টেলিটক বর্ণমালা সিম কেনার নিয়ম। Bornomala Teletalk Sim

অসাধারণ সব অফার ও সুবিধার কারণে টেলিটক বর্ণমালা সিম বেশ জনপ্রিয়। কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য তৈরী টেলিটক এর এই স্পেশাল প্যাকেজ নেওয়ার পদ্ধতি সাধারণ সিম কেনার নিয়মের চেয়ে অনেকটা আলাদা। যারা এই টেলিটক সিম নিতে চাচ্ছেন কিন্তু কিভাবে নিতে হয় তা না জানেন, তাহলে আজকের এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য। চলুন জেনে নেওয়া যাক টেলিটক বর্ণমালা সিম কেনার নিয়ম সম্পর্কিত সকল বিস্তারিত তথ্য।

টেলিটক বর্ণমালা সিম কেনার নিয়ম

টেলিটক বর্ণমালা সিম কিনতে চাইলে অন্য টেলিটক সিম থেকে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ টেলিটক বর্ণমালা প্যাকেজ সিমের রেজিস্ট্রেশনের নিয়ম অনেকটা “ইনভাইট অনলি” ধরনের। যেকোনো টেলিটক সিম থেকে বর্ণমালা সিম এর জন্য রেজিস্ট্রেশন করা যবে। এসএমএস এর মাধ্যমে টেলিটক বর্ণমালা সিম এর জন্য রেজিস্ট্রেশন করতে হবে। আর এর জন্য প্রয়োজন হবে এসএসসি পরীক্ষার বোর্ড, পাসের বছর ও ফোন নাম্বার ইত্যাদি।

এসএমএসের মাধ্যমে টেলিটক বর্ণমালা সিম পেতে :

যেকোনো টেলিটক নাম্বার থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে BOR <space> Board (First 3 letters) <space> Roll <space> SSC Passing Year <space> Mobile No লিখে পাঠিয়ে ফিন 16222 নাম্বারে। অর্থাৎ আপনার এসএসসি পরীক্ষার বোর্ড যদি কুমিল্লা হয়, রোল 12345 হয়, পাসের সন হয় ২০১৮, ও ফোন নাম্বার 014XXXXXXX হয়, তাহলে টাইপ করুন BOR COM 12345 2018 014XXXXXXX ও পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

ফিরতি এসএমএস confirmation message পাবেন

উদাহরণ : Please collect "Bornomala" SIM within 07 days from “XXXXXXXXX customer care/ any Teletalk Customer Care excluding Govt. holiday. Please bring National ID, Photo-2 nos.  Id no: XXXXXXXX and OTP no.: XXXXXX.




অনলাইনে আবেদন করা :

ধাপ - ০১ : টেলিটক বর্ণমালা সিমের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে চলে আসুন teletalk.com এই ওয়েবসাইটটিতে। উক্ত সাইটে প্রবেশ করে Apply for registration অপশনে ক্লিক করুন। 

টেলিটক বর্ণমালা সিম কেনার নিয়ম - Bornomala Teletalk Sim

ধাপ - ০২ : এখানে আপনি আপনার নাম, এসএসসি পরীক্ষার বোর্ড, পাসিং ইয়ার, রোল, রেজিস্ট্রেশন নং ইত্যাদি সাধারণ তথ্যসমূহ প্রদান করুন। Customer Care অপশন সিলেক্ট এর ক্ষেত্রে যে কাস্টমার কেয়ার লোকেশন থেকে টেলিটক বর্ণমালা সিম নিতে চান, উক্ত স্থানের লোকেশন সিলেক্ট করুন। 

টেলিটক বর্ণমালা সিম কেনার নিয়ম - Bornomala Teletalk Sim

এবার যোগাযোগের জন্য যেকোনো অপারেটর এর একটি ফোন নাম্বার প্রদান করুন। এরপর আপনার ইমেইল এড্রেস ও ভেরিফিকেশন ক্যাপচা প্রদান করে এগিয়ে যান। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে একটি Tracking Number পাবেন যা সিম উত্তোলনের ক্ষেত্রে প্রয়োজন হবে। অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর পূরণ করা ফরম প্রিন্ট করতে হবে ও সিম নেওয়ার সময় কাস্টমার কেয়ার সেন্টারে প্রদান করতে হবে।



সিম উত্তোলনের নির্দিষ্ট তারিখে অবশ্যই নিচের ডকুমেন্টসগুলা সাথে নিয়ে যাবেন :

  • টেলিটক কর্তৃক সিম উত্তোলনের OTP সহ ম্যাসেজ
  • যার নামে সিম রেজিষ্ট্রেশন করতে চান তার ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং যেহেতু সিমটি বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিষ্ট্রেশন করা হবে তাই উক্ত ব্যক্তিকে স্ব-শরীরে কাস্টমার কেয়ারে উপস্থিত থাকতে হবে।
  • পূরণকৃত গ্রাহক নিবন্ধন ফরমটি

 

আশা করি বুজতে পারছেন, এভাবে খুব সহজে আপনি টেলিটক বর্ণমালা সিমের জন্য আবেদন করতে পারবেন, আবেদন করার বেশ কিছুদিন পর একটি নির্দিষ্ট সময়ে আপনি যে লোকেশন সিলেক্ট করেছেন ওখানে গিয়ে সিমটি তুলে আনতে পারেন।

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে গুগল নিউজ ফলো করে আমাদের সাথে থাকুন।  

Post a Comment

0 Comments