ছোটদের মজার ধাঁধা ও উত্তর। মজার সব বাংলা গুগলি ধাঁধা।

আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরার মাঝে রাস্তায় পথে বা ছোট বাচ্চাদের সামনে বিভিন্ন ধাঁধার সম্মুখীন হতে হয়। এবং তা সমাধান করতে হয়। এজন্য যদি আমাদের বেশ কিছু ধাঁধার উত্তর জানা থাকে তাহলে আমরা সহজে ধাঁধা গুলোর উত্তর দিতে পারবো। চলুন দেখে নেওয়া যাক আজকের সকল ধাঁধা গুলোর উত্তর।

ছোটদের মজার ধাঁধা ও উত্তর। মজার সব বাংলা গুগলি ধাঁধা।

ধাঁধার মাধ্যমে একজন ব্যক্তির যুক্তির ক্ষমতা ও বুদ্ধি প্রকাশ পায়। যারা বড় ধাঁধার উত্তর দিতে গোলমাল লাগিয়ে ফেলেন তাদের জন্যে আজকে আমি নিয়ে এসেছি ছোট ছোট ধাঁধার আসর। ছোট বড় সবাই Dhadha পড়তে ভালোবাসেন। কেননা ধাঁধার মাঝে বিভিন্ন রহস্য লুকিয়ে থাকে। আর আমরা সর্বদা রহস্য ভেদ করতে পছন্দ করি। প্রতিবারের মতো এবারও আমরা মজার সব ছোট ছোট ধাঁধা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি।

মজার সব বাংলা গুগলি ধাঁধা ও উত্তর

১) গুগলি প্রশ্ন : ওপার থেকে এলো বুড়ি সাদা কাপড় পরে মহানন্দে বসল খেতে ঘাড় নেড়ে নেড়ে।

উত্তর : বক।

২) গুগলি প্রশ্ন : ডিমের কুসুম সাদা নাকি ডিমটার কুসুম সাদা ?

উত্তর : ডিমের কুসুম হলুদ

৩) গুগলি প্রশ্ন : কোন সেই জিনিস পেছনে জ্বলে যার আলো।

উত্তর : জোনাকি পোকা।

৪) গুগলি প্রশ্ন : কোন গাছে ২ টা পাতা ?

উত্তর : চারা গাছ

৫) গুগলি প্রশ্ন : দিনের বেলায় ঘুমিয়ে থাকে, রাতের বেলা জাগে, ঘর নেই বাড়ি নেই আাকাশে থাকে ?

উত্তর : চাঁদ



৬) গুগলি প্রশ্ন : তিন বর্ণের নাম আমার বিদ্যানের সাথী মাথাটা কেটে দিলে হয় মাপকাটি ?

উত্তর : কাগজ

৭) গুগলি প্রশ্ন : কোন প্রানী তার মায়ের পেটে ২ বছর থাকে ?

উত্তর : হাতি

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

৮) গুগলি প্রশ্ন :  কাগজে আছে কলমে নেই ?

উত্তর : 

৯) গুগলি প্রশ্ন : বছরে কোন জিনিস এক বার কিনি ?

উত্তর : ক্যালেন্ডার

১০) গুগলি প্রশ্ন : কোন জিনিস রাতে করি, দিনে করি না।

উত্তর : ডিনার

১১) গুগলি প্রশ্ন : চৌদ্দপুরুষ ডাকছে ‘মামা’ আমিও তাই ডাকি সকলেরই মামা তিনি নাম তার কি জানি ?

উত্তর : চাঁদ-সূর্য।

১২) গুগলি প্রশ্ন : দু’অক্ষরে নাম তার বহু লোকে খায় শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়।

উত্তর : পান।

১৩) গুগলি প্রশ্ন : কোন প্রানীর বুদ্ধি সবচেয়ে উঁচুতে ?

উত্তর : জিরাফ।

১৪) গুগলি প্রশ্ন : কোন তরকারীতে লবন লাগে না ?

উত্তর : নোনা ইলিশ

১৫) গুগলি প্রশ্ন : কোন জিনিস বউ এর ২ টা জামাই এর ৩ টা ?

উত্তর : অক্ষর

১৬) গুগলি প্রশ্ন : মধ্যখানে একটু পানি চুনকাম করা ঘর, ভেঙে গড়তে বললে গায়ে আসে জ্বর।

উত্তর : ডিম

১৭) গুগলি প্রশ্ন : পোলা কালে বস্ত্রধারী যৌবনে উলঙ্গ, বৃদ্বকালে জটাধারী, মাঝখানে সুড়ঙ্গ।

উত্তর : বাঁশ

১৮) গুগলি প্রশ্ন : এক ঘরে এক থাম, বলো তার কী নাম ?

উত্তর : ছাতা

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

১৯) গুগলি প্রশ্ন : এক আছে এক বুড়ি। চোখ তার বারো কুড়ি!

উত্তর : আনারস

২০) গুগলি প্রশ্ন : চার রূপসী চার রং মিলন হলে এক রং।

উত্তর : পান-চুন-খয়ের-সুপারী।



২১) গুগলি প্রশ্ন : আচ্ছা বলেনতো দেখি - যতটা টানে ততটা কমে। এটা কি ?

উত্তর : বিড়ি/সিগেরেট।

২২) গুগলি প্রশ্ন : আচ্ছা বলেনতো দেখি - ঢুকায় কালো , বার করে লাল - মারমার শব্দ করে। এটা কি ?

উত্তর : কামাড়/লোহা।

২৩) গুগলি প্রশ্ন : আচ্ছা বলেনতো দেখি - শুতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। এটা কি ?

উত্তর : দরজার খিল।

২৪) গুগলি প্রশ্ন : এক বৃক্ষে ফুটেছে, এক জোড়া ফুল। হীরা মানিক কভু নয়, তার সমতুল।

উত্তর : চোখ।

২৫) গুগলি প্রশ্ন : তিন অক্ষরে নাম যার, যাতে তৈরি তাতে’ই ভেসে, শেষের অক্ষর বাদ দিলে সোজা বিয়ের পিঁড়িতে বসে।

উত্তর : বরফ।



গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

Post a Comment

0 Comments