ফেসবুক গ্রুপের সেরা নাম - গ্রুপের নামের তালিকা - Best group names on facebook

যারা ফেসবুক গ্রুপ তৈরী করতে চাচ্ছেন কিন্তু গ্রুপের জন্যে কি নাম দিবেন, তা খুঁজে পাচ্ছেন না, তাহলে আজকের এই পোস্টটি শুধুমাত্র তাদের জন্য। আজকে আমি অনেকগুলা ফেসবুক গ্রুপের নাম শেয়ার করব, যা আপনার গ্রুপ তৈরীর ক্ষেত্রে একধাপ এগিয়ে নিয়ে যাবে। তো চলুন জেনে নেওয়া যাক।

Best group names on facebook

ফেসবুক গ্রুপ তৈরীতে আমাদের দেওয়া নামগুলা ব্যবহার করতে পারেন। এতে করে আপনাকে আর কষ্ট করে নাম খুঁজতে হবে না না। এখানে দেওয়া প্রত্যেকটি নাম খুবই জনপ্রিয়, তাই আপনার ফেসবুক গ্রুপ তৈরীতে এইসব নামকে কাজে লাগাতে পারেন।

ফেসবুক রোমান্টিক গ্রুপের নাম : যদি আপনি ফেসবুক গ্রুপে রোমান্টিক, প্রেম - ভালোবাসার স্টোরি বা স্ট্যাটাস শেয়ার করতে চান তাহলে নিচের দেওয়া নামগুলা ব্যবহার করতে পারেন।

  1. প্রিয়তা
  2. সবুজ গালিচা
  3. তুমি আর আমি
  4. রাজা রাণীর প্রেম
  5. মায়ার বন্ধন
  6. অসমাপ্ত ভালোবাসা
  7. সত্যিকারের ভালোবাসা,
  8. আমি শুধু চেয়েছি তোমায়
  9. হৃদয়ের বন্ধু
  10. হারিয়ে যাওয়া ভালোবাসা
  11. অপেক্ষার প্রহর
  12. অবুজ পাখি
  13. গল্পটা ভালোবাসার
  14. মায়াবী হাসি
  15. ভালোবাসার চিরকুট
  16. ভালোবাসা মানুষকে কাদায়
  17. চিরকুট
  18. বন্ধুত্বের বন্ধন
  19. তুমি কি আমার হবে
  20. অদৃশ্য মায়া
  21. ছেলে vs মেয়ে
  22. স্মৃতির ভালোবাসা
  23. ভালোবাসার ক্যানভাস
  24. সীমাহীন ভালোবাসা


  25. ভালোবাসা এক্সপ্রেস
  26. গোধূলির শেষ সীমানায়
  27. পথের শেষে
  28. আই লাভ ইউ
  29. না বলা কিছু কথা
  30. চোখের জল
  31. মায়া জাল
  32. কষ্টের জীবন
  33. মেয়েদের ভালোবাসা
  34. পুরানো সেই চিঠি
  35. ভোরের পাখি
  36. ছেলেদের জীবন
  37. চাঁদের আলোয়
ফানি গ্রুপ নাম : বর্তমান সময়ে ফেসবুকে ফানি গ্রুপের চাহিদা অনেক, যদি আপনি ফানি গ্রুপ বানাতে চান তাহলে নিচের দেওয়া নামগুলা ব্যবহার করতে পারেন। 

  1. আজাইরা ফানি পোস্ট
  2. বিতলামি
  3. দূর যা
  4. চুপ
  5. বন্ধু ৪২০
  6. ফানি সোসাইটি
  7. কাইশ্যা
  8. আরে ওরা কারা
  9. হারামী-৪২০
  10. তুই চুপ থাক
  11. সার্কাস
  12. চাপা কমাই মার
  13. আঁই মানে আমি
  14. কি মামা, আছেন নাকি
  15. মজা মাস্তি
  16. মজা লস?
  17. ফান এক্সপ্রেস
  18. বন্ধু মানে বল্টু


ইসলামিক গ্রুপের নাম : ইসলামিক গ্রুপগুলো ফেসবুকে ব্যাপক জনপ্রিয়। নিচে কয়েকটি ইসলামিক গ্রুপের নাম দেওয়া হলো।

  1. Islamic group।
  2. নামাজ বেহেশতের চাবি।
  3. দু'দিনের মূসাফির।
  4. এসো মহান রবের দিকে।
  5. এসো আল্লাহর পথে।
  6. উম্মাহর পথের কান্ডারী।
  7. জানার নাম ইসলাম।
  8. এসো শান্তির পথে।
  9. আলোর পতাকা।
  10. Islamic Reminder।
  11. ইসলামিক রিমাইন্ডার।
  12. ইসলামিক গাইড।
  13. হাদিস।
  14. Muslim Ummah।
  15. মুসলিম উম্মাহ ।
  16. মুসলিম জাতি।
  17. এসো ইসলামের পথে।
  18. ইসলামের পতাকা।
  19. জান্নাত।
  20. ইসলামের বানী।
  21. এসো কুরআনের মহিমায়।
  22. এসো শান্তির আঙিনায়।
  23. জীবন রাঙাতে কোরআন।
  24. Subhanallah।
  25. সুবহানাল্লাহ।
  26. আস্তাগফিরুল্লাহ।
  27. Astagfirullah।
  28. মা ইসলামের ইতিহাস।
  29. আসসালামু আলাইকুম।
  30. আলোর দিশারী।
  31. আলোর পথিক।
  32. বিশ্বাসী সত্যের সন্ধানে।
  33. এসো আলোর পথে।
  34. যারা নামাজ পড়ো, তারা এসো।
  35. প্রার্থনা কারী।
  36. মহান রবের গোলাম।
  37. করুণার ভিখারী।
  38. হারিয়ে যাবো একদিন।
  39. Bismillah।
  40. নামাজের গুরুত্বপূর্ণ আলোচনা।
  41. আদি পিতা।
  42. বড় চার কিতাব।
  43. ফজর থেকে এশা।
  44. সর্বশেষ কিতাব আল কুরআন।
  45. গুরুজন।
  46. মাশাআল্লাহ।
  47. দাওয়াত।
  48. দ্বীনি আলোচনা।


  49. ফি আমানিল্লাহ।
  50. তসবীহ ।
  51. জিহাদ।
  52. দাওয়াত।
  53. ইলাহি।
  54. দ্বীন ইসলাম।
  55. নামাজ।
  56. দ্বীন ।
  57. ইসলামিক রিমাইন্ডার।
  58. তাকবির।
  59. পর্দা।
  60. হেফাজত  ।
  61. তাওবাহ।
  62. ইসলাম।
সামাজিক গ্রুপের নাম : ফেসবুকে বিভিন্ন সামাজিক গ্রুপ দেখতে পাওয়া যায়, আপনি যদি কোন সামাজিক গ্রুপ খুঁলতে চান তাহলে নিচের দেওয়া নামগুলা ব্যবহার করতে পারেন।

  1. ব্লাড ডোনেট
  2. blood donation
  3. পরিষ্কার দেশ
  4. পাশে আছি মোরা
  5. শক্ত হাতে ধরব হাল
  6. শিক্ষার আলো
  7. একতাই সব
  8. হার না মানা সৈনিক
  9. থাকবো নাকো বদ্ধ ঘরে
  10. চলার পথে আমরা আছি
  11. জীবনের জন্য জীবন
  12. সবুজের বুকে এই মোরা


আবেগী ফেসবুক গ্রুপের নাম :  আবেগী যেকোন গ্রুপ খুলতে চাইলে নিচের দেওয়া নামগুলা ব্যবহার করতে পারেন।

  1. স্বপ্ন একদিন পূরণ হবে
  2. আশা নিয়ে বেঁচে আছি
  3. জীবনের প্রথম ভালোবাসা
  4. রাতের আঁধার
  5. নূপুর
  6. সারারাত আড্ডা দিবো
  7. আমি বন্ধি কারাগারে আছি
  8. নোয়াখালীর স্মার্ট ছেলেরা
  9. বরিশালের মেয়েরা বনাম নোয়াখালীর মেয়েরা
  10. কত দিন পর জড়িয়ে ধরলাম
  11. ইয়ে রোকেয়ারে
  12. জান আমার জান
  13. স্বপ্ন বন্ধি কারাগার
  14. মধ্যবিত্তের ভালোবাসা
  15. আর ভালোবাসা হয় নাহ
  16. সে কেমন আছে
  17. বজরা বাজারের জাকিরাগা
  18. পারিনা ভুলতে তোমায়
  19. ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময়
  20. টিউশনির গল্প
  21. আজও স্মৃতিগুলো কাঁদায়
  22. নেশার কারন
  23. আবেগ কেনো এমন করে
  24. আবেগী পাড়া
আশা করি উপরোক্ত নামগুলা আপনার ফেসবুক গ্রুপে তৈরীতে কাজে লাগবে। এই রকম নিত্যনতুন পোস্ট পেতে টুকি আনলিমিটেড এর সাথে থাকুন।


-------------------------------------

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন। 

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ] 

Post a Comment

0 Comments