যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্টুডেন্ট আইডি খুলতে চান ও সার্ভিস গ্রহন করতে চান তাদের জন্য আজকের এই আর্টিকেল। মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা চিন্তা করে এই সেবা চালু করা হয়। আজকে আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব কিভাবে আপনি খুব সহজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি খুলবেন, তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডির মাধ্যমে বিভিন্ন আবেদন করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষন আবেদন। NU পরীক্ষার ফলাফল সংশোধন,পুনঃনিরীক্ষন,ভর্তি বাতিল ,নাম সংশোধন সহ বিভিন্ন আবেদন অনলাইনে করতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি খুলার পদ্ধতি :
প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এ প্রবেশ করে Services মেনু থেকে Student login বটিনে ক্লিক করতে হবে
Student Login বাটনের ক্লিক করার পর নিচের মতো Student Login পেজে চলে আসবেন। এখান থেকে Student Regisrration অপশনে ক্লিক করুন
Student Registration জন্য আপনাকে আপনার Course, Session, Registration No যথাযতভাবে Entry দিয়ে Registration বাটনে ক্লিক করুন
ক্লিক করার পর এখানে আপনি পাসওয়ার্ড, মোবাইল নম্বর, জেন্ডার, ই-মেইল দিন ও সাথে ক্যাপচাটি পূরণ করে Save করুন।
উপরোক্ত সকল কাজ সম্পন্ন হয়ে গেলে User name (আপনার রেজিষ্ট্রেশন নাম্বারটি) ও Password দিয়ে লগইন করুন।
লগইন করার পর ঠিক নিচের মতো একটি পেজ দেখতে পারবেন। এখানে আপনি আপনার এসএসসি, এইচএসসি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য নির্ভুল ভাবে প্রদান করে আপডেট অপশনে ক্লিক করুন।
উপরোক্ত কাজগুলা সম্পন্ন করার পর ঠিক নিচের মতো একটি পেজ দেখতে পারবেন (Student Dashboard)। এখান থেকে আপনি বিভিন্ন সুবিধা গ্রহন করতে পারবেন খুব সহজে। যে সার্ভিসটি আপনার প্রয়োজন সেই অপশনে ক্লিক করুন। (সার্ভিস গ্রহন করার জন্য চার্জ প্রযোজ্য)
আশা করি বুজতে পারছেন। এভাবে খুব সহজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেকোন শিক্ষার্থী তার নিজের স্টুডেন্ট আইডি খুলতে পারবে ও এখান থেকে প্রয়োজনী সার্ভিস গ্রহন করতে পারবে।
ডিগ্রি, অনার্স, মাষ্টার্স এর শিক্ষার্থীরা স্টুডেন্টস লগইন এর মাধ্যমে যেসকল সুবিধা গ্রহন করতে পার
Academic Services For Student
Services Name | Services Fee |
---|---|
Admission Cancel(AC) | 700.00 Taka |
Re-admission (Within 2 month after Admission cancel) | 700.00 Taka |
Admission Test Details | 300.00 Taka |
Duplicate Registration Card Issue | 500.00 Taka |
Migration Certificate Issue | 500.00 Taka |
Registration Card Correction | 500.00 Taka |
Transfer College(TC) | 1000.00 Taka |
Examination Services For Student
Services Name | Services Fee |
---|---|
Admit Card (Correction) | 500.00 Taka |
Provisional Certificate (Improvement) | 300.00 Taka |
Provisional Certificate (Duplicate) | 500.00 Taka |
Provisional Certificate (Correction) | 500.00 Taka |
Original Certificate (Passing Year 1993-2000 can apply only) | 500.00 Taka |
Original Certificate (Correction)(Passing Year 1993-2000 can apply only) | 500.00 Taka |
Transcript | 700.00 Taka |
Verification of (Certificate/Mark Sheet/Transcript) Per Copy | 300.00 Taka |
Academic Envelop Fee | 200.00 Taka |
Translation or Fresh Copy (Certificate/Mark Sheet) | 500.00 Taka |
Admit Card (Duplicate) | 500.00 Taka |
Marks Sheet (Improvement) | 300.00 Taka |
Mark Sheet (Duplicate) | 500.00 Taka |
Mark Sheet (Correction) | 500.00 Taka |
Original Certificate (Duplicate)(Passing Year 1993-2000 can apply only) | 500.00 Taka |
Document Verification (Official) | 100.00 Taka |
Transcript (2nd Time) | 400.00 Taka |
.Photocopy Attestation of (Certificate/Mark Sheet/Transcript) Per Copy | 100.00 Taka |
WES/ICAS Form Fill-up (Per Program) | 800.00 Taka |
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji