ফেসবুকের পেজে এডমিন এড করার নিয়ম। Facebook Page Admin Add

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া সাইট হচ্ছে ফেসবুক। স্মার্ট ফোন আছে কিন্তু ফেসবুক একাউন্ট নেই এমন মানুষ পাওয়া বোধহয় কঠিন। এদের মধ্যে অনেকের আবার ফেসবুকে পেজও রয়েছে। সাধারণত ফেসবুক পেজ নানা কারণে তৈরী করা হয়, যেমন - ব্যবসার জন্য, আড্ডার দেওয়ার জন্য, ভিডিও পাবলিশ করার জন্য ইত্যাদি ইত্যাদি। যেহেতু ফেসবুক ফ্রেন্ডের একটা লিমিট দেওয়া থাকে, এখানে ৫ হাজারের বেশি ফ্রেন্ড এড করা যায় না, তাই অনেকে তাদের ফ্যান ফলোয়ারদের জন্য প্রোফাইলের পাশাপাশি ফেসবুক পেজও ব্যবহার করে থাকেন।

Facebook Page Admin Add
কিন্তু অনেকে’ই জানে না যে, কিভাবে ফেসবুক পেজে নতুন এডমিন এড করতে হয়। আজকের এই আর্টিকেলে আমি আলোচনা করব, কিভাবে একটি ফেসবুক পেজে এডমিন ‍এড করতে হয়। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 
   ফেসবুক পেজে এডমিন যুক্ত করার নিয়ম   
ধাপ - ১ : প্রথমে ফেসবুক থেকে আপনি আপনার পেজে চলে আসুন এবং পেজ থেকে Settings অপশনে ক্লিক করুন। এরপর Audience and Visibility থেকে Page setup অপশনে ক্লিক করুন। Page setup অপশনে আসার পর Page access অপশনে ক্লিক করুন।
Facebook Page Admin Add
ধাপ - ২ : Page access অপশনে আসার পর এখানে দু’টি অপশন দেখতে পাবেন। একটি হচ্ছে People With Facebook Access অন্যটি হচ্ছে People With Task Access। অর্থাৎ প্রথম অপশনটির মাধ্যমে আপনি যে কাউকে সম্পূর্ণ পেজ পরিচালনা করার অনুমতি দিতে পারবেন। আর যদি চান আপনি যাকে এডমিন এড করবেন তাকে পেজ পরিচালনা করার সকল ক্ষমতা দিবেন না তাহলে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন। 
Admin এড করতে এখন আপনি প্রথম/দ্বিতীয় অপশনটির পাশে থাকা Add New অপশনে ক্লিক করুন। তারপর Next অপশনে ক্লিক করে, যে ব্যক্তিকে এডমিন করতে চাচ্ছেন তার নাম লিখে সার্চ করুন। সার্চ করার পর নামটি পেয়ে গেলে তার উপর ক্লিক করুন। তারপর উক্ত ব্যক্তিকে সম্পূর্ণ Access দিতে চাইলে নিচে থাকা বাটনটি ON করে দিন, যদি সম্পূর্ণ Access না দিতে চান তাহলে ON করার প্রয়োজন নেই। সবকিছু ঠিকঠাক থাকলে Give access অপশনে ক্লিক করুন। তারপর আপনর ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে Confirm অপশনে ক্লিক করে দিন। 
Facebook Page Admin Add
Confirm অপশনে ক্লিক করার সাথে সাথে যাকে এডমিন করার জন্য সিলেক্ট করেছেন তার নিকট একটি নোটিফিকেশন চলে যাবেন। নোটিফিকেশনে ক্লিক করে Accept করলে সে পেজের এডমিন হিসাবে যুক্ত হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, এভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক পেজের জন্য এডমিন এড করে নিতে পারবেন।
আশা করি বুজতে পারছেন। এভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক পেজ এর এডমিকে রিমুভ করে দিতে পারবেন। ফেসবুক সম্পর্কিত নিত্য নতুন টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন। আপনি যদি ফেসবুক পেজ থেকে এডমিন রিমুভ করার নিয়ম জানতে চান তাহলে এখানে ক্লিক করুন।

Post a Comment

0 Comments