ফেসবুকের পেজের এডমিন রিমুভ করার নিয়ম। Facebook Page Admin Remove

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া সাইট হচ্ছে ফেসবুক, স্মার্ট ফোন আছে কিন্তু ফেসবুক একাউন্ট নেই এমন মানুষ পাওয়া বোধহয় কঠিন। এদের মধ্যে অনেকের আবার ফেসবুকে পেজও রয়েছে। সাধারণত ফেসবুক পেজ নানা কারণে তৈরী করা হয়, যেমন - ব্যবসার জন্য, আড্ডার দেওয়ার জন্য, ভিডিও পাবলিশ করার জন্য ইত্যাদি ইত্যাদি। যেহেতু ফেসবুক ফ্রেন্ডের একটা লিমিট দেওয়া থাকে, এখানে ৫ হাজারের বেশি ফ্রেন্ড এড করা যায় না, তাই অনেকে তাদের ফ্যান ফলোয়ারদের জন্য প্রোফাইলের পাশাপাশি ফেসবুক পেজও ব্যবহার করে থাকেন।

Facebook Page Admin Remove
ফেসবুক পেজে এডমিন ‍এড করার পর আপনার যদি মনে হয় তাকে রিমুভ করা প্রয়োজন, তাহলে কিভাবে রিমুভ করবেন তা যদি না জেনে থাকেন তাহলে নিচের ধাপগুলা অনুসরণ করে খুব সহজে পেজের এডমিনকে রিমুভ করে দিতে পারবেন।  
   ফেসবুক পেজের এডমিন রিমুভ করার নিয়ম   
ধাপ - ১ : প্রথমে ফেসবুক থেকে আপনি আপনার পেজে চলে আসুন এবং পেজ থেকে Settings অপশনে ক্লিক করুন। এরপর Audience and Visibility থেকে Page setup অপশনে ক্লিক করুন। Page setup অপশনে আসার পর Page access অপশনে ক্লিক করুন।
Facebook Page Admin Remove
ধাপ - ২ : Page access অপশনে আসার পর এখানে দু’টি অপশন দেখতে পাবেন। যাদের আপনি এডমিন হিসাবে নিয়োগ দিয়েছেন তাদের সবাইকে দেখতে পাবেন। এর মধ্যে ‍যাকে আপনি পেজ থেকে রিমুভ করতে চান, তার নামের পাশে থাকা থ্রি ডট অপশনে ক্লিক করুন। থ্রি ডট অপশনে ক্লিক করার পর নিচের দিকে Remove From Page নামের একটি অপশন দেখতে পাবেন, তাতে ক্লিক করে ফেসবুক পাসওয়ার্ড দিয়ে Confirm অপশনে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে।
Facebook Page Admin Remove
আশা করি বুজতে পারছেন। এভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক পেজ এর এডমিকে রিমুভ করে দিতে পারবেন। ফেসবুক সম্পর্কিত নিত্য নতুন টিপস ও ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন।

Post a Comment

0 Comments