ফেসবুকে যুক্ত হওয়া গ্রুপের পোস্ট বা কমেন্টে যখন কেউ @everyone লিখে পোস্ট বা কমেন্ট করে তখন সেই গ্রুপে থাকা সকল সদস্যদের কাছে নোটিফিকেশন যায়। যখন আমরা অনেকগুলা গ্রুপে যুক্ত থাকি আর এভাবে মেনসন করার জন্যে বার বার নোটিফিকেশন আসে তখন তা বিরক্তকর মনে হয়। অনেকে বাধ্য হয়ে গ্রুপ থেকে লিভ নিয়ে থাকে। আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি এই @everyone মেনশন করার জন্যে আসা নোটিফিকেশন বন্ধ করে রাখবেন, তাতে করে আপনাকে আর গ্রুপ থেকে লিভ নিতে হবে না।
যদি আপনার মনে হয়, @everyone লিখে মেনসন করাটা বিরক্তিকর তাহলে আপনি নিচের ধাপগুলা অনুসরণ করে @everyone মেনশন নোটিফিকেশন বন্ধ করে নিন।
@everyone মেনশন নোটিফিকেশন বন্ধ করার উপায় :
ধাপ - ০১ : প্রথমে আপনি আপনার ফেসবুক আইডি থেকে সেটিংস অপশনে চলে আসুন।
ধাপ - ০২ : সেটিংসে আসার পর এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করুন।
ধাপ - ০৩ : এখন নিচের দিকে Notification নামে একটি অপশন দেখতে পারবেন। এখান থেকে Notification Settings এ ক্লিক করুন।
ধাপ - ০৪ : Notification Settings অপশনে আসার পর অনেকগুলা অপশন দেখতে পাবেন, তার মধ্যে Tags নামে একটি অপশন রয়েছে তাতে ক্লিক করুন।
ধাপ - ০৫ : Tags অপশনে আসার পর বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন। এখান থেকে Get notification when you're tagged by এর নিচে থাকা Anyone করা থাকবে, আপনি Friends অথবা Friends of Friends যেকোন একটি করে দিন।
ধাপ - ০৬ : Friends অথবা Friends of Friends সিলেক্ট করার পর নিচের দিকে Receive notification for নামের একটি নতুন অপশন দেখতে পাবেন, এখান থেকে Batch @everyone mentions টি বন্ধ করে দিন।
এখন যদি কেউ ফেসবুক গ্রুপের পোস্ট বা কমেন্টে @everyone লিখে মেনশন করে তাহলে আর আপনার ফেসবুক আইডিতে কোন প্রকার নোটিফিকেশন আসবে না। আশা করি বুজতে পারছেন, ফেসবুক সম্পর্কে নিত্যনতুন টিপস ও ট্রিকস জানতে টুকি আনলিমিটেড এর সাথে থাকুন।
0 Comments
post a comment
Emoji