গুগল এডসেন্স থেকে টাকা তোলার উপায় ও ব্যাংক একাউন্ট যুক্ত করার নিয়ম

গুগল অ্যাডসেন্স থেকে টাকা তোলার উপায় বা পদ্ধতি কী? বাংলাদেশের জন্য কোন পেমেন্ট মেথড, ব্যাংক বা মোবাইল ব্যাংক ব্যবহার করা যায় এবং কোনটি সবচেয়ে ভালো। আপনি কিভাবে গুগল এডসেন্স থেকে টাকা উঠাবেন। কিভাবে গুগল এডসেন্সে আপনার ব্যাংক একাউন্ট এড করবেন তা নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা।

গুগল এডসেন্স থেকে টাকা তোলার উপায় ও ব্যাংক একাউন্ট যুক্ত করার নিয়ম।

নতুন যারা ব্লগিং বা ইউটিউবিং করে টাকা আয় করতে চান, গুগল অ্যাডসেন্স (Google AbSence) তাদের জন্য সবচেয়ে ভাল উপায়। কেননা, বাংলাদেশের প্রেক্ষাপটে গুগল অ্যাডসেন্স এ এপ্রুভাল পাওয়া ও এর থেকে টাকা তোলা বা আনা বেশ সহজ। অনলাইন থেকে উপার্জিত টাকা তোলা বাংলাদেশীদের জন্য বরাবরই ঝামেলার। কিন্তু, অ্যাডসেন্স থেকে টাকা আনা তেমন ঝামেলা নেই, কারন এর পেমেন্ট মেথডগুলো খুবই সিম্পল। গুগল অ্যাডসেন্স থেকে টাকা তোলার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ব্যাংক একাউন্ট। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি আপনার ব্যাংক একাউন্ট আপনার এডসেন্স এর সাথে সংযুক্ত করবেন। 



ব্যাংক অ্যাকাউন্ট :

Swift code আছে অর্থাৎ অনলাইন ব্যাংকিং সাপোর্ট করে এমন একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকেলে, এটি ব্যবহার করে আপনি টাকা আনতে পারবেন। সুতরাং, নিশ্চিত হয়ে নিন Swift code আছে কিনা বা থাকলে সেটা কী। 

আপনার ব্যাংক আকউন্টটি গুগল অ্যাডসেন্স এর পেমেন্ট মেথড হিসেবে যোগ করতে যা যা লাগবে-

  • Bank Account Holder Name,
  • Bank Name, 
  • Bank Account Number, 
  • BIC (Bank Identifier Code (BIC) The SWIFT-BIC

গুগল অ্যাডসেন্স পেমেন্ট মেথেডে ব্যাংক একাউন্ট যোগ করার উপায়

ধাপ - ১ : অ্যাডসেন্স একউন্টে লগইন করুন।

ধাপ - ২ : পেমেন্ট ("Payments") ক্লিক করুন, তারপর পেমেন্ট ইনফো ("Payment info" ) তে ক্লিক করুন।

গুগল অ্যাডসেন্স থেকে টাকা তোলার উপায়


ধাপ - ৩ : এবার "অ্যাড পেমেন্ট মেথড" ("+ Add Payment Method") বা ম্যানেজ পেমেন্ট মেথড ক্লিক করুন। তারপর, ব্যাংক একউন্ট বা মোবাইল ব্যাংকিং এ টাকা আনেতে "Add new wire transfer details"। চেক এর মাধ্যমে টাকা আনতে অ্যাড নিউ চেক ডিটেলস "Add new Check Details" এ ক্লিক করুন। যেহেতু আমরা গুগল অ্যাডসেন্সের পেমেন্ট মেথডে ব্যাংক একাউন্ট যোগ করবো তাই প্রথমটি সিলেক্ট করে Save বাটনে ক্লিক করুন।

গুগল অ্যাডসেন্স থেকে টাকা তোলার উপায়

ধাপ - ৪ : এরপর, নিচের ইমেজটির মতো করে ফর্ম পূরণ করুন। এই ধাপে আপনার ব্যাংক একাউন্টের ডিটেইলস যোগ করুন।

  • Beneficiary Id (optional): এটা পূরণ করতে হবে না।
  • Name on bank account: ব্যাংক একাউন্টে যে নাম আছে সেই নামটা দিয়েন।
  • Bank Name: ব্যাংকের নাম।
  • SWIFT-BIC: আপনার ব্যাংকের সুইফট কোড।
  • Account number: ব্যাংক একাউন্ট নাম্বার।
  • Re-type Account number: পুনরায় ব্যাংক একাউন্ট নাম্বার।
  • Set as primary payment method: এটা সিলেক্ট করে দিন প্রাইমারি পেমেন্ট মেথড যোগ করতে পারেন। best blogs

"SAVE" করে দিলে আপনার কাজ শেষ। এখন ১০০ ডলার পূর্ণ হলে আপনার একাউন্টে একটি নির্দিষ্ট সময়ে টাকা চলে আসবে।

গুগল অ্যাডসেন্স থেকে টাকা তোলার উপায়

গুগল অ্যাডসেন্সের কিছু টার্মস আছে, যেগুলি পূরণ করলে আপনি টাকা তুলতে পারবেন, অন্যথায় টাকা আপনার গুগল ব্যালেন্সে জমা থাকবে এবং টাকা তোলার পূর্বশর্তগুলো পূরণ করলে সেটা আপনাকে পাঠিয়ে দিবে।



অ্যাডসেন্স থেকে টাকা তোলার পূর্বশর্ত :

ডলার জমা হলেই যে আনা যাবে এমন নয়। টাকা আনতে হলে কিছু শর্তপূরণ করতে হবে। যেমন :

১. আপনি যে মাসে ১০০ ডলার রেভিনিঊ করতে পারবেন, তার পরের মাসে ২১-২৬ তারিখের মধ্যে টাকা পাঠাবে। 

২. কোন মাসে ১০০ ডলার উপার্জন না করতে পারলে সেটা balance এ থাকবে, ও পরবর্তী মাসের সাথে যোগ হয়ে যাবে। 

৩. টাকা পাঠানোর পরে গুগল মেইল দিয়ে, আপনাকে জানিয়ে দিবে। তবে টাকা কবে পাবেন সেটা পেমেন্ট মাধ্যম ও পেমেন্ট হোস্ট (যেমন ব্যাংক) এর উপরে নির্ভর করবে।

আপনার আয় ১০০ ডলার ($100) হয়ে গেলে আপনি টাকা তোলার জন্য যে অ্যাকাউন্টটি দিবেন সেটাতে টাকা চলে আসবে। আশা করি বুঝতে পারছেন, এডসেন্স ও ব্লগিং সম্পর্কিত যেকোন পোস্ট সবার আগে জানতে আমাদের সাথে থাকুন।

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে গুগল নিউজ ফলো করে আমাদের সাথে থাকুন।  

Post a Comment

0 Comments