জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি খোলার পদ্ধতি। National Student Id Card

যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্টুডেন্ট আইডি খুলতে চান ও সার্ভিস গ্রহন করতে চান তাদের জন্য আজকের এই আর্টিকেল। মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা চিন্তা করে এই সেবা চালু করা হয়। আজকে আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব কিভাবে আপনি খুব সহজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি খুলবেন, তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি খোলার পদ্ধতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডির মাধ্যমে বিভিন্ন আবেদন করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষন আবেদন। NU পরীক্ষার ফলাফল সংশোধন,পুনঃনিরীক্ষন,ভর্তি বাতিল ,নাম সংশোধন সহ বিভিন্ন আবেদন অনলাইনে করতে পারবেন। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি খুলার পদ্ধতি :

প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এ প্রবেশ করে Services মেনু থেকে Student login বটিনে ক্লিক করতে হবে

National University student login id

Student Login বাটনের ক্লিক করার পর নিচের মতো Student Login পেজে চলে আসবেন। এখান থেকে Student Regisrration অপশনে ক্লিক করুন

National University student login id




Student Registration জন্য আপনাকে আপনার Course, Session, Registration No যথাযতভাবে Entry দিয়ে Registration বাটনে ক্লিক করুন

National University student login id

ক্লিক করার পর এখানে আপনি পাসওয়ার্ড, মোবাইল নম্বর, জেন্ডার, ই-মেইল দিন ও সাথে ক্যাপচাটি পূরণ করে Save করুন।

National University student login id



উপরোক্ত সকল কাজ সম্পন্ন হয়ে গেলে User name (আপনার রেজিষ্ট্রেশন নাম্বারটি) ও Password দিয়ে লগইন করুন।

National University student login id

লগইন করার পর ঠিক নিচের মতো একটি পেজ দেখতে পারবেন। এখানে আপনি আপনার এসএসসি, এইচএসসি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য নির্ভুল ভাবে প্রদান করে আপডেট অপশনে ক্লিক করুন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি খুলার পদ্ধতি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি খুলার পদ্ধতি




উপরোক্ত কাজগুলা সম্পন্ন করার পর ঠিক নিচের মতো একটি পেজ দেখতে পারবেন (Student Dashboard)। এখান থেকে আপনি বিভিন্ন সুবিধা গ্রহন করতে পারবেন খুব সহজে। যে সার্ভিসটি আপনার প্রয়োজন সেই অপশনে ক্লিক করুন। (সার্ভিস গ্রহন করার জন্য চার্জ প্রযোজ্য)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি খুলার পদ্ধতি

যে সার্ভিসটি আপনি গ্রহন করতে চান সেই অপশনে ক্লিক করার পর আপনি একটি Application form দেখতে পারবেন৷ Application From এর সকল Information সঠিকভাবে পূর্ণ করে ও প্রয়োজনীয় সকল ডকুমেন্ট যুক্ত করে Proceed বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর Application Successful Message প্রদর্শিত হবে এবং Application Successful এর বর্তমান অবস্থা dashboard এ দেখা যাবে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি খুলার পদ্ধতি

আশা করি বুজতে পারছেন। এভাবে খুব সহজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেকোন শিক্ষার্থী তার নিজের স্টুডেন্ট আইডি খুলতে পারবে ও এখান থেকে প্রয়োজনী সার্ভিস গ্রহন করতে পারবে।




ডিগ্রি, অনার্স, মাষ্টার্স এর শিক্ষার্থীরা স্টুডেন্টস লগইন এর মাধ্যমে যেসকল সুবিধা গ্রহন করতে পার

Academic Services For Student

Services Name Services Fee
Admission Cancel(AC) 700.00 Taka
Re-admission (Within 2 month after Admission cancel) 700.00 Taka
Admission Test Details 300.00 Taka
Duplicate Registration Card Issue 500.00 Taka
Migration Certificate Issue 500.00 Taka
Registration Card Correction 500.00 Taka
Transfer College(TC) 1000.00 Taka



Examination Services For Student

Services Name Services Fee
Admit Card (Correction) 500.00 Taka
Provisional Certificate (Improvement) 300.00 Taka
Provisional Certificate (Duplicate) 500.00 Taka
Provisional Certificate (Correction) 500.00 Taka
Original Certificate (Passing Year 1993-2000 can apply only) 500.00 Taka
Original Certificate (Correction)(Passing Year 1993-2000 can apply only) 500.00 Taka
Transcript 700.00 Taka
Verification of (Certificate/Mark Sheet/Transcript) Per Copy 300.00 Taka
Academic Envelop Fee 200.00 Taka
Translation or Fresh Copy (Certificate/Mark Sheet) 500.00 Taka
Admit Card (Duplicate) 500.00 Taka
Marks Sheet (Improvement) 300.00 Taka
Mark Sheet (Duplicate) 500.00 Taka
Mark Sheet (Correction) 500.00 Taka
Original Certificate (Duplicate)(Passing Year 1993-2000 can apply only) 500.00 Taka
Document Verification (Official) 100.00 Taka
Transcript (2nd Time) 400.00 Taka
.Photocopy Attestation of (Certificate/Mark Sheet/Transcript) Per Copy 100.00 Taka
WES/ICAS Form Fill-up (Per Program) 800.00 Taka

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে Share করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন Article পেতে গুগল নিউজ ফলো করে আমাদের সাথে থাকুন।  

Post a Comment

0 Comments