কম্পিউটার Shut Down করার শর্টকাট উপায়। Computer tricks

দিন যত যাচ্ছে প্রযুক্তির খুটিঁনাটি তথ্য তত বেশি মানুষের সামনে প্রকাশিত হচ্ছে। সময় বাচাঁনোর জন্য মানুষ সর্বদা শর্টকাট উপায় খুঁজে থাকে। তারই সুবাদে আজকে নিয়ে আসলাম কম্পিউটারের একটি শর্টকাট টিপস নিয়ে। আর তা হচ্ছে কিভাবে আপনি আপনার কম্পিউটারকে শর্টকাট উপয়ে এক ক্লিকে Shut Down করে নিবেন। তো চলুন জেনে নেওয়া যাক।

Computer tricks

ধাপ - ০১ : প্রথমে পিসি থেকে মাউসের Right Button ক্লিক করে New অপশন থেকে Shortcut অপশনটিতে ক্লিক করুন।




ধাপ - ০২ : ক্লিক করার পর নতুন একটি উইন্ডো দেখতে পাবেন। এখানে খালি বক্সে slidetoshutdown লেখাটি লিখুন তারপর Next বাটনে ক্লিক করুন।


ধাপ - ০৩ : এখান থেকে Finish বাটনে ক্লিক করুন।


ধাপ - ০৪ : Finish বাটনে ক্লিক করার পর ঠিক নিচের মতো একটি আইকন আপনি আপনার কম্পিউটারে দেখতে পাবেন। এটাতে ডাবল ক্লিক করুন।




ধাপ - ০৫ :  ক্লিক করলে নতুন একটি উইন্ডো দেখতে পাবেন (নিচের ছবিটির মতো), এখন কী-বোর্ড থেকে Enter Button অথবা মাউস দিয়ে সাদা ট্রায়াঙ্গেল-টায় ক্লিক করলে বা নিচের দিকে টান দিলে কম্পিউটার Shut Down হয়ে যাবে।


আশা করি বুজতে পারছেন, এভাবে আপনি আপনার কম্পিউটার Shut Down করার জন্য এই শর্টকাট উপায় অবলম্বন করতে পারেন।

-------------------------------------

আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলো আপনার একটু হলেও উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নিত্যনতুন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন। 

[ যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেইজে ] 

Post a Comment

0 Comments