যখন আমরা কোন ছবি তুলি তখন আমাদের অনেক ছবিতে অপ্রয়োজনীয় জিনিস চলে আসে। যার জন্যে ছবিটি দেখতে মোটেও ভালো লাগে না। আবার এমন কিছু ছবিতে এমন কিছু লোক থাকে যাদের জন্যে সম্পূর্ণ ছবিটি নষ্ট হয়ে যায়। আজকে আমি এমন একটি ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনার তোলা ছবি থেকে অপ্রয়োজনীয় যেকোন জিনিস এক ক্লিকে খুব সহজে মুছে ফেলতে পারবেন।
ছবি তোলার পর যদি দেখেন আপনার কাঙ্খিত ছবির সাথে অন্যকিছু উঠে গেছে যা আপনার ছবির সৌন্দর্যকে নষ্ট করে, তাহলে আপনি কি করবেন, হয়তো অনেকে ছবিটি ডিলিট করে দিবেন। কিন্তু আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে এমন একটি ট্রিকস শেয়ার করতে যাচ্ছি যা জানলে ছবি ডিলিট করতে হবে না বরং ছবি থেকে অপ্রয়োজনীয় সকল কিছু সহজে রিমুভ করে নিতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক।
ধাপ - ০১ : প্রথমে আপনি magicstudio.com লিংকে ক্লিক করে magiceraser ওয়েবসাইটটিতে চলে আসুন।তারপর Upload Picture বাটনে ক্লিক করে যে ছবিটির অপ্রয়োজনীয় জায়গা মুছে ফেলতে সেই ছবিটি আপনি আপনার ডিভাইস থেকে সিলেক্ট করুন।
ধাপ - ০৫ : ডাউনলোড না করে স্কিনশট নেওয়া ছবি। প্রয়োজন অনুসারে এভাবেও নিতে পারেন। মোটামুটি অনেকটাই ক্লিয়ার।
আশা করি বুজতে পারছেন। এভাবে খুব সহজে আপনি এই সাইটের মাধ্যমে আপনার ছবি থেকে অপ্রয়োজনীয় যেকোন বস্তু অনায়াসে রিমুভ করে নিতে পারবেন। এরমক প্রয়োজনীয় যেকোন টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন।
0 Comments
post a comment
Emoji