যারা ব্লগারের মাধ্যমে ব্লগ সাইট তৈরী করতে চাচ্ছেন কিন্তু কিভাবে তৈরী করতে হয় সেটা জানেন না, তাহলে আজকের এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। আজকের এই আর্টিকেল এর মাধ্যমে খুব সহজে জানতে পারবেন ব্লগ তৈরীর সম্পূর্ণ পদ্ধতি। তো চলুন জেনে নেওয়া যাক।
ধাপ - ০২ : সাইন আপ সম্পন্ন হলে আপনার সামনে ঠিক নিচের মতো একটি পেইজ ওপেন হবে। আপনি কি নামে আপনার ব্লগ সাইট খুলতে চাচ্ছেন (এসো ব্লগিং শিখি - Toki Unlimited) তা দিয়ে Next বাটনে ক্লিক করে দিন।
ধাপ - ০৩
: এখন
এখানে আপনি আপনার এড্রেসটি অর্থাৎ ডোমেইন নামটি দিয়ে Next বাটনে ক্লিক করে দিন। (সর্বদা
সহজ ও ছোট নাম বাছাই করার চেষ্টা করবেন।)
ধাপ - ০৪ : এখানে আবারও আপনি আপনার ব্লগের নামটি পুনরায় দিয়ে দিন ও Finish বাটনে ক্লিক করুন।
ধাপ
- ০৫ : Finish বাটনে ক্লিক করার
সাথে সাথে প্রাথমিক ভাবে একটি ব্লগ সাইট ওপেন হয়ে যাবে। আশা করি বুজতে
পারছেন। এভাবে খুব সহজে ব্লগার/ব্লগস্পট সাইটের মাধ্যমে আপনি আপনার ব্লগ সাইট তৈরী করে নিতে পারবেন।
0 Comments
post a comment
Emoji