মোবাইলে সিম ব্যবহার করার ফলে অনেকের সিম থেকে অটোমেটিক টাকা কেটে নিয়ে যায়। এর কারণ আমরা অনেকে না জেনে অনেক সার্ভিস অন রেখে দেই। যার কারণে উক্ত সার্ভিসের ফলে আমাদের মোবাইলে ব্যবহৃত সিম থেকে টাকা চলে যায়। যা সকলের কাছে বিরক্তিকর। আপনি যদি গ্রামীণফোন সিম ব্যবহার করে থাকেন আর সঠিক ভাবে না জানেন কোন সার্ভিসের জন্য টাকা কেটে নিয়ে যাচ্ছে এবং কিভাবে এইসব সার্ভিস বন্ধ করবেন, তাহলে আজকের এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য।
grameenphone সিমে টাকা কেটে নেওয়ার সকল সার্ভিস বন্ধ করতে আপনার ফোন থেকে ডায়াল করুন *121*6*1#। ডায়াল করার সাথে সাথে আপনার মোবাইলে একটি এসএমএস আসবে এবং 72 ঘন্টার মধ্যে আপনার গ্রামীণফোন সিম থেকে টাকা কেটে নিয়ে যাওয়ার সকল সার্ভিস বা অফার বন্ধ হয়ে যাবে। যার ফলে পরবর্তীতে আপনার ব্যবহৃত বাংলালিংক সিম থেকে কোন টাকা কেটে নিয়ে যাবে না।
আশা করি বুঝতে পারছেন, যাদের বাংলালিংক সিম থেকে টাকা কেটে নিচ্ছে আপনারা উক্ত কোড ডায়াল করার মাধ্যমে টাকা কেটে নেওয়ার সার্ভিস বন্ধ করে নিতে পারবেন। বাংলালিংক সহ যেকোনো সিমের প্রয়োজনীয় কোড ও অফার জানতে আমাদের সাথে থাকুন।
0 Comments
post a comment
Emoji