কঠিন সব ধাঁধা ও উত্তর। গুগলি ধাঁধা। বাংলা ধাঁধা। মজার সব ধাঁধা

ধাঁধা এমন এক জিনিস যা আপনার মাথা ঘুরিয়ে দিবে। Dhadha শুনে মনে হবে, উত্তরটা বোধহয় জানা আছে কিন্তু মনে নেই। আপনারা যারা Dhadha পড়তে ও অন্যকে ধাঁধার মাধ্যমে প্যাঁচে ফেলতে ভালোবাসেন, তাদের জন্যে আজকে আবারও নিয়ে আসলাম কঠিন সব ধাঁধা। মজার মজার সব কঠিন গুগলি ধাঁধা জানুন আজকের এই আর্টিকেলে।

কঠিন সব ধাঁধা ও উত্তর। গুগলি ধাঁধা। বাংলা ধাঁধা। মজার সব ধাঁধা

ছোট বড় সবাই Dhadha পড়তে ভালোবাসেন। কেননা ধাঁধার মাঝে বিভিন্ন রহস্য লুকিয়ে থাকে। আর আমরা সর্বদা রহস্য ভেদ করতে পছন্দ করি। প্রতিবারের মতো এবারও আমরা মজার সব ছোট ছোট ধাঁধা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি।

কঠিন সব ধাঁধা ও উত্তর। গুগলি ধাঁধা।

গুগলি : কোন জিনিসের নাম নিলেই সেটি ভেঙ্গে যায়?

উত্তর : নীরবতা। 


গুগলি : কোন তাল গাছে ধরে না?

উত্তর : হরতাল। 


গুগলি : কোন জিনিস একবার খেলে আর খেতে চান না, আপনাকে না জানিয়ে খাওয়ানো হয়। 

উত্তর : ধোকা। 


গুগলি : কোন জিনিস অবিবাহিতদের ৫ টি এবং বিবাহিতদের ৪ টি?

উত্তর : অক্ষার (অবিবাতিদের ৫ টি এবং বিবাহিতদের ৪টি আক্ষার আছে)


গুগলি : কোন গ্রামে মানুষ নেই?

উত্তর : টেলিগ্রাম। 



গুগলি : কার মাথা আছে, কিন্তু বুদ্ধি নেই?

উত্তর : ছাতা। 


গুগলি : কী শুধু ওপরে যায় কিন্তু নিচে নামে না?

উত্তর : তোমার বয়স। 


গুগলি : কোন দুটি সংখ্যা একসাথে থাকলেই গন্ডগোল হয়ে যায়?

উত্তর : নয়-ছয়। 


গুগলি : কি নামতে পারে, কিন্তু উঠতে পারে না?

উত্তর : বৃষ্টি। 


গুগলি : কোন উল গান জানে?

উত্তর : বাউল। 


গুগলি : কোন টিয়া ডকে না?

উত্তর : খাটিয়া। 


গুগলি : কী সেটা, যা পালকের থেকেও হালকা কিন্তু বড়ো বড়ো পালোয়ানও যা বেশিক্ষণ ধরে রাখতে পারে না। 

উত্তর : নিঃশ্বাস। 


গুগলি : দশ দিন না ঘুমিয়ে থাকবেন কীকরে?

উত্তর : রাতে ঘুমিয়ে নেবেন। 


গুগলি : রোজ সকালে কার তেকে মাথা উঠে যায়, কিন্তু রাতে আবার ফিরে আসে?

উত্তর : বালিশ। 


গুগলি : সে দেয় সে জানে! সে নেয় সে জানে না!! যে জানে সে নেয় না। 

উত্তর : জ্ঞান। 




গুগলি : একজন সাঁতারু ডুব সাঁতার কাটলো, টিৎ সাঁতার কাটলো, কিন্তু তার চুল ভিজলো না, কীকরে?

উত্তর : তার মাথায় চুল ছিল না। 


গুগলি : ১ কেজি সোনা আর ১ কেজি তুলোর মধ্যে কোনটা বেশি ভারী?

উত্তর : দুটোই সমান, করণ দুটোই ১ কেজি। 


গুগলি : কার হাত আছে কিন্তু তালি দিতে পারে না। 

উত্তর : ঘড়ি। 

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

গুগলি : কোন চিল উড়ে না?

উত্তর : পাঁচিল। 


গুগলি : আমি কাটার জন্যই রাখি, কিন্তু কেউ ছিড়ে দিলে ভীষন রাগি। 

উত্তর : মাথার চুল। 


গুগলি : সমুদ্রে জন্ম আমার থাকি লোকের ঘরে, একটু জলের স্পর্শ পেলে যাউ আমি মরে। 

উত্তর : লবন। 


গুগলি : আমরা ২জন একই মায়ের সন্তান। তবে যাকে আমি ভাই বলি সে আমাকে ভাই বলে না। 

উত্তর : দিদি বলে। 


গুগলি : বৃদ্ধ বরফকে আপনি কী বলবেন?

উত্তর : জল। 



গুগলি : ৭- এর আগে ৬ কে কেন থাকতেই হয়?

উত্তর : নাহলে সবাই সাত-পাঁচ ভাবতে থাকে। 


গুগলি : কোন মাসে আঠাশ দিন আছে?

উত্তর : সব মাসে। 


গুগলি : কোন দুটি সংখ্যা একসাথে থাকলে বড্ডো বেশি চিন্তা করে?

উত্তর : সাত-সতেরো। 


গুগলি : কোন দিনটা খুব কাছে কিন্তু কোনোদিন এসে পৌঁছায় না। 

উত্তর : আগামীকাল। 


গুগলি : কোন ডিম একেবারেই পুষ্টিকর নয়?

উত্তর : ঘোড়ার ডিম। 


গুগলি : কোথায় নদী আছে, জল নেই, পাহাড় আছে, পাথর নেই, শহর আছে, মানুষ নেই?

উত্তর : মানচিত্রে। 


গুগলি : কত’র মধ্যে কত বাদ দিলে কী থাকবে?

উত্তর : র। 


গুগলি : কোন টেবিলে পা নেই। 

উত্তর : টাইম টেবিল। 


গুগলি : কার দুটো হাত আছে, একটা গোল্লা মুখ আছে, সব সময় ছুটে চলে, তাও এক পা নড়ে না?

উত্তর : ঘড়ি।


গুগলি : কোন হাস ডিম পারে না?

উত্তর : ইতিহাস। 


গুগলি : কোন চুড়ি খাওয়া যায়?

উত্তর : খিচুড়ি। 



গুগলি : কার নাম বললেই তা ভেঙে যায়?

উত্তর : নিস্তব্ধতা। 


গুগলি : লম্বা ১টা দেহ তার, মাথায় রয়েছে টিকি, টিকিতে আগুন লাগালে দেহের হয় ক্ষতি। 

উত্তর : মোমবাতি। 


গুগলি : কোন চা রান্না করে খেতে হয়?

উত্তর : মোচা। 


গুগলি : কী যা আপনার হলেও অন্য লোকেই বেশি ব্যবহার করে? 

উত্তর : আপনার নাম। 


গুগলি : কোন দেশে মাটি নেই?

উত্তর : স্বন্দেশ। 


গুগলি : রাজুর বাবার চার ছেলে - রাম, শ্যাম, যদু, আর চতুর্থজন কে?

উত্তর : রাজু। 


গুগলি : নয়ের ডানপাশে নয় না বসিয়ে কিকরে নিরানব্বই করবেন?

উত্তর : বাঁ পাশে বসিয়ে। 


গুগলি : কোন গান গাওয়া যায় না। 

উত্তর : বাগান। 



গুগলি : কী যা শহরের মধ্যে দিয়ে যায়, পাহাড়ের মধ্যে দিয়ে যায়, জঙ্গলের মধ্যে দিয়েও যায়, কিন্তু নড়তে পারে না?

উত্তর : রাস্তা। 

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

Post a Comment

0 Comments