দিন যত যাচ্ছে প্রযুক্তির খুটিঁনাটি তথ্য তত বেশি মানুষের সামনে প্রকাশিত হচ্ছে। সময় বাচাঁনোর জন্য মানুষ সর্বদা শর্টকাট উপায় খুঁজে থাকে। তারই সুবাদে আজকে নিয়ে আসলাম কম্পিউটারের একটি শর্টকাট টিপস নিয়ে। আর তা হচ্ছে কিভাবে আপনি আপনার কম্পিউটারকে শর্টকাট উপয়ে এক ক্লিকে Shut Down করে নিবেন। তো চলুন জেনে নেওয়া যাক।
ধাপ - ০১ : প্রথমে পিসি থেকে মাউসের Right Button ক্লিক করে New অপশন থেকে Shortcut অপশনটিতে ক্লিক করুন।
ধাপ - ০২ : ক্লিক করার পর নতুন একটি উইন্ডো দেখতে পাবেন। এখানে খালি বক্সে slidetoshutdown লেখাটি লিখুন তারপর Next বাটনে ক্লিক করুন।
ধাপ - ০৩ : এখান থেকে Finish বাটনে ক্লিক করুন।
ধাপ - ০৪ : Finish বাটনে ক্লিক করার পর ঠিক নিচের মতো একটি আইকন আপনি আপনার কম্পিউটারে দেখতে পাবেন। এটাতে ডাবল ক্লিক করুন।
ধাপ - ০৫ : ক্লিক করলে নতুন একটি উইন্ডো দেখতে পাবেন (নিচের ছবিটির মতো), এখন কী-বোর্ড থেকে Enter Button অথবা মাউস দিয়ে সাদা ট্রায়াঙ্গেল-টায় ক্লিক করলে বা নিচের দিকে টান দিলে কম্পিউটার Shut Down হয়ে যাবে।
0 Comments
post a comment
Emoji