কিভাবে একজন ”ফ্রেন্ডকে” আনফ্রেন্ড না করেই ফলো করা বন্ধ করবেন

আমাদের অনেক ফ্রেন্ড আছে যাদের পোস্ট অনেক সময় আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাদের হয়তো বলতেও পারছেন না যে তার পোস্ট গুলোতে আপনার বিরক্ত লাগছে সেই ক্ষেত্রে তাকে হয়তো আনফ্রেন্ড করার কথা ভাবছেন। তবে ফেসবুকের নতুন ফিচার আপনাকে এই সমস্যার হাত থেকে রক্ষা করবে। নিচে সম্পূর্ণ পদ্ধতিটি অনুসরণ করুন।

Unfriend না করে তাকে Unfollow করে রাখুন

প্রথমে আপনাকে যা করতে হবে তা হলো আপনার সেই বন্ধুটির প্রোফাইলে গিয়ে ফ্রেন্ডস অপশনে ক্লিক করুন। 

ক্লিক করার পর অনেকগুলা অপশন আসবে তারপর সবার উপরে Unfollow নামের ক্লিক করে Unfollow করে দিন। এতেই আপনার কাজ হয়ে যাবে এবং আপনার সেই বন্ধুর বিরক্তিকর পোস্ট আর আপনার টাইমলাইনে আসবেনা।


facebook tips



আবার যদি আপনার কোন স্পেশাল মানুষ থেকে থাকে তাহলে আপনি ঠিক সেইম পদ্ধতি অনুসরণ করে follow অপশন চালু করতে পারবেন।

facebook tips

আশা করি বুজতে পারছেন। এভাবে খুব সহজে কাউকে Unfriend না করে তাকে Unfollow করে রাখুন।

Post a Comment

0 Comments