মোবাইল নাম্বার হাইড রেখে কম খরচে কথা বলুন। ব্রিলিয়ান্ট একাউন্ট তৈরী করার নিয়ম

আজকে আমরা আলোচনা এমন একটি অ্যাপ নিয়ে যার মাধ্যমে আমরা আমাদের মোবাইল নাম্বার হাইড রাখার পাশাপশি কম রেটেও কথা বলতে পারব। সাধারণ ভাবে যখন আমরা কোন অপারেটর সিমের মাধ্যমে কথা বলি তখন তার চার্জ অনেকটা বেশি, তাই এই অ্যাপের মাধ্যমে আমরা স্বল্প খরবে কথা বলতে পারব। যেখানে অ্যাপ থেকে মোবাইল নাম্বারে কথা বললে খরচ হবে মাত্র ৩০ পয়সা। আর যদি অ্যাপ থেকে অ্যাপে কথা বলা হয় তাহলে কোন প্রকার খরচ লাগবে না। সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারব।

মোবাইল নাম্বার হাইড রেখে কথা বলা

Brilliant App এর সুবিধা :

১) প্রথমে রেজিষ্ট্রেশন করলে পাওয়া যাবে নিজস্ব ১১ ডিজিটের একটি ব্রিলিয়ান্ট নাম্বার, যেটটা শুরু হবে ০৯৬৩৮ দিয়ে।

২) আলদা ফোন নম্বার থাকার ফলে নিজের মোবাইল নম্বার হাইড করে কল বা মেসেজ করা যাবে।

৩) যেকোনো লোকাল নাম্বারে কথা বলা যাবে ৩০ পয়সা প্রতি মিনিটে।

৪) এই অ্যাপটি একজন ব্যবহারকারী অপর ব্যবহারকারী নিকট সম্পর্ন ফ্রিতে ভিডিও কল এবং অডিও কল এ কথা বলতে পারবেন।

৫) এখানে থেকে ফ্রিতে অডিও, ভিডিও, লোকেশন, ফাইলস, ভয়েস, ফটো সব কিছু পাঠাতে পারবেন খুব সহজে।

৬) আপনারা কয়েকজন একসাথে মিলে গুরুপ চ্যাটিং করতে পারবে।

৭) আপনি বাংলাতে বিশাল স্টিকার এর ভান্ডার পাবেন এই অ্যাপটির মধ্যে।

৮) পাবেন ১০০% এন্ড টু এন্ড এনক্রিপশন যুক্ত নিরাপদ চ্যাটিং।



ব্রিলিয়ান্ট অ্যাপে একাউন্ট তৈরী করার উপায় :

ব্রিলিয়ান্ট অ্যাপে একাউন্ট তৈরী করার জন্য অবশ্যই একটি বৈধ এনআইডি কার্ড (NID card) অর্থাৎ জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। অ্যাকাউন্ট তৈরী করতে নিচের ধাপগুলা অনুসরণ করুন।

ধাপ - ০১ : প্রথমে গুগল প্লে স্টোর থেকে Brilliant Connect App টি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করে নিন।


ধাপ - ০২ : অ্যাপে প্রবেশ করার পরে বেশ কয়েকটি ফিচার দেখতে পাবেন, এখান থেকে নিচে ডান দিকে থাকা Next - > বাটনে ক্লিক করুন।



ধাপ - ০৩ : এবার আপনি আপনার মোবাইল নম্বার দিয়ে Continue বাটনে ক্লিক করুন।

ধাপ - ০৪ : প্রদত্ত মোবাইল নম্বারে একটি Otp কোড আসবে সেটা আপনি Enter Code বক্সে বসিয়ে দিন।

ধাপ - ০৫ : তাপরপর Continue তে ক্লিক করে সকল পারমিশন allow করে দিন।

ধাপ - ০৬ : এখন প্রোফাইলে সেকশনে আপনি আপনার নাম দিয়ে Continue বাটনে ক্লিক করুন।




ধাপ - ০৭ : এখানে আপনি ব্রিলিয়ান্ট অ্যাপের সকল ফিচার দেখতে পাবেন। এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করুন।


ধাপ - ০৮ : সেটিংসে আসার পর নিচের দিকে দেখুন Nid নামের একটি অপশন, এখানে ক্লিক করুন।


ধাপ - ০৯ : Nid অপশনে ক্লিক করে আপনি আপনার জন্ম তারিখ, জাতীয় পরিচয়পএ নম্বার এবং তার দুই দিকের ছবি দিয়ে সাবমিট করুন।


ধাপ - ১০ : ভোটার আইডি কার্ডের সকল তথ্য সাবমিট করার পর ২৪ ঘন্টার সময় নিবে একাউন্ট ভেরিফিকেশন করার জন্য। ভেরিফাই সম্পন্ন হলে আপনাকে ম্যাসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে এবং আপনাকে নতুন একটি ব্রিলিয়ান্ট নাম্বার যেমন : ০৯৬৩৮…… (যা দেখতে এমন) দেওয়া হবে, আর এই নাম্বারটি মূলত সো করবে আপনার মেইন নাম্বারটি হাইড থাকবে। ভেরিফাই সম্পন্ন হলে Nid অপশনে ক্লিক করলে ঠিক নিচের চিত্রটির মতো সকল তথ্য দেখতে পাবেন।

ব্রিলিয়ান্ট - brilliant ব্যালেন্স চেক ও রিচার্জ করার নিয়ম :

এক ব্রিলিয়ান্ট অ্যাপ থেকে অন্য ব্রিলিয়ান্ট অ্যাপে কথা বললে তখন কোন প্রকার টাকা খরচ হবে না। কিন্ত ব্রিলিয়ান্ট থেকে মোবাইল নাম্বারে কথা বললে তখন অবশ্যই টাকা খরচ হবে। আর এজন্যে আপনাকে অবশ্যই একটি নির্দিষ্ট পরিমাণে টাকা রিচার্জ করে নিতে হবে। তার জন্য সেটিংসে থাকা My Balance অপশনে গিয়ে  Add Balance বাটনে ক্লিক করে বিকাশ, রকেট, নগদ সহ যেকোন ব্যাংক কার্ডের মাধ্যমে brilliant এ টাকা রিচার্জ করতে পারবেন। ( বিদ্র: রিচার্জ করার সময় সর্বনিম্ন ২০ টাকা রিচার্জ করতে হবে

মনে রাখবেন, brilliant app ব্যবহার করে যেকোনো লেকাল নাম্বারে ফোন করা গেলেও যেকোনো লোকাল নাম্বারে মেসেজ পাঠাতে পারবেন না। তবে, ব্রিলিয়ান্ট নম্বার থেকে ব্রিলিয়ান্ট নাম্বারে এসএমএস (SMS) পাঠাতে পারবেন।

Post a Comment

0 Comments