ব্লগার সাইটে গুগল নিউজ উইজেট যুক্ত করার উপায় - How to add Google News widget to Blogger site

আপনার ব্লগার সাইটটি যদি গুগল নিউজের অনুমোদন পেয়ে থাকে, তাহলে তা আপনি আপনার ব্লগ সাইটে শেয়ার করে আপনার পাঠকদের জানিয়ে দিতে পারেন, এতে করে পাঠকগণ গুগল নিউজে আপনার সাইটটি অনুসরণ করে রাখতে পারবে। আর এই গুগল নিউজ সাইটটি আপনার ব্লগারে সুন্দর ভাবে যুক্ত করার জন্য আমরা নিয়ে এসেছি আজকে অসাধারণ একটি ব্লগার Google News widget।

How to add Google News widget to Blogger site

ব্লগারে গুগল নিউজ উইজেট যুক্ত করার উপায় :


ধাপ - ০১ : প্রথমে আপনি আপনার ব্লগার ড্যাশবোর্ড এর সেটিংস থেকে লেআউট অপশনে চলে আসুন। তারপর যেখানে আপনি Google News widget যুক্ত করতে চান সেখান থেকে Add a Gadget অপশনে ক্লিক করুন।




ধাপ - ০২ : Add a Gadget অপশনে ক্লিক করার পর এখন এখান থেকে HTML / java script অপশনে ক্লিক করুন।



ধাপ - ০৩ : ক্লিক করার পর টাইটেল এর জায়গায় গুগল নিউজ এবং Content এর জায়গায়  নিচের কোড গুলো বসিয়ে দিন।

Copy button click
<style>.rss-name {    color: #212529;    color: var(--text-black);}.rss-img {    display: block;    flex-shrink: 0;    height: 4rem;    margin: 1rem;    width: 4rem;    border-radius: 4px;    overflow: hidden;    position: relative;    transition: box-shadow .2s cubic-bezier(0.4,0,0.2,1) 0s; -webkit-box-shadow: 0 1px 5px 0 rgba(0,0,0,0.16), 0 1px 2px 0 rgba(0,0,0,0.26);    box-shadow: 0 1px 5px 0 rgba(0,0,0,0.16), 0 1px 2px 0 rgba(0,0,0,0.26);}.rss-follow {    margin-top: 5px;    color: #137333;    font-size: 14px;}.rss-a {    border: 1px solid #dadce0;    border-radius: .5rem; margin-bottom: 10px;}.flex-align1{display:-webkit-flex;display:-ms-flexbox;display:flex;-webkit-align-items:center;-ms-flex-align:center;align-items:center}</style><div class='rss-a'><a aria-label='Tokiunlimited.com' class='flex-align1' href='https://news.google.com/publications/CAAqBwgKML--uwswzNnSAw?ceid=US:en&oc=3' rel='noopener' title='Tokiunlimited.com'><div class='rss-img'><img alt='Tokiunlimited.com' class=' lazyloaded' data-src='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_IDXnVLkhS9ueaJ86DRBtGWic0mmwI4FcC_g7NEvTpnYF1EwibPQCf8YfrX7wee3J1_Iwg6CvxLMjjUkFIOx2dr0XEFAxD-U-iQODfcSetTQDOh9VsW1gbQYGvi7waetVDzxqZ1VZ-P-5/d/google-news.png' height='64' loading='lazy' src='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_IDXnVLkhS9ueaJ86DRBtGWic0mmwI4FcC_g7NEvTpnYF1EwibPQCf8YfrX7wee3J1_Iwg6CvxLMjjUkFIOx2dr0XEFAxD-U-iQODfcSetTQDOh9VsW1gbQYGvi7waetVDzxqZ1VZ-P-5/d/google-news.png' width='64'/></div><div><div class='rss-name'><span>Tokiunlimited.com</span></div><div class='rss-follow'><span>Live</span><span> 500 Followers</span></div></div></a></div>


ধাপ - ০৪ : এখানে Tokiunlimited.com এর জায়গায় আপনার সাইটের নাম এবং https://news.google.com/publications/CAAqBwgKML--uwswzNnSAw?ceid=US:en&oc=3 এই লিংক এর পরিবর্তে আপনার গুগল নিউজ পাবলিশার লিংকটি যুক্ত করে নিন।



ধাপ - ০৫ : কোডগুলা বসিয়ে তা ‘ধাপ - ৪’ অনুসারে পরিবর্তন করে, তারপর Save করে দিন।



Save করার পর আপনি ঠিক নিচের ছবিটির মতো গুগল নিউজের widget টি দেখতে পাবেন।



আশা করি বুজতে পারছেন, এভাবে খুব সহজে আপনি আপনার ব্লগার সাইটে গুগল নিউজ উইজেট নিউজ ‍যুক্ত করে নিতে পারবেন।


-------------------------------------

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন। 

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ] 

Post a Comment

0 Comments