সম্প্রতি Adsense এর একটি নতুন আপডেট এসেছে যেটি এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। তবে এতে ব্লগারদের কিছুটা ক্ষতি হবে তা বলার অপেক্ষা রাখে না। নতুন আপডেট এর নোটিশে বলা হয়েছে যে আগের মতো Sub Domain গুলা মেইন ডোমেইন এ যুক্ত করে যে আয় করা হত তা আর করা যাবে না। বিস্তারিত নিচে আলোচনা করা হলো ।
আগামী ২০ মার্চ থেকে সাব-ডোমেইন এ অ্যাডস দেখানো বন্ধ হয়ে যাচ্ছে। এডসেন্স দিয়ে আগে মেইন Domain এ এডসেন্স এপ্রুভাল পাওয়ার পর Sub Domain এ অ্যাডস ব্যবহার করা যেত কোনো ধরনের অ্যাপ্রুবাল ছাড়াই তবে গুগল এডসেন্সের নতুন আপডেটের ফলে Sub Domain গুলাতে আগের মতো আর সরাসরি এড ব্যবহার করা যাবে না। নতুন আপডেট এর ফলে দেখা যায় যে মেইন Domain এর মত করে সাব-ডোমেইনগুলাও এডসেন্স এপ্রুভ এর জন্য আবেদন করতে হবে। আর এসব সাব-ডোমেইন Approval পেলেই তবে সাব-ডোমেইন এ অ্যাডস ব্যবহার করা যাবে। আশা করি বুজতে পারছেন।
1 Comments
Thanks for sharing.
ReplyDeletepost a comment
Emoji