বাংলা ধাঁধা প্রশ্ন ও উত্তর । Bengali Dhadha - মজার ও হাসির ধাঁধা

ধাঁধা এমন এক জিনিস যা আপনার মাথা ঘুরিয়ে দিবে। Dhadha শুনে মনে হবে, উত্তরটা বোধহয় জানা আছে কিন্তু মনে নেই। আপনারা যারা Dhadha পড়তে ও অন্যকে ধাঁধার মাধ্যমে প্যাঁচে ফেলতে ভালোবাসেন, তাদের জন্যে আজকে আবারও নিয়ে আসলাম কঠিন সব ধাঁধা। মজার মজার সব কঠিন গুগলি ধাঁধা জানুন আজকের এই আর্টিকেলে।

বাংলা ধাঁধা প্রশ্ন ও উত্তর । Bengali Dhadha - মজার ও হাসির ধাঁধা।

ছোট বড় সবাই ধাঁধা পড়তে ভালোবাসেন। কেননা ধাঁধার মাঝে বিভিন্ন রহস্য লুকিয়ে থাকে। আর আমরা সর্বদা রহস্য ভেদ করতে পছন্দ করি। প্রতিবারের মতো এবারও আমরা মজার সব ছোট ছোট ধাঁধা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি।

বাংলা ধাঁধা প্রশ্ন ও উত্তর । Bengali Dhadha

গুগলি ধাঁধা : জল নয়, বৃষ্টিও নয় কিন্তু ভিজে সারা, বাড়িঘর ডুবল, ডুবল পাহাড়েরও চূড়া।

উত্তর : কুয়াশা।

গুগলি ধাঁধা : সফেদ শয্যা পড়ে আছে কেউ তাতে না শোয়, ভিতর থেকে খোলাম কুচি আঙিনাতে থোয়।

উত্তর : সমুদ্র।

গুগলি ধাঁধা : ইটে গুরুগুরু বৈঠা নাগর, বিনা বৈঠায় বায় সে সাগর।

উত্তর : কচ্ছপ।

গুগলি ধাঁধা : একটুখানি পুষ্পরিণী টলমল করে, একটুখানি কুটা পাড়লে সর্বনাশ করে।

উত্তর : চোখ।

গুগলি ধাঁধা : ছোট ছোট গাছখানি তার কত ফল ধরে, একটা যদি খায় তবে আহা-উহু করে।

উত্তর : বোম্বাই মরিচ।



গুগলি ধাঁধা : একটুখানি জলে মাছ কিলবিল করে, কারো বাবার সাধ্য নাই হাত দিয়ে তা ধরে।

উত্তর : ফুটন্ত ভাত।

গুগলি ধাঁধা : দেয়াল আছে ছাদও আছে এমন এক ঘর, ভিতর তার প্রবেশ করার একটাও নেই দ্বার।

উত্তর : মশারি।

হাসির ধাঁধা : আমার মা যখন যায় তোমার মার পাশে, দুই মা হারিয়ে যায় নানার পুত্র হয় শেষে।

উত্তর : মামা।

হাসির ধাঁধা : লেজ, মাথা, পাখা আছে পাখি তবুও নয়, ডানা তার মেলে দিয়ে উড়ে চলে যায়।

উত্তর : উড়োজাহাজ।

হাসির ধাঁধা : এই ঘরে যাই, ওই ঘরে যাই, দুমদুমি এ আছাড় খাই।

উত্তর : ঝাড়ু।

হাসির ধাঁধা : তিন অক্ষরে নাম চোরের বুক কাঁপে, শেষ দুটি ছেড়ে দিলে কাটে এক কোপে। কিন্তু যদি প্রথম ছাড়ো দেখে লাগে দুঃখ, মাংস কম, শীর্ণকায়, চেহারাটি সূক্ষ্ম।

উত্তর : দারোগা।

হাসির ধাঁধা : গা করে তার খসর-মসর, পাত করে তার ফেনী; ফুল করে তার লাল-তামাসা, ফল করে কুস্তনি।

উত্তর : শিমূল।



হাসির ধাঁধা : কাঁচাতে যেই ফল সর্বজনে খায়, পাঁকলে সেই ফল গড়াগড়ি যায়।

উত্তর : ডুমুর।

হাসির ধাঁধা : যমজ ভাই যায় আসে, একবার গিয়ে না ফিরলে ধরেতে না প্রাণ থাকে।

উত্তর : শ্বাস-প্রশ্বাস।

হাসির ধাঁধা : এই পাড়ে খাগড়া ওই পাড়ে খাগড়া, কখনও মিলেমিশে কখনও বা ঝগড়া..

উত্তর : চোখের পাতা।

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

হাসির ধাঁধা : লাঠির মত গাছে, সোনার ফল নাচে।

উত্তর : ভুট্টা গাছ।

Gugli Dhadha : কাঁচায় তুলতুলে পাকায় সিঁদূর, যে না বলতে পারে সে ধেড়ে ইঁদুর।

উত্তর : মাটির হাঁড়ি।

Gugli Dhadha : জন্ম দিয়ে মা কাহার ফেলিয়া পালালো, পাড়া প্রতিবেশী বুঝি তাহারে পালিলো।

উত্তর : কোকিল।

Gugli Dhadha : মন দিয়ে শোনো সবে কালিদাসের ছন্দ, হাজার দুয়ারী ঘরে স্বামী স্ত্রীতে বন্ধ।

উত্তর : মশারি

Gugli Dhadha : হাত দিলে বন্ধ করে সূর্যদোয়ে খোলে, ঘোমটা দেওয়া স্বভাব তার মুখ নাহি তোলে।

উত্তর : লজ্জাবতী লতা।

Gugli Dhadha : চৌদ্দ পুরুষ ডাকছে ‘মামা’ আমিও তাই ডাকি, সকলেরই মামা তিনি নাম তার কি জানি?

উত্তর : চাঁদ-সূর্য।



Gugli Dhadha : জলের মাঝে জন্ম হলো দুই অক্ষরের প্রাণী, শেষের অক্ষর বাদ দিলে হয় মহারাণী।

উত্তর : মাছ।

Gugli Dhadha : কেমন স্বভাব তোর এ কেমন ধারা, রাত্রে থাকিলে শুয়ে দিনে রইলি খাড়া।

উত্তর মাদুর।

Gugli Dhadha : যা দিবে তাই খাবে, পানি দিলে মরে যাবে।

উত্তর : চুলা।

মজার ধাঁধা : বন থেকে বেরোলো ভূতি। ভূতি বলে তোর পাতে মুতি।

উত্তর : লেবু।

মজার ধাঁধা : কোন সে শয়তান, নাকে বসে ধরে কান।

উত্তর : চশমা।

মজার ধাঁধা : জনম গেল দুখে, বুকে আমার আগুন দিয়ে থাকো অনেক সুখে।

উত্তর : হুঁকো।

মজার ধাঁধা : কুল কুল কুলেরি, ভাদ্র মাসে ধুলোরি, কাঁচায়-পাকায় সবাই খায়, নেংটো হয়ে হাটে যায়।

উত্তর : তেঁতুল।

মজার ধাঁধা : ইকরের তলে তলে ভিকমতির ছানি, কোন দেশে দেখিয়াছ গাছের আগায় পানি?

উত্তর : নারিকেল।



মজার ধাঁধা : সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস, মায়ের কোলে ফিরে যেতে জীবন হয় নাস।

উত্তর : মেঘ।

মজার ধাঁধা : পানির জন্তু নয় তবুও পানিতেই বাস করে, হাত নেই পা নেই তবু সাঁতার কাটে।

উত্তর : নৌকা।

মজার ধাঁধা : বলুনতো এমন কোন সে বস্তু পৃথিবীতে নেই, তোমার আমার মুখের কথায় তবু আছে সে-ই।

উত্তর : ঘোড়ার ডিম।

মজার ধাঁধা : তিন অক্ষরে নাম তার অনেক লোকে খায়, মধ্যের অক্ষর বাদ দিলে জিনিস রাখা যায়।

উত্তর : তামাক।

মজার ধাঁধা : তিন অক্ষরে নাম ব্যঞ্জনে দেয়, তাহার প্রভাবে আহা, স্বাদ ভালো হয়। মাথা কেটে গেলে সে যে গণ্য হবে কাঠি, পেট কেটে ময়লা সে, নয় পরিপাটি।

উত্তর : মশলা।

Bangla Dhadha : কোথাও কোন জল দেখিনা মাঠের মাঝে জল, চার অক্ষরের নাম তার কী এমন সে ফল?

উত্তর : তরমুজ।

Bangla Dhadha : সাবান সোডা মাজন দিয়েও ময়লা নাহি যায়, তিন অক্ষরে তারে ছাড়া রান্নায় কষ্ট হয়।

উত্তর : কয়লা।

Bangla Dhadha : শৈশবে সে বস্ত্রধারী যৌবনে উলঙ্গ, বৃদ্ধকালে দাড়ির জটা মাঝখানে সুরঙ্গ।

উত্তর : বাঁশ।

Bangla Dhadha : চলতে চলতে খসলো শির মাথা, কাটলে চললো ফির।

উত্তর : পেন্সিল।



Bangla Dhadha : শেষ পাতে জবাব নেই, উৎসবে মনে পড়বেই। শুভ কাজের শুরুতে হবে, তোমার মুখের প্রশংসায় ও পাবে?

উত্তর : মিষ্টি।

Bangla Dhadha : কোন বিলে জল নেই?

উত্তর : টেবিল।

Bangla Dhadha : ঝাপাট জঙ্গল খেকে বের হলো সাপ, ডিম পাড়ে কাপ কাপ।

উত্তর : বেতফুল।

Bangla Dhadha : বৃক্ষ এক হইছে যে মাঠের উপর, ডালে ডালে পুষ্প তার ফুটিছে বিস্তর। যৌবনকালেতে তারে সর্বলোকে খায়, হেমন্তে জন্ম তার, বসন্তে মরে যায়।

উত্তর : সরিষা ফুল।

গুগলি ধাঁধা : তিন অক্ষরে নাম তার প্রতি ঘরে পাবে, অধ্যক্ষর বাদ দিলে বৎসর বুঝাবে। মধ্য অক্ষর গেলে সবার ক্ষতি করে, শেষের অক্ষর গেলে সবাই অবস্থান করে।

উত্তর : বাসন।

গুগলি ধাঁধা : জলে জন্ম ঘরে বাস, জলেতে পড়লে সর্বনাশ।

উত্তর : লবণ।

গুগলি ধাঁধা : বলতে পার কোন সে দেশ সূর্য উঠে না, কোন সে দেশে জলও নাই মানুষ থাকে না।

উত্তর : সন্দেশ।

গুগলি ধাঁধা : দেহ আছে প্রাণ নেই, সে এক রাজা; সৈন্য সব আছে, নেই তার প্রজা।

উত্তর : দাবার রাজা।



গুগলি ধাঁধা : হাত নেই পা নেই তবু সে চলে, অনাহরে মরে মানুষ এর অভাব হলে।

উত্তর : টাকা।

গুগলি ধাঁধা : তিনটি বর্ণে নামটি তার, রসাল এক ফল, ছাড়িয়ে মধ্যবর্ণ হয় যে আরেক ফল।

উত্তর : কমলা।

গুগলি ধাঁধা : তোমার ঘরে আমার ঘরে সবার ঘরে রয়, প্রথম অক্ষর বাদ দিলে পানির রাস্তা হয়। শেষের অক্ষর বাদ দিলে সবাই জ্ঞাত হয়, পেট কাটলে সবাই অস্থিত হয়।

উত্তর : জানালা।

গুগলি ধাঁধা, গুগলি ধাঁধা উত্তর সহ, হাসির গুগলি, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর, কঠিন গুগলি, মজার গুগলি প্রশ্ন, গুগলি প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, বাংলা গুগলি ধাঁধা, কঠিন ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন উত্তর, গুগলি, বাংলা গুগলি প্রশ্ন ও উত্তর, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ, ছোটদের ধাঁধা, গুগলি ধাধা, gugli dhadha, মজার গুগলি প্রশ্ন ও উত্তর, googly dhadha bangla.

Post a Comment

0 Comments