রকেট অ্যাপ ডাউনলোড : রকেট একাউন্ট একটিভ করার নিয়ম
প্রথমে গুগল প্লে স্টোর অথবা নিচের দেওয়া লিংকে ক্লিক করে রকেট অ্যাপটি ডাউনলোড করে নিন এবং পরবর্তী নির্দেশন অনুসরণ করুন। how to activate rocket account, রকেট একাউন্ট খোলার নিয়ম
অ্যাপ ব্যবহার করে রকেট অ্যাকাউন্ট খোলার নিয়ম :
- রকেট অ্যাপ ইন্সটল করে ওপেন করুন ও ভাষা সিলেক্ট করুন
- এখন আপনার মোবাইল নাম্বার দিয়ে Next চাপুন
- এরপর আপনার ফোন নাম্বারের অপারেটর সিলেক্ট করে Next চাপুন
- এরপর আপনার মোবাইলে একটি কল আসবে যেখানে আপনার রকেট একাউন্ট এর পিন সেট করতে বলা হবে। কলে থাকা অবস্থায় পিন এর ডিজিটগুলো চাপুন। (উল্লেখ্য যে এই পিন লগিন এর সময় কাজে লাগবে, তাই এটি মনে রাখবেন)
- পিন সেট করার পর ৬ ডিজিটের একটি ওটিপি আসবে রকেট অ্যাপে ফিরে গিয়ে Go to Verification Step সিলেক্ট করুন
- এরপর প্রদর্শিত পেজে আপনার রকেট একাউন্ট এর মোবাইল নাম্বার, এসএমএস এর মাধ্যমে পাওয়া সিকিউরিটি কোড ও রকেট এর পিন প্রদান করুন ও Verify চাপুন
- এরপর আপনাকে রকেট একাউন্টের লগইন পেজ দেখানো হবে যেখানে ফোন নাম্বার ও পিন দিয়ে লগিন করতে পারবেন
এভাবে খুব সহজে আপনি রকেট একাউন্ট এর প্রাথমিক অবস্থা সম্পন্ন করার পর এবার আপনাকে রকেট একাউন্ট এর KYC আপডেট করতে হবে রকেট অ্যাপ থেকেই। উল্লেখ্য যে, KYC আপডেট না করলে রকেট একাউন্ট একটিভ হবে না, মানে রকেট একাউন্টের সুবিধা ভোগ করতে পারবেন না। toki unlimited
রকেট একাউন্ট এর KYC আপডেট করার নিয়মঃ
- রকেট অ্যাপে প্রবেশ করে UPDATE YOUR KYC লেখায় ক্লিক করুন
- শর্তাবলী পেইজ প্রদর্শিত হলে Agree চাপুন
- নির্দেশাবলী প্রদর্শিত হলে Next চাপুন
- এরপর Front ও Back Side এনআইডি কার্ডের ছবি তুলুন
- ছবি তুলার পর এনআইডি কার্ড থেকে প্রাপ্ত সকল তথ্য প্রদর্শিত হলে সেসব সঠিক আছে কিনা যাচাই করে Next চাপুন
- এখন পরবর্তী ধাপে আপনি আপনার ব্যক্তিগত তথ্য দিন যেমন : Gender সিলেক্ট করুন, আপনি Married নাকি Unmarried, আপনি কোন ধর্মের, আপনার পেশা কি ইত্যাদি।
- এরপর আপনার সেলফি তুলতে বলা হলে সেলফি তুলুন (ছবি তোলার ক্ষেত্রে বেশ কয়েকবার চোখ খুললে আর বন্ধ করলে আপনাআপনি ছবি উঠে যাবে ও এরপর Next চাপুন)
উল্লিখিত সকল তথ্য প্রদান করা হয়ে গেলে কয়েক মিনিটের মধ্যে আপনার রকেট একাউন্ট খুলে যাবে। রকেট একাউন্ট এর হোম পেজ এ গেলে আপনার রকেট একাউন্ট খোলার বোনাস ব্যালেন্সে দেখতে পাবেন। তো আশা করি বুজতে পেরেছেন, এভাবে খুব সহজে আপনি আপনার রকেট একাউন্ট খুলতে পারবেন।
রকেট একাউন্ট এর কিছু উল্লেখযোগ্য সুবিধাসমুহ হলো :
- ক্যাশ ইন : টাকা ডিপোজিট এর মাধ্যমে নিরাপদে টাকা জমা করা
- ক্যাশ আউট : যেকোনো এজেন্ট পয়েন্ট থেকে টাকা তোলা
- এটিএম উইথড্রয়াল : এটিএম বুথ থেকেও টাকা তোলা যাবে
- মোবাইল টপ-আপ : মোবাইলে রিচার্জ করা যায়
- সেন্ড মানি : রকেট ব্যবহারকারী একে অপরকে টাকা পাঠাতে পারবে
- ব্যাংক টু রকেট : থাকছে ব্যাংক থেকে রকেটে টাকা আনার সুবিধা
- বিল পেমেন্ট : বিদ্যুৎ, গ্যাসসহ অসংখ্য ক্ষেত্রে বিল প্রদান করা যাবে রকেটে
- মার্চেন্ট পেমেন্ট : দেশব্যাপী ছড়িয়ে থাকা মার্চেন্ট পয়েন্টে শপিং করা যাবে রকেটের মাধ্যমেই
রকেট একাউন্ট সেন্ড মানি চার্জ :
রকেট একাউন্টে সেন্ড মানি করার ক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য নয়। অর্থাৎ সম্পূর্ণ বিনামুল্যেই সেন্ড মানি করা যাবে এক রকেট একাউন্ট থেকে রকেট একাউন্টে।
রকেট একাউন্ট ক্যাশ আউট চার্জ :
রকেট এজেন্ট এর কাছ থেকে ক্যাশ আউট এর ক্ষেত্রে ১.৮ শতাংশ হারে চার্জ প্রযোজ্য হবে। অর্থাৎ প্রতি এক হাজার টাকায় ১৮ টাকা চার্জ কাটা হবে রকেট এজেন্ট এর কাছ থেকে ক্যাশ আউট এর ক্ষেত্রে। আবার ডিবিবিএল শাখা বা ডিবিবিএল এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে ০.৯ শতাংশ হারে চার্জ প্রযোজ্য হবে। অর্থাৎ প্রতি এক হাজার টাকায় ৯ টাকা ক্যাশ আউট চার্জ কাটবে ডিবিবিএল শাখা বা ডিবিবিএল এটিএম থেকে রকেট ক্যাশ আউট এর ক্ষেত্রে। Rocket Balance check, Rocket Mobile Banking app
রকেট একাউন্ট এর ব্যালেন্স দেখার নিয়ম :
রকেট মোবাইল ব্যাংকিং মেনু ব্যবহার করে রকেট একাউন্ট এর ব্যালেন্স দেখা যাবে। এছাড়াও অ্যাপ থেকে রকেট একাউন্ট চেক করার সুবিধা তো রয়েছেই। রকেট একাউন্ট দেখতেঃ
- *322# ডায়াল করুন
- Balance অপশনে যেতে 5 লিখে রিপ্লাই করুন
- এরপর আপনার রকেট একাউন্ট এর পিন লিখুন
- সঠিক পিন এন্টার করে থাকলে একাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন।
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji