মোবাইল দিয়ে ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম

বিভিন্ন কারণে আমরা আমাদের পাসওয়ার্ড পরিবর্তন করি। যারা মোবাইলের মাধ্যমে ফেসবুক ব্যবহার করেন, কিন্তু জানেন না যে কিভাবে ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়, তাদের জন্য আজকের এই পোস্টটি।

ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম

মোবাইল থেকে ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তনের নিয়ম :

ধাপ - ১ : প্রথমে আপনি আপনার স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করে উপরের ডান পাশের থ্রি ডট মেন্যুতে ট্যাপ করে নিচের দিকে স্ক্রল করুন এখন Security & Privacy তে ট্যাপ করে, Settings এ ক্লিক করুন করুন

ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম



ধাপ - ২ : Security & login অপশনে ক্লিক করুন

ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম

ধাপ - ৩ : এখন পাসওয়ার্ড পরিবর্তন করতে Change Password এ ক্লিক করুন

How to change Facebook password



ধাপ - ৪ : আপনার বর্তমান ফেসবুক পাসওয়ার্ড প্রদান করুন, নতুন পাসওয়ার্ড লিখুন ও আবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে Update Password এ ট্যাপ করুন।

How to change Facebook password

এভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন। যারা কম্পিউটার দিয়ে ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করতে চান তারা নিচের দেওয়া লিংকে ক্লিক করে জেনে নিন।

Post a Comment

0 Comments