedEx, UPS, USPS, China Post, TNT Express, SFC Express, Amana, DPD Local, SDA Express, ELTA (Greece Post), XpressBees, GLS সহ আরও অনেক কুরিয়ার সার্ভিসের শিপমেন্ট ট্র্যাকিং করতে পারে। আপনার অর্ডারের বর্তমান অবস্থান জানতে, 4tracking.net ওয়েবসাইটে গিয়ে ট্র্যাকিং কোড দিয়ে অনুসন্ধান করুন।

Post a Comment

0 Comments