ফেসবুক আইডি খোলার পর আমাদের আইডির জন্য একটি নির্দিষ্ট লিংক থাকে, যেমন : https://web.facebook.com/profile.php?id=1234567890। এই লিংকের লাল অংশটি হচ্ছে আমাদের আইডির username। আপনি যদি এই এলোমেলো username পরিবর্তন করে একটি কাস্টম username অর্থাৎ আপনার নিজের নাম ব্যবহার করতে চান, যেমন : https://web.facebook.com/TokiUnlimited, তাহলে খুব সহজে করে নিতে পারবেন। আর কিভাবে ফেসবুক username পরিবর্তন করতে হয় তা নিয়ে আজকের আর্টিকেল। তো চলুন জেনে নেওয়া যাক।
ফেসবুক ইউজার নাম পরিবর্তন করার নিয়ম
ধাপ - ০১ : প্রথমে আপনি আপনার ম্যাসেনজার অ্যাপে চলে আসুন। ম্যাসেনজার থেকে উপরের বাম দিকে থাকা প্রোফাইল বা থ্রি ডট অপশনে ক্লিক করুন।
ধাপ - ০৪ : এখন আপনি যে Username দিতে চান তা দিয়ে Save করে দিন। (মনে রাখবেন, আপনার দেওয়া নামটি যদি কাজ না করে অর্থাৎ আগে থেকে দেওয়া থাকে তাহলে নামের সাথে যেকোন সংখ্যা বসিয়ে দিবেন।)
0 Comments