বিকাশ একাউন্ট ব্যবহারকারী হিসেবে আপনি যদি পেমেন্ট করতে চান, কিন্তু যদি তা না জানেন, যে কিভাবে পেমেন্ট করতে হয়, তাহলে আজকের এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্যে। এই আর্টিকেল এর মাধ্যমে আপনি জানতে পারবেন, কিভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হয়। তো চলুন জেনে নেওয়া যাক।
বিকাশে দু’টি ভিন্ন উপায়ে আপনি পেমেন্ট করতে পারবেন। যথা :
১) USD কোড ডায়াল করে বিকাশ পেমেন্টবিকাশ অ্যাপ ব্যবহার করে পেমেন্ট করার উপায় :
ধাপ - ০১ : বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করার জন্যে প্রথমে আপনি চলে আসুন বিকাশ অ্যাপে। তারপর বিকাশ ড্যাশবোর্ডে থাকা পেমেন্ট অপশনে ক্লিক করুন।
ধাপ - ০২ : পেমেন্ট অপশনে ক্লিক করার পরে, আপনি যে নাম্বারে বিকাশ পেমেন্ট করতে চান, সেই নাম্বারটি এখানে বসিয়ে দিন অথবা কিউ QR Code থাকলে, সেই QR Code স্ক্যান করার মাধ্যমেও নাম্বারটি পেয়ে যাবেন। নাম্বারটি বসিয়ে দেয়ার পর কন্টিনিউ নামের চিহ্নতে ক্লিক করুন।
ধাপ - ০৩ : এই ধাপে আপনি যত টাকা পেমেন্ট করতে চান, তা বসিয়ে দিন। তারপর পাশে থাকা কন্টিনিউ চিহ্নতে ক্লিক করুন।
ধাপ - ০৫ : পেমেন্ট নিশ্চিত করতে নিচে থাকা অপশনটিতে ট্যাপ করে ধরে রাখুন।
পেমেন্ট সম্পন্ন হলে তখন একটি স্ক্রিনশট নিয়ে রাখুন অথবা ট্রানজেকশন কোডটি কপি করে রাখুন। যাতে করে,পরবর্তীতে কোন প্রকার সমস্যা হলে, প্রমাণ স্বরূপ আপনি এটি তাদের কাছে প্রেরণ করতে পারেন। উপরে উল্লেখিত উপায় বিকাশের ব্যবহার করার মাধ্যমে খুব সহজে বিকাশ পেমেন্ট করতে পারবেন।
USD কোড ডায়াল করে বিকাশ পেমেন্ট করার নিয়ম :
যদি আপনার বিকাশ অ্যাপ না থাকে আর USD কোড ডায়াল করার মাধ্যমে বিকাশ পেমেন্ট করতে চান, তাহলে নিম্নলিখিত নিয়মে তা করুন।
ধাপ - ১ : ডায়াল *২৪৭# (একটি পার্সোনাল বিকাশ নম্বর থেকে )উপরে উল্লেখিত সাতটি স্টেপ যথাযথভাবে পালন করার মাধ্যমে আপনি খুব সহজেই USD কোড ডায়াল করার মাধ্যমে বিকাশ পেমেন্ট করার কাজ সম্পন্ন করতে পারবেন। আশা করি বুজতে পারছেন, উল্লেখিত দু’টি উপায়ে কিভাবে পেমেন্ট করতে হয়। বিকাশের সকল টিপস ও ট্রিকস পেতে টুকি আনলিমিটেড এর সাথে থাকুন।
0 Comments
post a comment
Emoji