ফেসবুক, যা বর্তমান সময়ে একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। খুব কম মানুষ খুঁজে পাওয়া যাবে যে স্মার্ট ফোন ব্যবহার করে অথচ ফেসবুক একাউন্ট ব্যবহার করে না। প্রতিনিয়ত ফেসবুক ব্যবহারকারীরা তাদের ফেসবুক একাউন্ট নিরাপদ রাখতে ফেসবুকের খুঁটিনাটি সকল তথ্য জানার চেষ্টা করে। ফেসবুক একাউন্ট নিরাপদে রাখতে আপনাদের জন্যে নিয়ে এসেছি ফেসবুক এর আরো একটি নতুন ট্রিকস নিয়ে, আজকে আপনি জানতে পারবেন, আপনার ব্যবহার করা ফেসবুক একাউন্টটি কোন কোন ডিভাইসে লগইন করা আছে আর তা কিভাবে রিমুভ করতে হয়।
বিভিন্ন সময় নানা কারণে আমরা অনেকে আমাদের ফেসবুক আইডি অন্যের মোবাইলে লগইন করে থাকি। যা পরবর্তী সময়ে তা লগআউট করতে ভুলে যাই, যার জন্যে উক্ত যার মোবাইল সে কিন্তু আমাদের আইডিতে খুব সহজে প্রবেশ করতে পারে। ফলশ্রুতিতে আমাদের সকল ইনফরমেশন কিন্তু উক্ত ব্যক্তির হাতে চলে যাচ্ছে বিশেষ করে ম্যাসেজসমূহ।
যদি আমরা অন্যের মোবাইল বা ডিভাইস থেকে নিজেদের ফেসবুক আইডি লগ আউট করতে ভুলে যাই তাহলে সে আমাদের ফেসবুক একাউন্ট এর সকল তথ্য সহজেই জানতে পারবে। শুধু তাই নয় আমরা যার সাথে এসএমএস করছিলাম সবকিছু সে দেখে নিতে পারবে। যা পরবর্তী সময়ে সমস্যার সৃষ্টি হতে পারে। যাই হোক এখন কথা হচ্ছে কিভাবে আপনি আপনার ফেসবুক একাউন্ট থেকে দেখতে পাবেন, যে আপনার ফেসবুক একাউন্টটি কোন কোন ডিভাইসে লগইন করা আছে, তার জন্যে নিচের ধাপগুলা অনুসরণ করুন।
ধাপ - ০১ : প্রথমে আপনি আপনার মোবাইল থেকে ফেসবুকটি লগইন করে নিন। এখন সেটিংস অপশনে চলে আসুন।
ধাপ - ০২ : সেটিংসে আসার পর নিচের দিকে থাকা Security and login অপশনে ক্লিক করুন।
ধাপ - ০৩ : Security and login অপশনে ক্লিক করার পর নিচের স্ক্রীনশটের মত See all অপশনে ক্লিক করুন।
ধাপ - ০৪ : See all অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যেসকল ডিভাইসে লগইন করা আছে সেকল ডিভাইস ও লোকেশনের নাম। এই সকল ডিভাইসের মালিক চাইলে আমার ফেসবুক আইডি লগইন করে চালাতে পারবে।
ধাপ - ০৫ : যদি দেখেন আপনার ডিভাইস ছাড়াও অন্যের ডিভাইস লগইন করা আছে তাহলে উক্ত ডিভাইসের সাথে থাকা থ্রি ডট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের দিকে Log Out অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে খুব সহজে আপনি উক্ত ডিভাইস থেকে আপনার একাউন্টটি লগআউট করে নিতে পারবেন।
ধাপ - ০৬ : আর যদি চান এখান থেকে সকল ডিভাইস একসাথে লগআউট করে দিবেন তাহলে একটু নিচের দিকে আসলে আপনি Log Out Of All Sessions নামের একটি অপশন দেখতে পাবেন, তাতে ক্লিক করুন।
ধাপ - ০৭ : Log Out Of All Sessions এ ক্লিক করার পর নতুন একটি উইন্ডো ওপেন হবে, এখান থেকে Log Out অপশনে ক্লিক করলে আপনার একাউন্টটি সকল ডিভাইস থেকে লগআউট হয়ে যাবে।
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji