এসো ব্লগিং শিখি - Eso Blogging Shikhi Pdf - By - Md Billal Hossain ব্লগিং শিখার সেরা একটি বই

দিন যত যাচ্ছে ব্লগিং এর চাহিদা তত বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে ব্লগারদের সংখ্যা। যারা নতুন ব্লগিং শিখতে ইচ্ছুক কিন্তু কিভাবে ব্লগিং শিখবেন তার সমাধান খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমি নিয়ে এসেছি “এসো ব্লগিং শিখি” ছোট্ট একটি বই। Toki Unlimited এর পক্ষ থেকে এসো ব্লগিং শিখি” বইটি নতুদের জন্য আমার দেওয়া ছোট্ট একটি উপহার। এই বইটি পড়ে আপনি খুব সহজে একটি ব্লগ সাইট তৈরী করে নিতে পারবেন, ব্লগিং সম্পর্কিত সকল বিষয়াদি খুব সহজ জানতে পারবেন এবং সেই সাথে ব্লগিং এ অল্প দিনে পারদর্শী হয়ে উঠবেন বলে আমি মনে করি।

Eso blogging shikhi - এসো ব্লগিং শিখি

এই বইটিতে আপনি যে সমস্ত বিষয় জানতে পারবেন :

  • ব্লগ তৈরী করার সম্পূর্ণ নিয়ম
  • ব্লগার ড্যাশবোর্ড এর খুঁটিনাটি সকল তথ্য
  • গুগল সার্চ কনসোল একাউন্ট তৈরী করা থেকে শুরু করে ড্যাশবোর্ড এর সকল তথ্য 
  • গুগল এনালিটিক্স একাউন্ট তৈরী করার পদ্ধতি
  • গুগল নিউজ পাবলিশার একাউন্ট তৈরী করার সম্পূর্ণ প্রসেস
  • গুগল এডসেন্স অ্যাকাউন্ট তৈরী করার নিয়ম
  • Advanved ব্লগিং ট্রিকস সহ ব্লগিং এর সকল বিস্তারিত তথ্য



বইটি সম্পূর্ণ ফ্রি। নিজে বইটি পড়ুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। বইয়ের কোন অংশ পরিবর্তন বা বিকৃতি করা থেকে বিরত থাকুন। বইটি সম্পর্কে আপনাদের যেকোন মতামত চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। বইটি পাসওয়ার্ড দ্বারা সংরক্ষিত, পাসওয়ার্ডটি হচ্ছে (tokiunlimited.com)



বইয়ের নাম - ‘এসো ব্লগিং শিখি’ (মোঃ বিল্লাল হোসেন)

সর্বশেষ সংস্করণ - ফেব্রুয়ারি ২০২৪

বইটি সম্পূর্ণ ফ্রি

ভার্সন - ২.২৪ (পরবর্তী আপডেটে আরো নতুন নতুন তথ্য সংযোজন করা হবে)

বইটি ডাউনলোড করতে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন।



This Timer Code

Toki Unlimited
File Type: এসো ব্লগিং শিখি (মোঃ বিল্লাল হোসেন)
If Download Does Not Start Then Inform Us On Contact Us Page Of This Blog


মানুষ মাত্রই ভুল, যদি বইয়ে আমার লেখায় কোন ভুল হয়ে থাকে তাহলে তা ক্ষমাদৃষ্টিতে দেখবেন। ভুল সংশোধনের ক্ষেত্রে আমাকে মেইল করুন। ব্লগিং সম্পর্কিত যেকোন তথ্য জানতে আমাদের সাথে থাকুন্

-------------------------------------

আজকে এই পর্যন্ত । দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পোস্টে । সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন । যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ] 

Post a Comment

1 Comments

Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.