কিভাবে Facebook Page থেকে এডমিনকে Remove করতে হয়। How to Remove Admin from Facebook Page

আমাদের যাদের Facebook Page রয়েছে, আমরা অনেকে আমাদের উক্ত Facebook Page এ আমাদের অন্য আইডি বা আমাদের প্রিয় বন্ধুদের এডমিন বা এডিটর হিসাবে এড করি। কিন্তু পরবর্তী সময়ে যদি আপনি এসব এডমিন বা এডিটরকে রিমুভ করতে চান, তাহরে তা কিভাবে করবেন। তা নিয়ে থাকছে আজকের আলোচনা।
How to Remove Admin from Facebook Page
ফেসবুক পেজে এডমিন ‍এড করার পর আপনার যদি মনে হয় তাকে রিমুভ করা প্রয়োজন তাহলে কিভাবে রিমুভ করবেন তা যদি না জেনে থাকেন তাহলে নিচের ধাপগুলা অনুসরণ করে খুব সহজে পেজের এডমিন বা এডিটরকে রিমুভ করে দিতে পারবেন।  


ধাপ : ১ - প্রথমে ফেসবুক থেকে আপনি আপনার পেজে চলে যান এবং পেজ থেকে Settings অপশনে ক্লিক করুন
কিভাবে ফেসবুক পেজের এডমিন এড করবেন

ধাপ : ২ - এখান থেকে Page roles ক্লিক করুন।

কিভাবে পেজ থেকে এডমিনকে রিমুভ করবেন ?

ধাপ : ৩ - এখানে সমস্ত পেজের এডমিন, ইডিটর,  মোডারেটর সবাইকে দেখতে পাবেন। যাকে আপনি পেজ এডমিন থেকে রিমুভ করতে চান তার পাশে Edit অপশানে ক্লিক করুন।
কিভাবে পেজ থেকে এডমিনকে রিমুভ করবেন ?

ধাপ : ৪ - এবার Remove ক্লিক করুন।
কিভাবে পেজ থেকে এডমিনকে রিমুভ করবেন ?

ধাপ : ৫ - এরপর আপনার থেকে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিয়ে Confrom অপশনে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে।


কিভাবে পেজ থেকে এডমিনকে রিমুভ করবেন ?
আশা করি বুজতে পারছেন, এভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক পেজ এর এডমিন, এডিটরদের রিমুভ করে দিতে পারবেন ।

-------------------------------------

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ] 

Post a Comment

0 Comments