বিভিন্ন কারণে আমরা আমাদের পাসওয়ার্ড পরিবর্তন করি। যারা মোবাইলের মাধ্যমে ফেসবুক ব্যবহার করেন, কিন্তু জানেন না যে কিভাবে ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়, তাদের জন্য আজকের এই পোস্টটি।
মোবাইল থেকে ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তনের নিয়ম :
ধাপ - ১ : প্রথমে আপনি আপনার স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করে উপরের ডান পাশের থ্রি ডট মেন্যুতে ট্যাপ করে নিচের দিকে স্ক্রল করুন এখন Security & Privacy তে ট্যাপ করে, Settings এ ক্লিক করুন করুন
ধাপ - ৩ : এখন পাসওয়ার্ড পরিবর্তন করতে Change Password এ ক্লিক করুন
ধাপ - ৪ : আপনার বর্তমান ফেসবুক পাসওয়ার্ড প্রদান করুন, নতুন পাসওয়ার্ড লিখুন ও আবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে Update Password এ ট্যাপ করুন।
0 Comments
post a comment
Emoji