যদি আপনার ফোনে অপ্রয়োজনীয় অতিরিক্ত কল আসে তাহলে কি করবেন। প্রশ্নের পাল্টা জবাবে হয়তো অনেকে বলবেন সিম বন্ধ করে রাখলে তো হয়। কিন্তু সিমটা যদি আপনার প্রয়োজনীয় হয়, যেমন - বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে থাকেন বা অন্যকিছু, তখন কি করবেন। কি, ভাবছেন ? ভাবতে হবে না এর সমাধান আমি আজকে আপনাদের দিয়ে দিচ্ছি, এখন থেকে আপনার সিম চালু থাকলেও কেউ আপনার সিমে ফোন করতে পারবেন না। অর্থাৎ আপনি আপনার সিম দিয়ে সবকিছুই পূর্বের ন্যায় ব্যবহার করতে পারবেন শুধুমাত্র কেউ আপনাকে কল দিতে পারবে না। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে সিম চালু রেখেও মোবাইলে কল আসা বন্ধ করবেন।
প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে চলে আসুন। এখন ডায়াল করুন *21*010#। ডায়াল করার পর আপনার মোবাইলে কল ফরওয়ার্ড নামের একটি সেবা চালু হয়ে যাবে। আর এর ফলে কেউ আপনাকে ফোন করতে পারবে না, ফোন করলে বন্ধ দেখাবে। কিন্তু আপনি সবাইকে কল করতে পারবেন।
এখন কথা হচ্ছে সেবাটি চালু তো করলাম, বন্ধ করব কিভাবে। প্যারা নেওয়ার কিছু নেই, এটাও দেখিয়ে দিচ্ছি। নিচের দেওয়া কোডটি ডায়াল করলে চালু হওয়া কল ফরওয়ার্ড সেবাটি বন্ধ হয়ে যাবে এবং যেকেউ আপনাকে কল করতে পারবে। কল ফরোয়ার্ড বন্ধ করতে ডায়াল করুন ##২১#।
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji