যারা SSC পরীক্ষা দিয়েছেন কিন্তু কিভাবে রেজাল্ট জানবেন সে চিন্তায় আছেন তারা নিচের দেওয়া ২টি পদ্ধতির মাধ্যমে রেজাল্ট চেক করে নিতে পারবেন। সবার আগে রেজাল্ট জানতে পারবেন এই দু’টি উপায়ে। এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট চেক করার সম্পূর্ণ নিয়ম এই আর্টিকেলে আপনি জানতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক।
SSC পরীক্ষার রেজাল্ট জানার ২টি পদ্ধতি
প্রথম পদ্ধতি :
যদি আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে আপনি নিচের দেওয়া পদ্ধতির মাধ্যমে যেকোন সাধারণ মোবাইল থেকে এসএমএস করে রেজাল্ট জানতে পারবেন।
এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম
SSC <space> 1st 3 letters of Education Board Name <space> Your Roll Number <space> YEAR ( এবং পাঠিয়ে দিবেন 16222 এই নম্বরে যেকোন মোবাইল থেকে। )
উদা : SSC COM 123456 2022
২য় পদ্ধতি :
যদি আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকে তাহলে নিচের দেওয়া দু’টি লিংকের যেকোন একটিতে ক্লিক করে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার পরীক্ষার রেজল্ট খুব সহজে জানতে পারবেন -
লিংক ২ : এই সাইটের মাধ্যমে আপনি ব্যক্তিগত রেজাল্ট দেখার পাশাপাশি যেকোন স্কুল ও জেলা বা বিভাগের রেজাল্ট ও তার পরিসংখ্যান দেখতে পাবেন
0 Comments
Your comment helps to inspire and motivate a blogger to write something better, so please don't forget to give your feedback after reading each post.
Emoji